আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজকে ছো্ট একটি টিপস দেখাবো।যারা উইন্ডোজ seven ব্যাবহার করেন তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
সবাই কে আমার ছালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু প্রথম টিউন ।টেকটিউনস কে নিয়ে যারা অনবরত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা ।micro_tuner হিসাবে আমার এই ছোট্র টিউনটি আশা করি আপনাদের ভালো লাগবে ।
যারা উইন্ডোজ seven ব্যাবহার করেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন কোন সফ্টওয়ার ইনস্টল করার সময় নীচের এই ম্যাসেজটি আসে তখন অনেক বিরক্তি মনে হয়।
তখন ইয়েছ বাটনে ক্লিক করলে সফ্টওয়ারটি ইনস্টল হইতে থাকে । কিন্তু আপনি আপনার কম্পিউটারে এই ম্যাসেজট ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারবেন ।নিচের নিয়মে পরিবতন করতে পারবেন
১নং:-ইউজার একাউন্টে ক্লিক করুন ।
২নং:-লাল দাগ চিহ্নিত জায়গাটিতে ক্লিক করুন ।
৩নং:- change user account control settings ক্লিক করুন ।
==========================================
ওকে দিয়ে বাহির হওয়ার পর সিস্টেম রিস্টাট করুন
এরপর থেকে আর কখনো সফ্টওয়ার ইনস্টল দেওয়ার সময় ম্যাসেজটি আসবেনা ।
আমি নতুন টিউনার কিন্তু অনেক দিন ধরে টেকটিউনসে আছি । তারপরে বলবো ভুল হলে সংশোধন করার সুযোগ দিবেন ।
আমি মাইক্রোটিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার কম্পিউটারে উইন্ডোজ ৭ ব্যবহার করি। কিন্তু ডেমো ভারসন। পারলে একটা প্রোডাক্ট কী দিয়েন।