১জিবি বা ২জিবি মেমোরি কার্ডের ক্যাপাসিটি কে ৪জিবি বানিয়ে চমকে দিন সবাইকে!

আস্-সালামু আলাকইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

আজকের পোষ্টের শিরোনাম শুনে হয়তো চমকে গিয়েছেন। হ্যা, চমকে যাবারই কথা। আসলে এটি এমন একটি ট্রিকস, যার মাধ্যমে আপনি আপনার ১জিবি বা ২জিবি মেমোরির ক্যাপাসিটি কে ৪জিবি বানিয়ে নিতে পারবেন।

তবে ৪জিবি বানিয়ে নিলেই যে ৪জিবি ফাইল এটাতে ঢুকাতে পারবেন তা কিন্তু নহে। এটা একটি ফানজাতীয় পোষ্ট। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারেন। অথবা তাকে ভীষণভাবে খুশি করতে পারেন। অতএব এই উদ্দেশ্যেই এই পোষ্টটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল- এর মাধ্যমে কেউ কারো সাথে প্রতারণা না করবেন না।

যাইহোক, কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। উক্ত প্রসেসটি করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে

নিম্নে এই ধাপসমূহ দেয়া হল....

Step 1: আপনার memory কার্ড অথবা পেন-ড্রাইভ টি USB port এ প্রবেশ করান(তারপর ফরম্যাট করে নিন)।

Step 2: তারপর Drive increaser software টি ডাউনলোড করে ফোল্ডার টি ওপেন করুন। Drive increaser software টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন- Download

নিচে Screenshot সহ দেয়া হল-

Step 3: এবার আপনার Pen drive অথবা memory card কে আপনার ইচ্ছেমত যেকোন একটি নামে রিনেম করুন(পরবর্তীতে নামটি কাজে লাগবে)।

Step 4: তারপর ডাউনলোড করা ফোল্ডার থেকে Drive Increaser 2 এর icon এ ক্লিক করে এটি ওপেন করুন।

Step 5: ওপেন করার পর file টি USB drive এর নাম চাইবে (আপনি আপনার Memory অথবা Pen drive টি Step 3 তে যে নামে রিনেম করেছিলেন সেটি দিন)। নামটি দেওয়ার পর enter the চাপুন।

Step 6: তারপর এটি আপনার USB pendrive অথবা মেমোরির letter টি চাইবে (উদাহরণস্বরুপ: H অথবা I অথবা J)। letter ২বার Repeat করুন।

Step 7: Drive letter দেওয়ার পর এটি নিচের চিত্রের ন্যায় লাল অক্ষরের কয়েকটি লাইন দেখাবে।

Step 8: সবশেষে Done দেখাবে। এটি Close করতে কিবোর্ড থেকে যেকোন কী চাপুন।

ব্যাস আপনি সফলভাবে এটি করতে পেরেছেন। এখন আপনার memory card/Pen Drive 4GB ক্যাপাসিটি দেখাবে।

Note-
আপনার মেমোরি অথবা Pen drive টি format করবেন না।
যদি format এর প্রয়োজন হয় তাহলে ভিতরের সবগুলো ফাইল ডিলিট করে দিবেন।

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for ur best and interesting post,

    @bdsofttech: মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পদ্ধতিতে মেমরী কার্ড ডেথ হয়ে যাবার কোন সম্ভাবনা নাই তো?
আর স্পেস বাড়িয়ে নেবার পর যদি কখনো ফর্মেট করা হয় তখন কি হবে? মেমরী কি ডেথ হয়ে যাবে নাকি আগের স্পেস ফিরে আসবে নাকি কিছুই পরিবর্তন হবে না?

    @রাজিব আহসান: ফরম্যাট করলে আগের মত হয়ে যাবে। এমনিতে কোন সমস্যা হবেনা।

card sapce increase hay na
sudhu space properties ta beshi show kare
er data load power eki thake

    @avijitsarkar: এটা তো পোষ্টেই উল্লেখ করেছিলাম।

Level 0

ভাই আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কলিং Voice Changer software লাগবে। যেন অন্যকে ফোন করার সময় Voice Change করে কল করতে পারি। অনেক চেষ্টা করেশি বাট পারি নাই। যদি Download Links টা দিতেন তাহলে অনেক ভাল হত। অনেক চায়না মোবাইল এটা অটো দেয়া থাকে। কেউ হেল্প করলে অনেক উপকার হত। অপেক্ষাই রইলাম।

Level 0

টিউনের জন্যে ধন্যবাদ। ভাই, ৮জিবি/১৬জিবি/৩২জিবি দেখানোর কোন সুযোগ নাই?

    @SamuraixBD: সুযোগ থাকবে না কেন? তবে এতে তো লাভ হওয়ার কোন সম্ভাবনা নাই।

Level 0

এ আমার টিউন চুরি করেছে ??

    @Human boy: ভাই, অনুরোধ করব এমন উল্টা পাল্টা কমেন্ট কখনো করবেন না, যে কমেন্টের মাধ্যমে নিজের ভাবমূর্তি ক্ষূন্ন হয়। আপনি এখনো সেই বিখ্যাত টিউনার হয়ে উঠেন নি যে, আপনার টিউন আমাকে চুরি করতে হবে।

Level 0

vai , baraise baraisen 4GB ken, 128GB, 512GB korte parlen na? :/

Level 0

Forbidden word aita show kore na tho …..

    @mdemon11: লিংকটা পরিবর্তন করে দিয়েছিলাম, কিন্তু লেখাটা মূছতে মনে ছিলনা।

Level 0

তামাশা করার সময় কোথায়?তবে বাস্তবে এরকম একটি সফ্ট আছে যা দিয়ে ১ জি বি কে শুধু ২জিবি করা যায়।আমার সংগ্রহে আছে তবে এই মুহুর্তে হাতের কাছে নেই।

Level 0

windows xp diya korte gelam bt lal lekha ta ase na. plz. help

খুভি ভাল টিউন, আচ্ছা আমরাতো ৮ জিবি মেমোরি কার্ড ব্যবহার করি, তাদের কি করার আছে?

তবে ৪জিবি বানিয়ে নিলেই যে ৪জিবি ফাইল এটাতে ঢুকাতে পারবেন তা কিন্তু নহে।

কেন ভাই একথা কেন কমপ্রেস করা সফটওয়্যার বা গেইম রাখব বা কোন ফাইল রাখব যেটা এমনিতেই ৪জিবির বেশি সাইজ দেখায়,
(মেমরি কার্ডে অনেক সময় এরকম সমস্যা দেখায়) D:)
(মজা করলাম)

Level New

====================================
😆 🙂 😀 🙁 😮 😯 😕 😎 😡 😛
😐 😉 😆 😳 😥 👿 😈 🙄
❗ ❓ 💡 ➡ :mrgreen:
====================================

এমন করা গেলে ২জিবি মেমোরি বাইর হইলো কেন!!

Capacity komanor kono way ache??