আমি আজ আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার দূর্বল প্রসেসরকে হাই কোয়ালিটির প্রসেসরে রূপান্তর করবেন। কি বিশ্বাস হচ্ছে না এইতো??
কোন ঝামেলা নাই, আপনি শুধু আমার দেখানো পথ অনুসরণ করুন আর পিসির কনফিগারেশনকে করে ফেলুন একদম ঝাক্কাস!!
১: run এ গিয়ে লিখুন regedit তারপর ok করুন।
২: HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। নিচে দেখুন............
৩: HARDWARE >> DESCRIPTION >>system>> CentralProcessor>> 0 তে ক্লিক করুন (ডাবল ক্লিক দিয়ে)
তারপর ডান পাশে processorName এ ক্লিক করে অপেন করুন। নিচে দেখুন..................
এবার আপনি নিজের মত করে আপনার প্রসেসরকে পাল্টে দিয়ে ok করুন। নিচে দেখুন..................
দেখুন আমি আমার 3 কে কোর আই 7 বানাই ফেলেছি।
বিঃ দ্রঃ এটা আসলে আপনাদের কোন কাজে আসবেনা। শুধু আপনার বন্ধুদের কাছে একটু পার্ট নিতে পারবেন ( ভাই আমাকে ক্ষমা করে দিয়েন আপনাদের সময় নষ্ট করার জন্য)
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন...................... (ভাই জানি ভাল লাগেনি!! আমারে গালি দিয়েন না। প্লীজ!!!!)
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
মজার ট্রিকস। ধন্যবাদ।