হোস্টিং নিয়ে অনেক অনেক কথা , না পড়লে সত্যিই মিস করবেন !!!!

আজ আমার এই টিউনটি হোস্টিং সার্ভার নিয়ে । আমি এখানে হোস্টিং নিয়ে কিছু বলব । লেখাটা প্রধানত মানুষের এত হোস্টিং করার প্রতি আগ্রহ দেখে করা । ভাল লাগলে কমেন্ট করবেন । হোস্টিং এর উপর আপনার সাইটের অনেক কিছু নির্ভর করে । সাইট কেমন হবে , স্পিড কেমন হবে , সিপ্যানেল হোস্টিং কিনা এবং আরো অনেক কিছু । হোস্টিং সার্ভার দুই প্রকার । ১ . Windows ২. লিনাক্স । বেশির ভাগ হোস্টিং সার্ভারই লিনাক্স এর । আমার জানা মতে লিনাক্স হোস্টিং ই ভাল ।

হোস্টিং টাইপ ২ প্রকার

  • 1. Share hosting
  • Resell hosting

1. Share hosting : সাধারন মানুষদের জন্য , যারা তাদের সাইট কে হোস্টিং করতে চান । এতে তিনি নিজের সাইট হোস্টিং করবেন । এটা কিনতে আনেক কম টাকা লাগে । ফ্রিও অনেক সাইট দিয়ে থাকে ।

Resell hosting : বিগ বস দের জন্য , এটা আপনাদের জন্য না যারা নিজের সাইট হোস্টিং করতে চান । এটা একটা বিজনেস । যার মার্কেটিং থাকতে হবে । এটা ও সাধারন হোস্টিং এর মতই প্রায় । কিন্তু অনেক সমস্যা হয় । যে সেল না করতে পারবে , তার এটা নিয়ে কোন লাভ নেই ।

হোস্টিং system আবার দুই প্রকার

  • With cpanel
  • Without cpanel

WITH CPANEL : আমি এই হোস্টিং সার্ভার গুলোই পছন্দ করি । এগুলো খুব সুন্দর । ফাইল এডিট করে খুব সহজ । এটা দিয়ে সাইট এর ইমেইল তৈরি করা যাই খুবই সহজে । এটা একটা ফ্রি cpanel সার্ভার ।

WITH OUT CPANEL এর কথায় আর গেলাম না । এটা তে অনেক সুবিধা নেই । তবে এটাও অনেক ভাল । এটার জন্য অনেক ভাল সার্ভার আছে । So you can try this . এবং একটা কথা হল , এগুলো ৯০ % ই ফ্রি ।

Some hosting site :

আমাদের দেশে কোন হোস্টিং সার্ভার নেই মনে হয় । আর সার্ভার তৈরি করতে অনেক খরচ । তাই ১০০% গ্যারান্টি দিয়ে বলা যাই , বাংলাদেশে হোস্টিং সার্ভার নেই । তাহলে কি আছে ? আছে রিসেলার । রিসেলার হোস্টিং এর কথা আগেও বলেছি । অনেক রিসেলারই আছেন , আমি দুই জনকে চিনি । সাইবার এক্স হোস্ট এবং সুপার সনিক্স হোস্ট ।

দুই জনই খুবই ভাল । এবং খুবই হেল্প করেন ।

আর আপনারা কেউ কেউ বলেন যে , দেশি রিসেলার দের কাছ থেকে হোস্টিং কিনবেন না , তাদের ভাল সার্ভার না , এটা একটা ভুল কথা । সার্ভার সম্পূর্ণ মূল সার্ভার এর উপর নির্ভরশীল । এখন আরো একটা সাইট এর কথা বলে টিউনটি শেষ করব ।

hostgator.com :

এটা একটা ওয়াল্ড বেষ্ট হোস্টিং সার্ভার । এখান থেকে আপনি এক মাসের হোস্টিং ০.০১ ডলারে নিতে পারেন । এর জন্য নিচের ব্যানারে ক্লিক করে , সাইটে গিয়ে , যখন কুফন কোড চাইবে , তখন সেটা techtunesspecial এই কোড টা দিন । তারপর pay করে দিন । কাজ হয়ে যাবে । ব্যানার টা : HOSTGATOR.COM | CLICK THIS

এটা আমার অনেক দিন পরে করা টিউন । ভাল বা খারাপ যেটাই লাগে কমেন্ট করে সেটা জানান ।

Level 0

আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন, কাজে লাগবে আশা করছি। হোস্টিং নিয়ে আমারও খুব আগ্রহ আছে।

    কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

Thanks …..

ভাল টিউন, কাজে লাগবে আশা করছি । ধন্যবাদ আপনাকে ।

Level New

সুন্দর টিউন। আমি নিজে ও হোস্টিং বিজনেস করি 😉 । আর অনেক দিন ধরে ভাবছি হোস্টিং এর উপর টিউন করব। কিন্তু কষ্ট লাগে হা হা হা হা

    আমারো লিখতে ভাল লাগে না । তাও টেকটিউনস ও বিভিন্ন জায়গাতে এত মানুষ হোস্টিং নিয়ে আলোচন করে । তাইই টিউনটি করলাম ।

    Level New

    না ভাইয়া আসলে সুন্দর হইছে। এগুলা জানতাম কিন্তু এভাবে চিন্তা করি নাই। আগনার টিউন পড়ার পর আবার সব মনে পরছে হা হা হা হা। আর আমার আটির্কেল লিখার থেকে চুরি করতে বেশী ভাল লাগে :D:D:D:D:D কিন্তু ভদ্র চোর যার টিউন তার নাম ইউজ করি হাহাহাহাহাহা

    ভাই কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

ভালো টিউন। ধন্যবাদ হোস্টিং সম্পর্কে টিউন করবার জন্য।

    ধন্যবাদ আলোকিত পৃথিবী ভাই ।

আজ অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাইয়া।

হুম ভালই লিখছেন !!

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

সাইট আরও একটি আছে http://www.lamehost.com

এবং ৪র্থ পার্ট আমার নিতান্তই বিজ্ঞাপন মনে হল।

    ভাই , বিজ্ঞাপনের মত করে দিলে আরো সাজিয়ে গুছিয়ে দিত । আমি বাংলাদেশি সাইট দিয়ে বোঝাতে চেয়েছি যে , এগুলোও ভাল এবং সার্ভার বাংলাদেশি না । তবে যদি বলেন এটা বিজ্ঞাপন এর মত লাগছে , তবে এটা ডিলেট করে দেব ।

    আপনিও দেখি রিসেলার । আগে জানলে আপনারটাও দিতাম । no problem .

হোস্টিং নিয়ে ভালই তথ্য দিলেন ধন্যবাদ।

Level 0

ভালই লাগলো, ধন্যবাদ ।

ধন্যবাদ অনেক কাজের তথ্য জানতে পারলাম। না পড়লে সত্যিই মিস করতাম।

ভাই লিনাক্স হোস্টিং কি উইন্ডোজ ওপারেটিং সিসটেমে ব্যবহার করা যায় না?

    না ভাই । লিনাক্সই ভাল । windows এর স্পিড কম এবং দাম অনেক বেশি । আর windows সার্ভার বেশি পাওয়া যায় না , কিন্তু লিনাক্স Available .

    আসলে ভাই আমি অন্যটা বুঝাতে চেয়েছিলাম, আমি বলেছি যে আমি উইন্ডোজ ৭ ইউস করি, এমন অবস্থায় কি আমি লিনাক্স হোস্টিং নিতে পারব, আর হোস্টিংটা কি চলবে?

    হ্যা ভাই । পারবেন । আমাকে জিমেইলে add করে ফেলুন । প্লিজ ।

Godaddy এর মত বড় প্রতিষ্ঠান কিনতু cPanel ব্যবহার করে না। তাদের নিজস্ব প্যানেল আছে এবং অবশ্যই অনেক শক্তিশালী।

    ভাই এটা জানতাম না । ধন্যবাদ ।

    ভাই , goaddy কি cpanel সার্পোট করে না ?

ধন্যবাদ অনেক কাজের তথ্য জানতে পারলাম।