IDM (Internet Download Manager) এর সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। আমার দেখা বেস্ট ডাউনলোড ম্যানেজার। IDM দিয়ে খুব সহজে এবং দ্রুত ডাউনলোড করা যায়। আর ডাউনলোড বার দিয়ে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আরো অনেক কিছু করা যায় এই IDM দিয়ে যা আপনি আমার থেকে ভাল জানেন :D।
আজকে যেই সমস্যাটা সমাধান করব সেটা অনেকেরই হচ্ছে বলে আমার মনে হয়। IDM 6.18 এর আগে যত ভার্সন আছে আমরা নানা রকমের Crack, Patch, Keygen দিয়ে চালিয়েছি।
এবং কোন সমস্যা হয়নি। কিন্তু যারা আপডেট থাকতে পছন্দ করে অর্থাৎ যারা IDM 6.18 Build 8 বা 9 চালাচ্ছেন তাদের ৯৯.৯% Crack করার পর Registered with a fake serial number এর মত নানা রকমের মেসেজ পাচ্ছেন। এবং আমি নিজে খেয়াল করেছি যে এটা চলতে থাকলে ডাউনলোড স্পীড কিছুটা কম পাওয়া যাচ্ছে :(।
আজকে থেকে আপাতত আর কোন চিন্তা করতে হবে না কারন আপনি নিজেই আজকে করতে চলেছেন IDM Crack! :evil:। নিচের দেওয়া প্রতিটি স্টেপ ভাল ভাবে দেখুন তাহলে আশা করা যায় আপনি এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে চির মুক্তি পাবেন! তাহলে দেখে নিন স্টেপ গুলোঃ -
সঠিক Crack/Patch নির্বাচনঃ-
যদিও Crack/Patch এগুলো অবৈধ। তাও আমাদের এভাবেই চালাতে হয়। সাধারন ছাত্র বা ছাত্রীরা নিজেদের হাত খরচই চালাতে পারে না আর সফটওয়্যার কিনবে :(। তাও আবার একেকটা সফটওয়্যার এর যা দাম তা দিয়ে এক জনের কয়েক বছরের খাবারের দাম উঠে যায় :oops:। যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথায় আসি। আমরা যদি Google মামার কাছে IDM এর Crack বা Patch চাই তাহলে সে আমাদের হাজারটা এনে দিবে। মামা বাড়ির আবদার বলে কথা :P। কিন্তু যে Crack বা Patch আপনি পাবেন সেটা কতটা কার্যকর না তো আমরা জানি না। কোনটাতে আবার শক্তিশালী ভাইরাস দেওয়া থাকে যা আমাদের সাধের কম্পিউটারের চরম ক্ষতি করে :(। তাই সঠিক Crack বা Patch পাওয়াটা একটু কঠিন। তাই আমি আজকে আপনাদের আমার দেখা সেরা Patch টি আপনাদের সাথে শেয়ার করব। এই Patch এর বৈশিষ্ট্য হল আপনি এটা দিয়ে আপনার নিজের নাম দিয়ে Register করতে পারবেন। অর্থাৎ About এ ক্লিক করলে আপনার নাম দেখাবে। কি মজা না? 🙂 নিচের থেকে ডাউনলোড করে নিনঃ-
যেভাবে Patch করবেনঃ-
প্রথমে আপনার System Tray থেকে IDM এ রাইট ক্লিক করে Exit করুন তারপর আমার দেওয়া ZIP ফাইলটি Extract করুন। এবার Patch iOTA.exe রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-
Patch এ ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-
এবার C:\Program Files\Internet Download Manager এখানে গিয়ে IDMan.exe সিলেক্ট করুন তারপর আপনার First আর Last Name লিখে OK করুন।
কাজ শেষ! Successful মেসেজ দেখাবে।
যেভাবে Fake Serial মেসেজ দূর করবেনঃ-
উপরের কাজ গুলো যারা করলেন বা আগেই করা ছিল তারা এবার নিচের কাজ গুলো করুন। এটা করার আগে অবশ্যই IDM বন্ধ করে নিন। তা না হলে নিচের মত মেসেজ দিতে পারেঃ-
তাই আগে IDM বন্ধ করে নিন। তারপর নিচের কাজ কাজ গুলো মনোযোগ দিয়ে করুনঃ-
প্রথমবার প্রকাশের পর অনেক ভাই বলছেন যে তারা idmBroker.exe খুঁজে পাচ্ছেন না তাই নতুন আপডেট দিলাম। আমি আগেই বলেছি যে এটা 6.18 Build 9 এর প্রসেস তাই অন্য ভার্সনে নাও চলতে পারে।
যাই হোক যাদের idmBroker.exe নাই তাদের তেমন কিছু করা লাগবে না। প্রথমে নিচে থেকে IDMGrHlp.exe ডাউনলোড করে নিনঃ-
আমি John Smith। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"শৌভিক তালুকদার\"।আমি বেশি পোস্ট লেখি না তবে যখন লেখি তখন যথা সম্ভব ভাল ভাবেই লেখি।
হুম ভালো পোস্ট, কাজে লাগবে