আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার দ্বিতীয় টিউন। আমি অনেকদিন যাবত এই টিটি তে আছি অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা, আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
পোস্টটি প্রথম এই ব্লোগে প্রকাশ করা হয় ।
আমার ফ্যানপেজে লাইক দিলে অনেক খুশি হব । আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন ।
আমি রাহাত মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই ঘুমায় রাতে আমি ঘুমাই দিনে ৬ ঘন্টা তবুও বলে আমি নাকি অলস... মাইরালা আমারে কেউ মাইরালা
টিউনের জন্যে ধন্যবাদ। আমার একটি ৪জিবি মাইক্র এসডি কার্ড পিসিতে বা মোবাইলে ডিটেক্ট করছে না। আপনার এই পদ্ধতিতে কি এটা ঠিক করা যাবে?