কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে ভালো আছেন।আজ অনেকদিন পর টিউন করছি।আজকের লেখাটি ইতিমধ্যে প্রথম আলোর পাঠকদের সাথে শেয়ার করেছি,আজ টেকটিউনের পাঠকদের কাছে শেয়ার করছি । আশা করছি ভালো লাগবে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাস বা স্পাইওয়্যার আক্রান্ত হলে সাধারণত রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার, টাস্ক ম্যানেজার এই তিনটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বা ইউটিলিটি অকেজো হয়ে যায়।তাই আপনি যদি উইন্ডোজের সিস্টেম ফোল্ডারের পরিবর্তে অন্য জায়গায় রেখে এই তিনটি প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে এ সমস্যা অনেকটাই দূর হবে। এ জন্য XP EmergencyUtils নামের ১১ কিলোবাইটের প্রোগ্রামটি।
এই ইউটিলিটি প্রোগ্রামগুলো আপনি উইন্ডোজের মূল প্রোগ্রামের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।
ভালো লাগলে কমেন্ট করবেন।
ইদানীং টেকটিউনের কমেন্টের অবস্থাও দেখি উল্টাপাল্টা,অনেক সময় টিউনের সাথে কমেন্টের মিল পাই না,আর তর্ক-বিতর্কের কথা না হয় বাদই দিলাম।একই টিউনের বারবার পুনরাবৃত্তিও হচ্ছে(কে জানে এই টিউনটিও আগে কেউ টিউন করছে কি না!)....সবমিলিয়ে টেকটিউন যেন সেই আগের মতো নেই।আমার কথা অনেকেরই পছন্দ হবে না জানি,কিন্তু টেকটিউনকে ভালোবাসি বলেই কথাগুলো বললাম। জেগে উঠো টেকটিউন!!!আমি সেই আগের রুপে বিগবস টিউনারদের টিউন দেখতে চাই।
কিছুদিন আগে আমি ফেসবুকে পিসি টিপস এ্যান্ড ট্রিক্স নামে একটি গ্রুপ চালু করেছি।গ্রুপটি শুধু টিপস শেয়ার করার জন্য চালু করলেও এটি এখন টেকটিউনের ‘সাহায্য চাইছেন” বিভাগের মতো হয়ে গেছে!!! মানে সবাই শুধু সমস্যার কথা বলে,সমাধানও কেউ না কেউ দিয়ে দেয়।তাই এই গ্রুপটিতে যোগ দিলে আপনার হয়তো উপকারও হতে পারে।আমি সবাইকেই আহবান জানাচ্ছি।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
আপনার গ্রুপে Join করলাম। ভালই লাগল। আর হ্যা টিউন টা ভাল হয়েছে।