আসসালামু আলাইকুম। আজ লিখব কিভাবে আপনার মডেম/ প্রোগ্রাম আপনার অনুপস্থিতিতে কম্পিউটার নিজ থেকেই কাজ শুরু করবে। এটা সহজ বললে ভালো হয়!
(আমি নিষেধ করব তাদেরই পড়তে যারা এই পোস্ট পড়ে কিছু না বুঝেই গালমন্দ শুরু করবে, তাই না বুঝতে পারলে প্রশ্ন করতে পারেন। গালাগাল দিবেন না।)
কেননা, বেশি কিছু আপনার করা লাগবে না ! প্রথমে এটা নামিয়ে নিন। এরপর ছবির মত জায়গায় ক্লিক করুন।
এরপর আপনি একটি উইন্ডো পাবেন। Scheduler ট্যাব এ ক্লিক করুন। এবার ছবির মত Everyday তে ক্লিক করে Scheduler (লাল রঙ) এ ক্লিক করুন।
এবার শুধু আপনার টাইম সেট করুন। এখানে প্রতি পাঁচ মিনিট পরপর সময় ঠিক করতে পারবেন। বুঝতে পারছি, এভাবে বললে বুঝবেন না। যাহোক, এটা ব্যবহার করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন কি করা লাগবে। যেহেতু আমি সিটিসেল ব্যবহার করছি, তাই রাত ১.০৫ মিনিটে সময় ঠিক করলাম। আপনাদের অনুরোধ করব যে আপনারা ৫মিনিট পর সময় ঠিক করবেন। কেননা, চার্জ কেটে বসলে আমাকেই গাল দিয়ে বসবেন যে!
যাক ঘাবড়াবেন না তারিখটা দেখে। কেননা আপনি আগেই Everyday এ ক্লিক করেছেন। এবার Activate Task এ ক্লিক করুন। করে সেভ করে বেরিয়ে আসুন।
এবার Z-Cron Task ট্যাব এ আসুন। Tools এ ক্লিক করুন।
এবার আপনার মডেম এর ডায়াল করা বা কানেক্ট করা ফাংশনটা খুঁজে বের করুন। এটা RAS-DIAL এ ক্লিক করলেই আসবে আশা করি এবং নিজ থেকেই মডেম কানেক্ট করবে। আর ডিস্কানেক্ট করতে চাইলে RAS-HANGUP এ ক্লিক করবেন। ওকে করে বেরিয়ে আসুন।
(Warning: আপনার মডেম এ কানেকশন ম্যানেজার বাদেই উইন্ডোজ এ ডায়াল করা যায় এমন করে রাখতে হবে। GSM দের সমস্যা হবে না আশা করি, তবে সিটিসেল ইউজারদের বলব, আপনারা উইন্ডোজ এর ডিফল্ট Dialer এ ইউজারনেম আর পাসওয়ার্ড সেভ করে রাখবেন। এটা বুঝতে না পারলে নক করবেন। ইনশাআল্লাহ পারলে আবার পোস্ট লিখে বুঝিয়ে দিব)
Command এ আপনি এবার দেখতে পাবেন RAS-DIAL. Connection এ আপনার মডেম সিলেক্ট করুন। আমার সিটিসেল। তাই আমারটায় Wireless Terminal আসছে। আপনাদের পিসিতে বেশি মডেম বা প্রফাইল যদি ইন্সটল করা থাকে, তবে একটু সতর্ক হয়ে সিলেক্ট করবেন। আবারো বলছি, ভুল করলে আপনিই দায়ী। আমাকে দায়ী করতে পারবেন না।
এবার Save এ হিট করে বেরিয়ে আসুন এবং সফটওয়্যারটিকে বন্ধ করবেন না। ওটা না চললে আপনার তো কাজই হবে না যে! সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখতে পারেন তবে বন্ধ করবেন না।
আশা করি উপকৃত হবেন।
আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks