ঝটপট অবান্তর মেইল থেকে মুক্ত করুন আপনার মেইল অ্যাকাউন্ট কে

তথ্য আদান প্রদান করার জন্য বিশ্বের জনপ্রিয় একটি সিস্টেম মেইল। আর আপনার মেইল এ যখন প্রতিনিয়ত এই ঝামেলা তে ভরপুর থাকে তখন নিশ্চয় অনেক বেশি বোর ফিল করেন। অনেক সময় আমরা দেখি আমাদের মেইল এ বিভিন্ন ধরনের মেইল এসে থাকে। যা আপনাকে বিরক্ত করে তোলে। আসলে এই সব মেইল আসার কারন আছে। কারন আপনার মেইল টি আপনি কোন না কোন কারনে এইসব জাইগাতে ইউজ করা হচ্ছে। এটা আপনার অবর্তমানে হোক বা আপনি হন। তারপরও এই মেইলগুলো আসতে থাকে। আর এই মেইল গুলো যদি আপনি এক একটা করে ডিলিট করতে চান তাহলে দেখা যাবে আপনার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই মেইল গুলো আপনি এক নিমিষেই ডিলিট করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি চান তাহলে ওই মেইল টা যেন সারাজীবন না আসতে পারে সেই ব্যবস্থা করতে পারেন।

তো চলুন দেখা যাক কিভাবে এই মেইলগুলো পরিষ্কার করবেন আপনার মেইল অ্যাকাউন্ট থেকে। প্রথমে আমি জিমেইল এ ঢুকলাম। জিমেইল এ ঢুকার পর সেটিং এ যান। কিন্তু তার পূর্বে আপনি যে মেইল টি ডিলিট করতে চান সেই মেইল টি কপি করে নেন। নিচের ছবি টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যেটা ডিলিট করতে চান সেটার ভিতরে প্রবেশ করুন। যদি নিচের ছবিটার মত মেসেজ আপনার পান তাহলে একবারেই ঝামেলা মুক্ত হয়ে গেলেন। লিঙ্কে ক্লিক করলে আপনি আনসাবস্ক্রাইব করে ফেলতে পারেন।

01

আর যদি এই ধরনের কোন কিছু না পান তাহলে উপরে যেয়ে যেখান থেকে মেইল টা আসতেছে সেই মেইল টা কপি করুন। নিচে ছবি টা দেখুন হলুদ চিহ্ন দারা মার্ক করা আছে। শুধু মাত্র মেইল টুকু কপই করে নেন

01

এখন আপনি সেটিংএ যান। হলুদ চিহ্ন দেওয়া স্থানে গেলে আপনি আপনি সেটিং পাবেন কিভাবে যাবেন তার ছবিটা একটু দেখেন

01

এখন আপনি Filter এ ক্লিক করুন এবং একটা নতুন ফিল্টার তৈরি করুন ঠিক নিচের ছবির  মত। এবং ধারাবাহিকভাবে আমি ছবি দিয়ে দিয়েছি।

01

ফিল্টার তৈরি করার সময় নিচের ছবিটা আসবে এখানে আপনি From অপশনে আপনার কপি করা মেইল টি পেস্ট করে দিন।

এবং Create Filter with this Search ক্লিক করুন।

02

এখন দেখবেন নিচের ছবিটার মত আসছে। আপনি এখান থেকে Delete  এ ক্লিক করুন। এবং Also Apply filter to matching Conversation চেক বক্স টিক দিন এবং Create Filter এ কিক করুন।

03

এখন দেখেন নিচে একটা ফিল্টার তৈরি হয়ে গেছে। এখন আপনি চেক বক্সে ক্লিক করে ডিলিট এ ক্লিক করুন। দেখবেন আপনার মেইল থেকে ওই মেইল সবগুলো ডিলিট হয়ে গেছে।

04

আর এইভাবে আপনি আপনার মেইল থেকে অবান্তর মেইল গুলো খুব সহজেই ডিলিট করতে পারেন। আশা করি আপনার কাজে দিবে । জিমেইল এবং ইয়াহু মেইল আর জন্য এই পদ্ধতি টা প্রযোজ্য।

আশা করি সবার ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট পাব।আর হ্যাঁ আরেকটা কথে গতকাল একটি আর্টিকেল লিখেছিলাম" রহস্যময় গুগল। যা আগে কেউ কখনও ভাবেনি, এমনকি ভাবতেও পারেনি।" যদি কেউ না পড়ে থাকেন তাহলে অনুরধ থাকল পড়ার জন্য। কারন আমার জীবনের একটা সেরা লেখা এটি। অনেক তথ্যবহুল একটি আর্টিকেল। আর্টিকেল টি পড়তে চাইলে এখানে ক্লিক করুন।

চাইলে আমার প্রযুক্তির আলো ব্লগে একটু ঘুরে আসতে পারেন।

ফেসবুক এ আমি হ্যারি পটার 

Level 0

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গ্রেট। স্পামিং মেইল থেকে বাঁচা যাবেনা? ভালো হয়েছে। উপকারী টিউন

Level 0

ধন্যবাদ এমন একটি উপকারি পোস্টের জন্য।

Level 0

ধন্যবাদ