অনেক দিন পর টিউন করতে আসলাম... সবাইকে আমার সালাম... আসসালামুয়ালাইকুম অয়া রাহমাতুল্লাহ...। বিজয়ের মাসে সবাইকে জানাই আমার বিজয়ের রক্তিম শুভেচ্ছা...
প্রায় ব্যস্ত থাকার কারনে আগের মত টেকটিউনসে আসতে পারিনা। যাইহোক কাজের কথায় আসি...।
আপনি যদি পড়ালেখায় মনযোগী হতে চান তাহলে আমার কিছু ট্রিপ্স অনুসরন করে দেখতে পারেন । আর এই জন্য পড়া লেখার আগে আপনাকে একঘন্টার একটা প্রস্তুতি নিতে হবে।
আপনি যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আপনার আপাদত প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়া লেখা করা। আর যাই করেন না কেন আপনার সবই পড়ালেখাকে কেন্দ্র করে আবর্তিত হতে হবে...
পড়ালেখা শেষ করে প্রশান্ত মন নিয়ে টেকটিউনসে, ফেবুতে এসে যান... টেকটিউনসর ফেবুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম । আপলোড, স্ট্যাটাস , পোস্ট করে শেয়ার করুন... আমরা তো লাইক দেয়ার জন্য আছি।।
উপরের ট্রিপ্সগুলো এই ভাবে পাঁচ দিন এপ্লাই করেন... দেখবেন ফেবু টেকটিউনস মোবাইল আপনার সাথে দুশমনি করবেনা। বরণ ভালো বন্ধু হয়ে যাবে...
পোস্টটা কেমন হল জানি না ... তবে আমি আমার এই ট্রিপ্স গুলো এপ্লাই করে ভালই সুফল পাচ্ছি... আপনারাও ট্রাই করেন... আর হ্যা... কোন প্রকার মস্তিস্ক চাপ নিয়ে পড়ালেখা করা মটেই উচিত নয়, এই ক্ষেত্রে আপনি আপনার প্রবলেম পারসনাল ডাইরিতে লিখে রাখতে পারেন... অথবা একটা কাগজে বার বার লিখে পুডে পেলতে পারেন...
সম্পুন্য টিউনটা E71 মোবাইল দিয়ে লিখা... ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
gd tune