আস্-সালামু আলাকইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
আজকের পোষ্টের শিরোনাম শুনে হয়তো চমকে গিয়েছেন। হ্যা, চমকে যাবারই কথা। আসলে এটি এমন একটি ট্রিকস, যার মাধ্যমে আপনি আপনার ১জিবি বা ২জিবি মেমোরির ক্যাপাসিটি কে ৪জিবি বানিয়ে নিতে পারবেন।
তবে ৪জিবি বানিয়ে নিলেই যে ৪জিবি ফাইল এটাতে ঢুকাতে পারবেন তা কিন্তু নহে। এটা একটি ফানজাতীয় পোষ্ট। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারেন। অথবা তাকে ভীষণভাবে খুশি করতে পারেন। অতএব এই উদ্দেশ্যেই এই পোষ্টটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল- এর মাধ্যমে কেউ কারো সাথে প্রতারণা না করবেন না।
যাইহোক, কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। উক্ত প্রসেসটি করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে
নিম্নে এই ধাপসমূহ দেয়া হল....
Step 1: আপনার memory কার্ড অথবা পেন-ড্রাইভ টি USB port এ প্রবেশ করান(তারপর ফরম্যাট করে নিন)।
Step 2: তারপর Drive increaser software টি ডাউনলোড করে ফোল্ডার টি ওপেন করুন। Drive increaser software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন- Download
নিচে Screenshot সহ দেয়া হল-
Step 3: এবার আপনার Pen drive অথবা memory card কে আপনার ইচ্ছেমত যেকোন একটি নামে রিনেম করুন(পরবর্তীতে নামটি কাজে লাগবে)।
Step 4: তারপর ডাউনলোড করা ফোল্ডার থেকে Drive Increaser 2 এর icon এ ক্লিক করে এটি ওপেন করুন।
Step 5: ওপেন করার পর file টি USB drive এর নাম চাইবে (আপনি আপনার Memory অথবা Pen drive টি Step 3 তে যে নামে রিনেম করেছিলেন সেটি দিন)। নামটি দেওয়ার পর enter the চাপুন।
Step 6: তারপর এটি আপনার USB pendrive অথবা মেমোরির letter টি চাইবে (উদাহরণস্বরুপ: H অথবা I অথবা J)। letter ২বার Repeat করুন।
Step 7: Drive letter দেওয়ার পর এটি নিচের চিত্রের ন্যায় লাল অক্ষরের কয়েকটি লাইন দেখাবে।
Step 8: সবশেষে Done দেখাবে। এটি Close করতে কিবোর্ড থেকে যেকোন কী চাপুন।
ব্যাস আপনি সফলভাবে এটি করতে পেরেছেন। এখন আপনার memory card/Pen Drive 4GB ক্যাপাসিটি দেখাবে।
Note-
আপনার মেমোরি অথবা Pen drive টি format করবেন না।
যদি format এর প্রয়োজন হয় তাহলে ভিতরের সবগুলো ফাইল ডিলিট করে দিবেন।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for ur best and interesting post,