আজ আমার এই টিউনটি হোস্টিং সার্ভার নিয়ে । আমি এখানে হোস্টিং নিয়ে কিছু বলব । লেখাটা প্রধানত মানুষের এত হোস্টিং করার প্রতি আগ্রহ দেখে করা । ভাল লাগলে কমেন্ট করবেন । হোস্টিং এর উপর আপনার সাইটের অনেক কিছু নির্ভর করে । সাইট কেমন হবে , স্পিড কেমন হবে , সিপ্যানেল হোস্টিং কিনা এবং আরো অনেক কিছু । হোস্টিং সার্ভার দুই প্রকার । ১ . Windows ২. লিনাক্স । বেশির ভাগ হোস্টিং সার্ভারই লিনাক্স এর । আমার জানা মতে লিনাক্স হোস্টিং ই ভাল ।
1. Share hosting : সাধারন মানুষদের জন্য , যারা তাদের সাইট কে হোস্টিং করতে চান । এতে তিনি নিজের সাইট হোস্টিং করবেন । এটা কিনতে আনেক কম টাকা লাগে । ফ্রিও অনেক সাইট দিয়ে থাকে ।
Resell hosting : বিগ বস দের জন্য , এটা আপনাদের জন্য না যারা নিজের সাইট হোস্টিং করতে চান । এটা একটা বিজনেস । যার মার্কেটিং থাকতে হবে । এটা ও সাধারন হোস্টিং এর মতই প্রায় । কিন্তু অনেক সমস্যা হয় । যে সেল না করতে পারবে , তার এটা নিয়ে কোন লাভ নেই ।
WITH CPANEL : আমি এই হোস্টিং সার্ভার গুলোই পছন্দ করি । এগুলো খুব সুন্দর । ফাইল এডিট করে খুব সহজ । এটা দিয়ে সাইট এর ইমেইল তৈরি করা যাই খুবই সহজে । এটা একটা ফ্রি cpanel সার্ভার ।
WITH OUT CPANEL এর কথায় আর গেলাম না । এটা তে অনেক সুবিধা নেই । তবে এটাও অনেক ভাল । এটার জন্য অনেক ভাল সার্ভার আছে । So you can try this . এবং একটা কথা হল , এগুলো ৯০ % ই ফ্রি ।
আমাদের দেশে কোন হোস্টিং সার্ভার নেই মনে হয় । আর সার্ভার তৈরি করতে অনেক খরচ । তাই ১০০% গ্যারান্টি দিয়ে বলা যাই , বাংলাদেশে হোস্টিং সার্ভার নেই । তাহলে কি আছে ? আছে রিসেলার । রিসেলার হোস্টিং এর কথা আগেও বলেছি । অনেক রিসেলারই আছেন , আমি দুই জনকে চিনি । সাইবার এক্স হোস্ট এবং সুপার সনিক্স হোস্ট ।
দুই জনই খুবই ভাল । এবং খুবই হেল্প করেন ।
আর আপনারা কেউ কেউ বলেন যে , দেশি রিসেলার দের কাছ থেকে হোস্টিং কিনবেন না , তাদের ভাল সার্ভার না , এটা একটা ভুল কথা । সার্ভার সম্পূর্ণ মূল সার্ভার এর উপর নির্ভরশীল । এখন আরো একটা সাইট এর কথা বলে টিউনটি শেষ করব ।
এটা একটা ওয়াল্ড বেষ্ট হোস্টিং সার্ভার । এখান থেকে আপনি এক মাসের হোস্টিং ০.০১ ডলারে নিতে পারেন । এর জন্য নিচের ব্যানারে ক্লিক করে , সাইটে গিয়ে , যখন কুফন কোড চাইবে , তখন সেটা techtunesspecial এই কোড টা দিন । তারপর pay করে দিন । কাজ হয়ে যাবে । ব্যানার টা : HOSTGATOR.COM | CLICK THIS
এটা আমার অনেক দিন পরে করা টিউন । ভাল বা খারাপ যেটাই লাগে কমেন্ট করে সেটা জানান ।
আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)
ভাল টিউন, কাজে লাগবে আশা করছি। হোস্টিং নিয়ে আমারও খুব আগ্রহ আছে।