আপনি আপনার জন্ম তারিখ হয়ত ইংরেজীতে জেনে থাকবেন। আসুন আমি আপনার ইংরেজী জন্ম তারিখ বাংলা মাসে পরিবর্তন করে দিব। গ্যারান্টি ওফার

আমার প্রিয় টেকটিউন পরিবার আসসালামু আলাইকুম। আশা করি এই বর্ষার মেঘলা দিনে সবাই ভালো আছেন। আমি আপনাদের একটা ছোট সফটওয়ার উপহার দিব। আর সেটা হলো, আমরা অনেকেই জানিনা আমাদের বাংলায় জন্ম তারিখ। জারা জানেন ভালো কথা, তাদের এই টিউন প্রযোজ্য না। জাই হোক। আগে ইন্সটল করে নিন সফটওয়ার টি।
ব্যবহার..
কিছু স্কিন সট নিচে দেওয়া হল


ধরুন আমার জন্ম তারিখ ০৪ই ডিসেম্বর ১৯৮৭। ধরবেন কেন সত্যিই জন্ম তারিখ এটা। যাই হোক এবার আমরা দেখে নেই বাংলা তারিখ সেদিন কত ছিল।

দেখলেন তো, একদাম পরিক্ষীত। আমার বাবা ডাইরীতে আমার বাংলায় জন্ম তারিখ লিখা আছে, আমার বাংলায় জন্ম তারিখের সাথে একদম মিলে গেছে।
আর একটা কথা সেটা হল যখন আপনার ইংরেজী মাসের তারিখ চেস্জ করবেন তখন আরো কী দ্বারা চেন্জ করবেন অথবা কী বোড দ্বারা সরাসরি নম্বর বসাবেন।

ডাউনলোড লিংক টা হলো।
http://www.ziddu.com/download/10163889/Bangladesh_date.zip.html

আগের কথা আবারো, ভালো লাগলে কমেন্ট, না লাগলে কিছু বলেন না। আর এটা এর আগে টিউন হতে পারে। আমার জানা মতে এটা আগে টিউন হয় নাই। ধন্যবাদ

Level 0

আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন গুলু ভাল হইতেছে চালিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ ভাই।.. আপনাদের দোয়ায় প্রথম দিন অতিবাহিত করলাম

বাংলা জন্ম তারিখ থেকে ইংরেজী জন্ম তারিখ সফটওয়ার থাকলে ভাল হইতো কারন এইটা আমি আমার দাদার ইংরেজী জন্ম তারিখ জানিনা বিধায় খুজতাছি pls …. 😛

    কেন ভাই এইটা দিয়াইতো হয়।

    Level 0

    আদনান ভাই ঠিকই বলছে, এইটাই দিয়েই হবে। আর যদি একান্তই না পারেন তাহলে অনেক আগের ডেট ব্যবহার করেন যেমন ১৯২০, ১৯০১..দেখবেন আপনার দাদার জন্ম তারিখ বার করতে পারবেন।

হুম ভাল হচ্ছে !! আসিক ভাই ছবি গুলো একটু ছোট দেয়ার চেস্টা করেন । চালিয়ে যান……………………

    Level 0

    ঠিক আছে ভাই পরের টিউন গুলার ছবি ছোট করব। কিন্তু ভাই একটা জিনিষ, আমি থামসে ছবি দিতে পারতেছি না। কিভাবে দিব, বলতে পারেন?

কোথায় আমার বঙ্গ মাথা। ভাল টিউন । সাথেই আছি ।

    Level 0

    ভাই বঙ্গমাথা কি? ধন্যবাদ কমেন্ট করবার জন্য

Level 0

ধন্যবাদ ভাই। আমি আপনার নাম কয়দিন আগে টেকটিউনসে দেখেছিলাম আর মনে করেছিলাম আপনি জ্যতিবীদ। কারন কোন একটা দৈনিক পত্রিকায় এই নামে একজন জ্যতিষ্ক আছেন। ধন্যবাদ কমেন্ট করবার জন্য

আরে আমাদের আশীক নাকি?এই তো সুন্দর হচ্ছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর কিন্তু আনকমন সফটটি শেয়ার করার জন্য।ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিউন চাই।

    Level 0

    বিশ্বাস করেন ভাই আমি প্রচুর খুশী হলাম আপনি আমার টিউনে কমেন্ট করেছেন। যাই হোক বোধ হয় আমি কিছুটা হলেও স্বার্থক। ধন্যবাদ

ধন্যবাদ টিউনের জন্য।
(ইমেইল পেয়েছি, কিন্তু ৩ দিন নেটওয়ার্কের বাহিরে থাকার কারণে উত্তর দিয়ে পারি নি।)

Level 0

thanx 2 u
good TUNE..
CARRY ON

    Level 0

    ধন্যবাদ ভাই।

শেয়ার করবার জন্য ধন্যবাদ । বেশ…..চালিয়ে যান…..

আমিও অনেক আগে (প্রায় ৪-৫ বছর) তৈরি করেছিলাম। কিন্তু তখন টেকটিউন ছিলনা বিধায় পোস্ট করতে পারিনি। আজ আপনার পোষ্ট দেখে তাই মনে পড়ে গেল। চালিয়ে যান। প্রোগ্রামিং-এর জয় হোক।

    Level 0

    ভাই আমাদের জন্য ভাই কিছু উৎসগ করুন। আমি ভাই এটা কিন্তু তৈরি করি নাই. আমার কালেকশানে এটা ছিল। আমি তো ভাই তাহলে প্রোগ্রামার

অনেক সময়ই দরকার হয় ইংরেজী তারিখ থেকে বঙ্গাব্দ করার। সফটওয়্যারটি অনেক উপকারে আসবে। ধন্যবাদ আশিক ।

Brave . Nice tune. Carry on your tune. hope to see more nice tune next period. Thanks a lot.

Level 0

সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। তবে আমাদের আইটি প্রেমী রুহুল ভাইও এই রকম একটি সফটওয়্যার নিয়ে টিউন করেছিলেন অনেক আগে।

    Level 0

    আপু লিংক টা দিলেন না কেন? ধন্যবাদ।

Level 2

যদিও এটা নিয়ে অনেক আগেই টিউন হয়েছে। তবুও ভালই হয়েছে। টিউন করেছেন : শাকিল আরেফিন | প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল, ২০০৯ |
এ সফটওয়্যারটি ডেভলপ করেছেন বাংলাদেশ শিল্প ব্যাংক এর একজন কর্মকর্তা যার নাম সাইফুদ্দিন আহমেদ। এটি ডাউনলোড করতে http://www.geocities.com/bddate লিংকে যান। টিউন করার জন্য আশিক আপনাকে ধন্যবাদ ।

    Level 0

    যাবতীয় তথ্য দিবার জন্য ধন্যবাদ, এইটার লিংক টা দিতে পারেন? ভাই। আমি টিউন করবার আগে একবার অবশ্যই সাচ করে নেই। এই টিউনটা হয়েছে কিনা? তাই টেকটিউনের লিংকা দেন।

অনেক দিন ধরেই মনের গহিনে ছোট্ট একটি ইচ্ছা ছিল যে, হায় যদি আমি আমার নিজের জন্ম তারিখ টা বাংলায় যানতাম! কিন্তু সে রকম কোন ক্যালেন্ডার হাতের নাগালে না থাকার আমার সখটা শুধু মনের গহিনেই চাপা ছিল। কিন্তু আপনার দেওয়ার লিংক থেকে সফটওয়ার টি ডাওনলোড করার মাধ্যমে এখন আমি আমার নিজের জন্ম তারিখ বাংলায় দেখার সুযুগ পেলাম। উপরের কমেন্টগুলো পড়ে যদি ও বুঝতে পারলাম যে, এই বিষয়ের উপর আরো টিউন অতিতে হয়েছিল। তথাপি যেহেতু আমি আপনার দেওয়া লিংক থেকেই তা পেয়েছি তাই সবটুকু ধন্যবাদ আপনার জন্যই রইল। এগিয়ে যান অনেক দুরে—।

Level 0

আশিক ভাই,
আপনার টিউনগুলি ভালো। চালিয়ে যান।

দারুন !!!!