আমার প্রিয় টেকটিউন পরিবার আসসালামু আলাইকুম। আশা করি এই বর্ষার মেঘলা দিনে সবাই ভালো আছেন। আমি আপনাদের একটা ছোট সফটওয়ার উপহার দিব। আর সেটা হলো, আমরা অনেকেই জানিনা আমাদের বাংলায় জন্ম তারিখ। জারা জানেন ভালো কথা, তাদের এই টিউন প্রযোজ্য না। জাই হোক। আগে ইন্সটল করে নিন সফটওয়ার টি।
ব্যবহার..
কিছু স্কিন সট নিচে দেওয়া হল
ধরুন আমার জন্ম তারিখ ০৪ই ডিসেম্বর ১৯৮৭। ধরবেন কেন সত্যিই জন্ম তারিখ এটা। যাই হোক এবার আমরা দেখে নেই বাংলা তারিখ সেদিন কত ছিল।
দেখলেন তো, একদাম পরিক্ষীত। আমার বাবা ডাইরীতে আমার বাংলায় জন্ম তারিখ লিখা আছে, আমার বাংলায় জন্ম তারিখের সাথে একদম মিলে গেছে।
আর একটা কথা সেটা হল যখন আপনার ইংরেজী মাসের তারিখ চেস্জ করবেন তখন আরো কী দ্বারা চেন্জ করবেন অথবা কী বোড দ্বারা সরাসরি নম্বর বসাবেন।
ডাউনলোড লিংক টা হলো।
http://www.ziddu.com/download/10163889/Bangladesh_date.zip.html
আগের কথা আবারো, ভালো লাগলে কমেন্ট, না লাগলে কিছু বলেন না। আর এটা এর আগে টিউন হতে পারে। আমার জানা মতে এটা আগে টিউন হয় নাই। ধন্যবাদ
আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টিউন গুলু ভাল হইতেছে চালিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।