Internet Download Manager এর Fake License/Serial মেসেজ দূর করুন চিরতরেUpdate-১

IDM (Internet  Download Manager) এর  সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। আমার দেখা বেস্ট ডাউনলোড ম্যানেজার। IDM দিয়ে খুব সহজে এবং দ্রুত ডাউনলোড করা যায়। আর ডাউনলোড বার দিয়ে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আরো অনেক কিছু করা যায় এই IDM দিয়ে যা আপনি আমার থেকে ভাল জানেন :D।

আজকে যেই সমস্যাটা সমাধান করব সেটা অনেকেরই হচ্ছে বলে আমার মনে হয়। IDM 6.18 এর আগে যত ভার্সন আছে আমরা নানা রকমের Crack, Patch, Keygen দিয়ে চালিয়েছি।

এবং কোন সমস্যা হয়নি। কিন্তু যারা আপডেট থাকতে পছন্দ করে অর্থাৎ যারা IDM 6.18 Build 8 বা 9 চালাচ্ছেন তাদের ৯৯.৯% Crack করার পর Registered with a fake serial number এর মত নানা রকমের মেসেজ পাচ্ছেন। এবং আমি নিজে খেয়াল করেছি যে এটা চলতে থাকলে ডাউনলোড স্পীড কিছুটা কম পাওয়া যাচ্ছে :(।

আজকে থেকে আপাতত আর কোন চিন্তা করতে হবে না কারন আপনি নিজেই আজকে করতে চলেছেন IDM Crack! :evil:। নিচের দেওয়া প্রতিটি স্টেপ ভাল ভাবে দেখুন তাহলে আশা করা যায় আপনি এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে চির মুক্তি পাবেন! তাহলে দেখে নিন স্টেপ গুলোঃ -

*(ভালো ভাবে বুঝার জন্য নিচের সব লিখা ভালো ভাবে পড়ুন)*

সঠিক Crack/Patch নির্বাচনঃ-
যদিও Crack/Patch এগুলো অবৈধ। তাও আমাদের এভাবেই চালাতে হয়। সাধারন ছাত্র বা ছাত্রীরা নিজেদের হাত খরচই চালাতে পারে না আর সফটওয়্যার কিনবে :(। তাও আবার একেকটা সফটওয়্যার এর যা দাম তা দিয়ে এক জনের কয়েক বছরের খাবারের দাম উঠে যায় :oops:। যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথায় আসি। আমরা যদি Google মামার কাছে IDM এর Crack বা Patch চাই তাহলে সে আমাদের হাজারটা এনে দিবে। মামা বাড়ির আবদার বলে কথা :P। কিন্তু যে Crack বা Patch আপনি পাবেন সেটা কতটা কার্যকর না তো আমরা জানি না। কোনটাতে আবার শক্তিশালী ভাইরাস দেওয়া থাকে যা আমাদের সাধের কম্পিউটারের চরম ক্ষতি করে :(। তাই সঠিক Crack বা Patch পাওয়াটা একটু কঠিন। তাই আমি আজকে আপনাদের আমার দেখা সেরা Patch টি আপনাদের সাথে শেয়ার করব। এই Patch এর বৈশিষ্ট্য হল আপনি এটা দিয়ে আপনার নিজের নাম দিয়ে Register করতে পারবেন। অর্থাৎ About এ ক্লিক করলে আপনার নাম দেখাবে। কি মজা না? 🙂 নিচের থেকে ডাউনলোড করে নিনঃ-

বি.দ্র. = আপনারা যারা আগে Crack বা Patch ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে সকল Antivirus এ ধরনের ফাইলকে ভাইরাস ভাবে। আর ভেবে ভুল করেনা কারন এগুলা আসলেও ভাইরাস! কারন কোন ফাইল কে Crack করতে ভাইরাস লাগে। ভালো কথা এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করার আগে অবশ্যই আপনার Antivirus সাময়িক ভাবে বন্ধ করে নিবেন। কাজ শেষ হয়ে গেলে আবার চালু করবেন। অথবা কারো যদি মনে হয় রিস্ক নেওয়ার দরকার নাই বা Fake Serial Message আসলে প্রবলেম নাই তারা ১০৩ হাত দূরে থাকেন।

যেভাবে Patch করবেনঃ-
প্রথমে আপনার System Tray থেকে IDM এ রাইট ক্লিক করে  Exit করুন তারপর আমার দেওয়া ZIP ফাইলটি Extract করুন। এবার Patch iOTA.exe রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-

Patch এ ক্লিক করুন। নিচের মত দেখাবেঃ-

এবার C:\Program Files\Internet Download Manager এখানে গিয়ে IDMan.exe সিলেক্ট করুন তারপর আপনার First আর Last Name লিখে OK করুন।

কাজ শেষ! Successful মেসেজ দেখাবে।

থামেন থামেন এখনও হয়নি। এবার নিচের স্টেপ গুলো দেখুন

যেভাবে Fake Serial মেসেজ দূর করবেনঃ-
উপরের কাজ গুলো যারা করলেন বা আগেই করা ছিল তারা এবার নিচের কাজ গুলো করুন। এটা করার আগে অবশ্যই IDM বন্ধ করে নিন। তা না হলে নিচের মত মেসেজ দিতে পারেঃ-

তাই আগে IDM বন্ধ করে নিন। তারপর নিচের কাজ কাজ গুলো মনোযোগ দিয়ে করুনঃ-

  • C:\Program Files\Internet Download Manager এ যান
  • IDMGrHlp.exe ফাইলটা ডিলিট করে দিন।
  • idmBroker.exe ফাইলটা কপি করে ফোল্ডারটির ভিতরেই পেস্ট করুন
  • কপি করা ফাইলটা রিনেম করে IDMGrHlp লিখুন
  • কাজ শেষ!

যারা idmBroker.exe পাচ্ছেন নাঃ

প্রথমবার প্রকাশের পর অনেক ভাই বলছেন যে তারা idmBroker.exe খুঁজে পাচ্ছেন না তাই নতুন আপডেট দিলাম। আমি আগেই বলেছি যে এটা 6.18 Build 9 এর প্রসেস তাই অন্য ভার্সনে নাও চলতে পারে।

যাই হোক যাদের idmBroker.exe নাই তাদের তেমন কিছু করা লাগবে না। প্রথমে নিচে থেকে IDMGrHlp.exe ডাউনলোড করে নিনঃ-

 

  • প্রথমে IDM Close করে নিন
  • এবার C:\Program Files\Internet Download Manager এ যান
  • IDMGrHlp.exe ফাইলটা ডিলিট করে দিন।
  • এবার ডাউনলোড করা IDMGrHlp.exe টি ওখানে পেস্ট করুন

 

এর পরেও যাদের সমস্যা হচ্ছে বা Fake Serial মেসেজ আবার দেখাচ্ছে তারা টিউমেন্ট করে জানান।

আপনাদের সাহায্য করাই আমার মূল উদ্দেশ্য। যদি ভালো লেগে থাকে তাহলে টিউমেন্ট করে জানান। তাহলে পরের টিউন করতে উৎসাহ পাব।

আমার ব্লগ 😀

ফেসবুকে আমি 😀

Level 2

আমি John Smith। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি \"শৌভিক তালুকদার\"।আমি বেশি পোস্ট লেখি না তবে যখন লেখি তখন যথা সম্ভব ভাল ভাবেই লেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম ভালো পোস্ট, কাজে লাগবে

হুম ভালো পোষ্ট। ট্রাই করে দেখবো হয় কিনা। ধন্যবাদ..

ধন্যবাদ শৌভিক তালুকদার ভাই

Level 0

idmBroker.exe এই ফাইলটা কোথায় আছে?? খুঁজে পাচ্ছি না ভাই

    @mizan89: একশ একটা কথা বইলা এখন দেখি idmBroker.exe ফাইলটা শুধু মাত্র শৌভিক সাহেবের কাছেই আছে। 😀

      @আরাহান: না ভাই। আমার উল্লেখ করা উচিৎ ছিল যে এটা শুধু আপডেট ভার্সন গুলোতেই আছে। না থাকলেও সমস্যা নাই। পোস্ট আপডেট করা হয়েছে। দেখে নিন idmBroker.exe না থাকলে কি করতে হবে।

    @mizan89: idmBroker.exe ফাইল্টা আপনি যেখানে IDM ইন্সটল করেছেন সেখানেই থাকার কথা ভাই। আর ভালো করে দেখুন আপনি IDM এর কোন ভার্সনটা ব্যবহার করছেন (আমি 6.18 Build 9 ব্যবহার করছি) । না থাকলেও সমস্যা নাই। পোস্ট আপডেট করা হয়েছে। দেখে নিন idmBroker.exe না থাকলে কি করতে হবে।

Level 0

idmBroker.exe এই ফাইলটা পাবো কই?

    @litonkumar: আমার IDM 6.19 Build 9 এ আছে এই ফাইলটা। না থাকলেও সমস্যা নাই। পোস্ট আপডেট করা হয়েছে। দেখে নিন idmBroker.exe না থাকলে কি করতে হবে।

পোস্ট আপডেট করা হয়েছে। যাদের সমস্যা হয়েছিল তারা দেখে নিন।

onek dhonnobad apnar ai koster jonno vai ame idm er r ekti prb a asi oneke hyto erokom prb a thaktao pare prb holo maje maje idm 99.99% jeya stop hy jai link refresh dilao hyna tokon deka jai suru theke download kra start kre er kono solution apnar ba onno karo jana thakle jodi janaten kub kitoggo htam vai.

    @Raihan Mostafa: কমেন্ট করার জন্য ধন্যবাদ 🙂 । ভাই আপনি যে সমস্যার কথা বলেছেন সেটা আমারও হয়। সাধারনত যেসব ফাইল Resume সাপোর্ট করেনা সেসব ফাইল ডাউনলোড করতে গেলে এমন হয়। যখন দেখবেন যে ৯৯.৯% এ আটকে গেছে সাথেসাথে ডাউনলোড Cancel করে দিবেন। তারপর নিচের মত করুনঃ-

    1.IDM ওপেন করেন, রাইট ক্লিক করুন (যে ফাইলটি resume করতে চান)এবং properties এ যান।
    2. Referrer field থেকে লিংকটি কপি করুন।
    3. এবার লিংকটি আপনার Browser এর address bar এ paste করে পেজটি লোড করুন।
    4. এবার আপনার ডাউনলোড বাটন এর উপর রাইট ক্লিক করে লিংক লোকেশন টি কপি করুন
    5. কপি করা লিংক লোকেশন টি IDM এর Address বার এ পেষ্ট করুন।
    6. এবার ওকে তে ক্লিক করুন। এবং IDM এর মধ্যে থেকে যে ফাইলটি Resume করতে চান তার উপর রাইট ক্লিক করে Resume download এ ক্লিক করুন।

    আশাকরি সমাধান পাবেন 🙂

Level 0

thanks for update your post @ শৌভিক তালুকদার

আমি ২ দিন যাবত এই সিস্টেমে চালাচ্ছি। এখনো কোন সমস্যা হয়নি। তবে এর আগে এরকম বেশ কিছু সিস্টেম ব্যবহার করেছিলাম। ২/৩ দিন ঠিক থাকে। এরপর আবার Fake Serial মেসেজ দেখায়। দেখি আপনার সিস্টেম কতদিন থাকে। আমি IDM 6.19 Build 9 ব্যবহার করছি।

আমি ২ দিন যাবত এই সিস্টেমে চালাচ্ছি। এখনো কোন সমস্যা হয়নি। তবে এর আগে এরকম বেশ কিছু সিস্টেম ব্যবহার করেছিলাম। ২/৩ দিন ঠিক থাকে। এরপর আবার Fake Serial মেসেজ দেখায়। দেখি আপনার সিস্টেম কতদিন থাকে। আমি (IDM 6.18 Build 8) ব্যবহার করছি।

@শৌভিক ব্রাদার এই মাত্র torrent থেকে ‘‘Internet Download Manager 6.18 Build 9 Final Retail+Crack’’ নামিয়ে ইনস্টল করলাম। তবে এই সফটওয়ারে Crack হিসেবে IDM.exe এবং IDMGrHlp.exe ছিলো। সেটি কপি পেস্ট করলাম। এই সিস্টেম টা কি স্থায়ী কাজ করবে? এই লিংক থেকে সফটওয়ারটা নামিয়েছি https://thepiratebay.sx/torrent/9270267/Internet_Download_Manager_6.18_Build_9_Final_Retail_Crack

    @জাপান ভাই: ভাই এভাবেও হবে কিন্ত আমার নিয়মে করাটা সুবিধা আর এতে কোনো রিস্ক নাই। কারন পুরা প্রসেসটা আপনি নিজেই করছেন 🙂
    আর আপনি যদি Registration এ নিজের নাম দিতে চান তাহলে অন্য Crack ব্যবহার না করে উপরের Patch টা ব্যবহার করুন।

@শৌভিক ব্রাদার Thanks Bro.

vaia ajke idm update dilam ….agin ei prob kortese….agin shob korar poreo problem kortese…