রিসাইকেল বিন খালি করেছেন কি?

আশাকরি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় রিসাইকেল বিনে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলেমুছে ফেলার কথা মনে থাকে না।তবে রিসাইকেল বিন খালি করার কথা মনে রাখতে আপনি একটি কৌশল অবলম্বন করতে পারেন।সেটি হলো মাউসের ডান ক্লিকে emtpy recycle bin সুবিধা যোগ করা। এ জন্য Start/Run-এ গিয়ে notepad লিখে এন্টার করুন। নোটপ্যাড এলে নিচের প্রোগ্রামিং সংকেত হুবহু লিখুন।

Empty_Recycle_Bin

Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\{645FF040-5081-101B-9F08-00AA002F954E}]
@=”Empty Recycle Bin”
[HKEY_CLASSES_ROOT\*\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”

এখন File/Save as থেকে All files নির্বাচন করে Save as type হিসেবে। সব শেষে emptyrecyclebin.reg নামে এটি সেইভ করুন। নতুন একটি রেজিস্ট্রি আইকন তৈরি হবে। এই আইকনে ক্লিক করে Yes নির্বাচিত করুন। এখন যেকোনো ফাইল/ফোল্ডারের ওপর মাউস রেখে ডানে ক্লিক করলেই empty recycle bin অপশন পাবেন। রিসাইকেল বিনে কোনো ফাইল জমে থাকলে এই অপশনটি দেখা যাবে। রিসাইকেল বিন খালি থাকলে অপশনটি দেখা যাবে না।

যদি টিউনটি পড়ে থাকেন তাহলে কমেন্ট করবেন।কারন কমেন্ট ছাড়া টিউনের ভালে মন্দ বোঝা সম্ভব না।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল না জেনে ভাল লাগলো।
ধন্যবাদ অাপনাকে

সুন্দর টিউন !

A+

সুন্দর একটা টিপস দেয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ, সুন্দর আর উপকারী টিউন।

বেশ কাজের তো! আমার আগে জানা ছিলনা।ধন্যবাদ আপনাকে।

Level 0

চমৎকার……………… ধন্যবাদ আপনাকে।

চমৎকার……………… ধন্যবাদ আপনাকে।

Nice tuen. It informaiton will be useful for me. thanks a lot.

Level 0

ভাল হয়েছে
ধন্যবাদ আপনাকে

Level 0

ভাইয়া আপনাকে ধন্যবাদ। কাজে লাগার মত টিউন।

Level 0

ভাই আপনি তো দেখি তুফান দিচেছন…………………………….

দারুন টিউন

চমৎকার!!!!! ধন্যবাদ আপনাকে।