আর কখনো আপনার Advance System Care Pro ভার্সন ফ্রি হয়ে যাবে না (নেট সংযোগ থাকুক চাই না থাকুক), করে নিন লাইফটাইম এক্টিভেশন।

আসসালামু আলাইকুম, এর আগে Advanced System Care(ASC) নিয়ে অনেক টিউন হলেও এই বিষয়টি নিয়ে হয়নি বলেই আমার ধারণা । তারপরেও রিপোস্ট হলে দুঃখিত । আপনারা অনেকেই হয়ত ASC ব্যবহার করে অভ্যস্ত । টেকটিউনসে এ নিয়ে যথেষ্ট টিউন রয়েছে বিধায় এর ব্যাপারে বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না ।

আমরা ASC ব্যবহারকারীরা প্রায়ই একটি সমস্যার মুখোমুখি হই । কষ্ট করে Advanced System Care এর লাইসেন্স ফাইল খুঁজলেন, এক্টিভেটও করলেন, কিন্তু ইন্টারনেট কানেকশন পেলেই আবার Pro থেকে Free ভার্সন হয়ে গেল ।

হ্যাঁ, আজ এই সমস্যারই সমাধান নিয়ে এসেছি।

মুলত যখন মুল এপ্লিকেশনটি নেট কানেকশন পায় সাথে সাথে সার্ভারের সাথে যোগাযোগ করে ফেক সিরিয়াল কি ধরে ফেলে । ফলে পুনরায় তা ফ্রী ভার্সন হয়ে যায় । যদি সার্ভারের সাথে কানেকশন ব্লক করা যায় তবেই এই ঝামেলা থেকে বাঁচা যাবে ।

এর জন্য আপনি ডাউনলোড করতে পারেন মাত্র এক এমবি এর একটি সফটওয়্যার । এটি কার্যত: একটি এ্যক্টিভেটর যার মুল ফিচার হল সিরিয়াল ভেরিফিকেশন ব্লক করা । বোনাস হিসেবে আপনি একই সাথে সিরিয়াল কি ও পাবেন এই সফটওয়্যার থেকে । অর্থাৎ এটি কি-জেন এরও কাজ করবে ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

ডাউনলোড শেষ হলে আপনাকে যা করতে হবেঃ

ধাপ ১: প্রথমে Advance System Care এর যেকোনো ভার্সন ইনস্টল করুন । ( যদি আগে থেকে ইনস্টল না করা থাকে)

ধাপ ২: আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করুন, অতঃপর Activator টি চালু করুন ।

ধাপ ৩:  activate software হেডিং এর নিচে  সিরিয়াল কি পাবেন । আর যদি না থাকে তবে “generate” বাটনে ক্লিক করলেই হবে।

ধাপ ৪: Advance System Care এর upgrade অপশনে গিয়ে সিরিয়াল কি দিয়ে একটিভেট করুন (একটি ইরর মেসেজ আসতে পারে, ওকে দিয়ে বেরিয়ে আসুন)

ধাপ ৫: System Tray Icon-এ গিয়ে ASC প্রোগ্রামটি বন্ধ করুন।

ধাপ ৬: আবার এ্যক্টিভেটর উইন্ডোতে যান, Manage Access হেডিং এর নিচে Block Access বাঁটনে ক্লিক করুন ।

 

ব্যাস, আপনার কাজ শেষ । উপভোগ করুন লাইফটাইম প্রো ভার্সন । তবে নতুন ভার্সনে আপগ্রেড করলে আবার উপরোক্ত ধাপ অনুসরণ করা লাগবে ।

বিঃদ্রঃ এই ট্রিকটি Advance System Care এর এখন পর্যন্ত সকল ভার্সন এর ক্ষেত্রে কাজ করবে ।

Level 0

আমি মাহদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবন তো একটাই, তাও আবার ক্ষণস্থায়ী। দ্বিতীয়বার সুযোগ আসবে না পরীক্ষা দিতে আসার। তাই সময় থাকতেই চেষ্টা করি পরীক্ষাতে(প্রাণ থাকতেই) অন্তত পাশমার্ক তুলে যেন যেতে পারি ইনশাআল্লাহ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks to share it.. thanks for your effort

I m sorry ame apnake yhanks dite parlam na kenona apni ja bolasen tarkisu e to holo na net connection deya matro activation out nd then from Pro to free version

আমারো একই অবস্হা…..নেট কানেক্ট করার পর যেই সেই থেকে গেলো…!! বৃথাই কষ্ট করলাম…!!!

Level 0

নেট কানেক্ট করলে সেই ফ্রি ভার্সন হয়ে যাচ্ছে। কোন লাভ হইলো না।

দেরীতে জবাব দেওয়ার জন্য দুঃখিত । টিউনটি আপডেট করা হয়েছে, একটি ধাপ (পঞ্চম ধাপ) যোগ করা হয়েছে । আশা করি এবার ইনশাআল্লাহ কাজ করবে । মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ ।