ঠিক করুন আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ, মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার দ্বিতীয় টিউন। আমি অনেকদিন যাবত এই টিটি তে আছি অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা,  আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে  ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।

তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে  Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ - এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
৩ নং ধাপ - যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ - এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ - টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ - টাইপ করুন ‍( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ‍( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ - টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে ‍Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।

যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

পোস্টটি প্রথম এই ব্লোগে প্রকাশ করা হয় ।

আমার ফ্যানপেজে লাইক দিলে অনেক খুশি হব ।                                 আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন ।

Level 2

আমি রাহাত মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবাই ঘুমায় রাতে আমি ঘুমাই দিনে ৬ ঘন্টা তবুও বলে আমি নাকি অলস... মাইরালা আমারে কেউ মাইরালা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনের জন্যে ধন্যবাদ। আমার একটি ৪জিবি মাইক্র এসডি কার্ড পিসিতে বা মোবাইলে ডিটেক্ট করছে না। আপনার এই পদ্ধতিতে কি এটা ঠিক করা যাবে?

খুব চমৎকার । সামনে এগিয়ে যান ভাই কোন পরোয়া না করে।

কেউ কি এইভাবে ঠিক করতে পেরেছেন ?

যখন Clear লিখে এন্টার দেই তখন এই মেসেশ দেয়: Diskpart has encountered an error: The media is write protected. See the system event log for more information. এটার সমাধান কি?

Vai Amar 32GB SD Card File Corrupt Kore. Ei System-e Ki Ta Thik Kora Jabe? Plz Janaben.

Vai Amar 32GB SD Card formet করতে গেলে The media is write protected লেখা উঠে যদি আপনি ঠিক করে দিতে পারেন আমি আপনাকে ২০০ টাকা দিব আমার কন্টাক নাম্বার ০১৯২৩৯৩০২৪৪

    @আল-আমিন হোসেন বাপ্পি: Normal Kiso Utility Soft Pawa Jai Jemon: Bootice, Minitool, A-golo Diya Try Kore Dhekhen. R SD Card-e Lock System Ase Dhekhen Seta Lock Kora Kina.

    @আল-আমিন হোসেন বাপ্পি: আপনার কী কম্পিউটার আছে, তাহলে উন্ডোজ দেওয়ার পরে মেমোরি কার্ড ফরমেট দিন তাহলে হয়তো কাজে হতে পারে।

Level 2

clean command dile , error message:Diskpart has encountered an error: The media is write protected. See the system event log for more information. এটার সমাধান কি?
plz help me…..

Level 0

ভাই আপনার ট্রিকসটা অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমার Casparsky 4GB Pendrive টিতে ভিডিও গান রাখার ১০-১৫ মিনিট পর বাজালে আর বাজে না। লেখা দেখায় media player can not find any codec. আমি সব প্লেয়ারে ট্রাই করেছি এবং সব antivirus দিয়ে স্ক্যান করেছি। দয়া করে কোন সমাধান দিবেন please.

Level 0

windows xp te hobe bhi

Level 0

Bhai, amar pen drive majhe majhe “write protected” hoye jacche..Jey pc te dekhacche sey pc te format neyna…Onno pc te format nicche.. then abar koyekdin thik…again koyekdin por “write protected” show korche…er solution ki bhai…

Ar, onno correpted pendrive cmd te “disk list” dile show korche na… only Hard drive pacche…ekhetre ki korbo…

Somvob hole answer diyen bhai…

Dhonnobad ..

vai Bootice, Minitool, A-golo Diyadownload link gulo dan

vai aita thaik korte gie amr hard disk ar baki drive gula paci na

admin vai sob thik moto hosse but last stape gia format dile 100% hobar por o memory card thik hossena….error report ashse……
pls help koren…..
reply te lekh ashse See the system event log for more
information.

bhi amar pendrive write protected akhon ki kormu???????????????????

Level 0

thanks

Level 0

টিউনের জন্য ধন্যবাদ

Level 0

Kaharo ki tik hoice please answer ..

Level New

100 percent completed এর পর error দিল।

ki bepar vai haraia gelen naki?

Level 0

vai clean comand ar porei Error ase parle plz kau write protection remove active solution dan