@স্ক্রিনসেভারে দেখুন আবহাওয়ার বর্তমান তথ্য@

হ্যালো টেকটিউনস এর টিউনার রা কেমন আছেন সবাই?,আজ আমি আপনাদের এমন একটি সফটওয়ারের কথা বলব যার সাহায্যে স্ক্রিনসেভারে দেখা যাবে বর্তমান আবহাওয়ার তথ্য।

23946-yowindow

চলুন তাহলে শুরু করা যাক,

  • ইয়োউইন্ডো নামের এই সফটওয়ারটি প্রথমে http://www.yowindow.com থেকে ডাউনলোড করে নিন।
  • সফটওয়ারটি মাত্র ২.৭ মেগাবাইটের এবং ফ্রি।
  • সফটওয়ারটি ডাউনলোডের পর ইনস্টল করে নিন।
  • এরপর তা চালু করে আপনার দেশ ও শহর নির্বাচন করুন,ব্যাস কিছুহ্মনের মধ্যে আবহাওয়ার বিভিন্ন তথ্য দেখা যাবে।
  • তারপর প্রোগ্রাম মেনু থেকে set yowindow as screensaver এ ক্লিক করুন এবং স্ক্রিনসেভারে আবহাওয়ার তথ্য দেখুন।

এই সাইটে আরো ফেসবুক,মাইস্পেস,আইগুগলসহ নিজস্ব ওয়েবসাইটে উইডগেট সেট করা যাবে।
ধন্যবাদ।

Level 0

আমি Ranju.raj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সফটওয়্যার এ কি বাংলাদেশের ক্ষেত্রে শুধু ঢাকার আবহাওয়ার তথ্য দেখাবে ?
বাংলাদেশের প্রতিটি জেলার ৩ ঘন্টা পর পর আবহাওয়ার তথ্য জানতে এখানে ভিজিট করুন।

আপনাকে একটা অনুরোধ করি মনে কিছু কইরেন্না আপনি দয়া করে আপাতত টিউন করা থেকে বিরত থাকুন,টেকটিউন্সের ভাল ভাল টিউন গুলু দেখে সেইগুলু নিয়ে একটু পর্যালোচনা করেন তারপর নিজেকে টিউন করার জন্য ভাল ভাবে তৈরি করুন এবং পুর্নদ্যমে টিউন করা আরম্ভ করুন দেখবেন ভাল টিউন করতে পারবেন কারন আপনি এই পর্যন্ত যতগুলু টিউন করেছেন একটাও মান সম্মত নয়,তার কিছুটা নমুনা ভিজিটরদের কমেন্ট থেকে কিছুটা হইলেও টের পাইছেন।কথাটা অন্য ভাবে নিবেন্না আপনার ভালোর জন্যই বলেছি ধন্যবাদ।আপনি নিজেই দেখেন ৬ খানা টিউন কিন্তু এই পর্যন্ত করে ফেলেছেন কিন্তু মান সম্মত কি একটাও হয়েছে?

    ওনি ৫ টি টিউন প্রকাশ করেছেন আর বাকী গুলো সাহায্য টিউন।
    ৫ টি টিউনের মধ্যে আমার মতে, এই টিউন খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভাল হয়েছে। আর অন্য টিউন গুলোর কমেন্ট গুলো দেখলেই বুঝা যায় কেমন হয়েছে।
    আশা করি আপনার থেকে আরো ভাল টিউন আমরা পাব।

    স্বাধীন ভাই একটু ভুল হইছে ৬ টা না ৫ টা হবে,ঠিক আছে মানলাম আপনার কথাই ঠিক এই টিউনটা মোটামুটি ভাল হইছে কিন্তু দেখেন উনার টিউন গুলু কত দ্রুত টেকটিউন্সে প্রকাশিত হইছে,আরো ধিরে-সুস্থে,বুঝে-শুনে টিউন করলে ভাল হইতনা?

    Level 0

    আমার মনে হয় এসব টিউন Boycott করা উচিত

Level 0

I hope ata Bd te kaj korbe na.

Thanks Apnake. Age eta use kortam ami, pore format debar por harie felechhilam.
Ajke abar peye gelam.
Thanks.

Level 0

এই সফটওয়্যার টা বাংলাদেশে ও কাজ় করে ।এবং এটা ফেসবুকেও APPLICATION হিসাবে USE করা যায়
ভালো টিঊন

Level 0

LuckyFM : APNE EBHABE BALTE PAREN NA
TUNE TA ETO KHRAP HOINAI JE ETA KE BOYCOTT KORA UCIT
APNE NIJE KE BESHI KISU MONE KREN……..

    যেই সময় মন্তব্য করা হয়েছিল সেই সময় টিউনটা এই রকম ছিলনা এখন টিউনটা আপডেট করা হইছে এবং আগের থেকে ভাল হইছে ধন্যবাদ।

Level 0

TAHOLE TIK ASE
THANX ATAUR BHAI

Level 0

আমার মনে হয় এখানে কিছু টিউনারের দূরদর্শিতার অভাব রয়েছে কেননা টিউনটি একবারই প্রকাশিত হয়েছে,কোন আপডেট করা হয় নাই।
আরেকটা কথা আমি বলতে চাই যে সব টিউন সবাইকে ভালো নাও লাগতে পারে ,কিন্তু যাদের সামান্যও উপকার হবে তাদের জন্যই সে টিউনটি সার্থক বলে অমি মনে করি।
ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে । ডাউনলোড দিলাম ।

ধন্যবাদ দারুন একটা সফট শেয়ার করার জন্য।