যারা উইন্ডোজ seven ব্যাবহার করেন তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে  সবাই ভালো আছেন।

আজকে ছো্ট একটি  টিপস দেখাবো।যারা উইন্ডোজ seven ব্যাবহার করেন তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

সবাই কে আমার ছালাম ও শুভেচ্ছা জানিয়ে  শুরু প্রথম টিউন ।টেকটিউনস কে নিয়ে যারা অনবরত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা ।micro_tuner হিসাবে আমার এই ছোট্র টিউনটি আশা করি আপনাদের ভালো লাগবে ।

যারা উইন্ডোজ seven ব্যাবহার করেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন কোন সফ্টওয়ার ইনস্টল করার সময় নীচের এই ম্যাসেজটি আসে তখন অনেক বিরক্তি মনে হয়।

তখন ইয়েছ বাটনে ক্লিক করলে সফ্টওয়ারটি ইনস্টল হইতে থাকে । কিন্তু আপনি আপনার কম্পিউটারে এই ম্যাসেজট ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারবেন ।নিচের নিয়মে পরিবতন করতে পারবেন

১নং:-ইউজার একাউন্টে ক্লিক করুন ।

২নং:-লাল দাগ চিহ্নিত জায়গাটিতে ক্লিক করুন ।

৩নং:- change user account control settings ক্লিক করুন ।

==========================================

ওকে দিয়ে বাহির হওয়ার পর সিস্টেম রিস্টাট করুন

এরপর থেকে আর কখনো সফ্টওয়ার ইনস্টল দেওয়ার সময় ম্যাসেজটি আসবেনা ।

আমি নতুন টিউনার কিন্তু অনেক দিন ধরে টেকটিউনসে আছি । তারপরে বলবো ভুল হলে সংশোধন করার সুযোগ দিবেন ।

Level 0

আমি মাইক্রোটিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার কম্পিউটারে উইন্ডোজ ৭ ব্যবহার করি। কিন্তু ডেমো ভারসন। পারলে একটা প্রোডাক্ট কী দিয়েন।

    MS Windows 7 Developer Activation সফটওয়ার টা ডাউনলোড করে নিন।
    এবং অপেন করে আপনার Version সিলেক্ট করে নেক্সট করুন। Active হয়ে যাবার পর PC রিস্টার্ট করুন ব্যাস।
    Download Link
    http://www.mediafire.com/?mzrmm3wtjnj

    Level 0

    স্বাগতম টিউনারকে
    আর হা আমিনুল ভাই,
    আপনাকে বলছি আপনি যেটার কথা বলেছেন সেটাকি নিজে চেষ্টা করেছেন??? করলে মনে হয় লিঙ্কটা দিতেননা।

আপনি laptop না desktop একটু বিস্তারিত লিখে জানান মেইলে [email protected] ইনশআল্লাহ ডেমো ভারসন কে অরজিনাল করা যাবে ।

    ভাই আমারও লাগবে, ডেমো ভার্সন নিয়ে খুব সমস্যায় আছি। আর ছোট টিউন হিসেবে আপনার টিউন অসাধারন হয়েছে, (আমি মনে মনে এটাই খুছছিলাম) ধন্যবাদ।

    ভাই জান যদি লাগে তাহলে নিন
    MS Windows 7 Developer Activation সফটওয়ার টা ডাউনলোড করে নিন।
    এবং অপেন করে আপনার Version সিলেক্ট করে নেক্সট করুন। Active হয়ে যাবার পর PC রিস্টার্ট করুন ব্যাস।
    Download Link
    http://www.mediafire.com/?mzrmm3wtjnj

আপনাকে ধন্যবাদ এই টিউন করার জন্য।

তবে একটা কথা………
প্রথম যে পিকচার টা দিয়েছেন সেখানে খেয়াল করুন Change when these notification appear বাটন আছে সেখানে ক্লিক দিলে User Accaunt Control Setting চলে আসবে। তাহলে এত বড় বড় পিকচার দিয়ে পেইজ ভারি করার কি দরকার।

শেয়ার করার জন্য ধইন্যাপাতাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

Level 0

আমার ভায়েও লেপ্টপের সাথে ফ্রী উইন্ডোজ ৭ পেয়েছি।

    Level 0

    এটা আসলে ব্র্যান্ডেড কোম্পানিগুলো দিয়ে থাকে…।
    ভাল কথা

    কথাটা আসলে বুঝলাম না।কেউ কম্পিউটার কিনলে ৭,এক্সপি কিংবা ভিস্তা না দিয়ে ফাঁকা কম্পিউটারও দেয় নাকি?

    জ্বি প্রবাসী ভাই আমার কাছেও একজন এইরকম ফাঁকা একটা নিয়ে আসছিল নতুন,আমি উনাদের ফেরত পাঠিয়ে ছিলাম যেখান থেকে কিনেছে সেখানে তারপর উনারা windows করে দিয়েছিলেন তবে টাকার বিনিময়ে।

Level 0

ধন্যবাদ ভাই টিউনটি আমার ভাল লেগেছে।আপনার থেকে আরো win 7 টিউন আশা করি।

ভাই কাজের টিঊন।

তবে এতে কিন্তু আপনি আপনার নিরাপত্তাও কমিয়ে দিলেন ; আগে কোন ভাইরাস চালু হওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করত চালু করবে কিনা । আর এখন আগের মতই (এক্সপি ) পচাপচ ভাইরাস ঢুকবে 🙂

স্বাগতম আপনাকে টেকটিউন্সে।আপনার টিপসটা খারাপনা তবে ‘জামাল উদ্দিন’ ভাইয়ের কথাটাও মনে হয় ঠিক ধন্যবাদ আপনাকে।

Level 0

স্বাগতম আপনাকে।