আপনার পিসি থেকে কি কোন ফাইল ডিলিট হয়ে গেছে?? ড্রাইভ ফর্মেট হয়ে বা হারিয়ে গেছে?? তাহলে এই দিকে আসুন ।

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট কিন্তু কার্যকরী একটি সফটওয়্যার শেয়ার করছি। নাম Minitool Power Data Recovery। সাইজ মাত্র ৯.৩৭ (প্রায়) এমবি। এর সাহায্যে আমি ৫.৫৪ জিবি এর বেশি ডাটা ফেরত পেয়েছি। যদিও এটি পেইড সফট, আমি এটির সিরিয়াল সহ ফুল ভার্সন করার ব্যবস্থা করে দিয়েছি। এবার ডাউনলোড করবেন , কি না করবেন আপনার ব্যাপার। তবে একবার করেই দেখুন খুব-ই কার্যকরী একটি সফট।

সফটটির ফিচারঃ

  • Undelete Recovery Undelete Recovery.

 

  • Damaged partition RecoveryDamaged Partition Recovery.
  • Lost partition RecoveryLost Partition Recovery.
  • Digital Media Recovery Digital Media Recovery.
  • CD/DVD RecoveryCD/DVD Recovery.

কিছু স্ক্রিন শটঃ

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Folder dhore search korte pare erokom soft dorker .

ভাই, আমার মেমরিকার্ডটা ফরমেট দিতে গিয়ে দেখি ফরমেট হচ্চেত হচ্চেই। পরে দেখি যে মোবাইল এর চারজ শেস হয়ে গেসে। কিন্তু, মেমোরিকার্ড ফরমেট হয়নাই। মেমরিকার্ড পরে মোবাইল এবং পিসিতে লাগিএ দেখি এই দুই জাএগাতেই মেমরিকার্ড দেখাএনা। আমি এখন আপনাদের সাহায্য চাই।

    @Ariful Hoque: মোবাইল চার্জ করার পর দেখেন মেমোরি দেখাচ্ছে কি না [মোবাইলে]। তারপর ঠিকভাবে ফরম্যাট করুন। তারপর পিসি তে দিন, যদি তাও না দেখায় তাহলে মেমোরি কার্ড এর ম্যানুয়াল দেখুন।যদি মোবাইল এ দেখায় কিন্তু পিসি তে দেখায় না, তাহলে আপনার কার্ড রিডার এর সমস্যা হতে পারে। আর ভেতরের ডাটা ফেরত পেতে এই সফট এর Digital Media Recovery ফিচার ব্যবহার করতে পারেন। —-যদি প্রবলেম সল্ভ না হয় তাহলে কোন ভাল টেকনিশিয়ান কে দেখান।