আস্-সালামু আলাইকুম। আশা করছি সবাই ভাল আছেন।
আমরা অনেকেই ফাইল কে বাড়তি নিরাপত্তা দিতে গিয়ে অথবা অন্যের দৃষ্টির আড়াল করে রাখতে মেমোরি কার্ডে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। এর ফলে কেউ ইচ্ছে করলেই মেমোরি কার্ডে প্রবেশ করতে পারেনা। যদি সে ঐ মেমোরি কার্ডে প্রবেশ করতে চায় তাহলে তাকে অবশ্যই পাসওয়ার্ড টি দিয়ে প্রবেশ করতে হবে। এর মূল কারণটি হল প্রকৃত ব্যবহারকারী যেন প্রবেশ করতে পারেন।
তবে প্রকৃত ব্যবহারকারীকে কিন্তু তার উল্লিখিত পাসওয়ার্ডের মাধ্যমে চেনা হয়, চেহারা দেখে নয়। পাসওয়ার্ড যদি অন্য কেউ দিতে পারে তাহলে সে ই প্রকৃত ব্যবহারকারী। আর সেকারণেই প্রকৃত ব্যবহারকারী যদি পাসওয়ার্ড টি দিতে না পারেন তাহলে তিনি মেমোরি কার্ডে প্রবেশ করতে পারবেন না।
অতএব বুজতেই পারছেন পাসওয়ার্ড কতটা গুরত্বপূর্ণ উপাদান। এছাড়া, পাসওয়ার্ড দিয়ে লক করা কোন মেমোরি কার্ড সরাসরি কম্পিউটারে প্রদর্শন করেনা। আর সেজন্যই ব্যবহারনুপযোগী হওয়ায় এটি অনেকটা মূল্যহীন হয়ে পড়ে।
যাইহোক, এধরনের সমস্যায় কয়েকটি সমাধানও রয়েছে। তবে আমি আজ আপনাদেরকে এধরনের সমস্যার একটি সহজ-সরল সমাধান শেয়ার করব।
প্রয়োজনীয় উপকরণসমূহঃ
1. Nokia S60 মডেল মোবাইল ফোন
2. Xplorer সফটওয়্যার
3. একটি computer
মেমোরি কার্ড Unlock করার ধাপসমূহ:
Step 1: আপনার মোবাইলের জন্য Xplorer ডাউনলোড করুন এবং install দিন।
Step 2: আপনার micro SD বা মেমোরি কার্ডটি মোবাইলে প্রবেশ করান(Don’t Open it).
Step 3: Xplorer টি Run করান এবং Zero (0) press করুন। এরপর “Show System Files” অপশনস টি mark দিন।
Step 4: এবার FileExplorer থেকে C:/Sys/Data তে যান এবং “Mmcstore” ফাইল ওপেন করুন।
Step 5: ওপেন করার পর পাসওয়ার্ড টি নিচের example এর মত দেখবেন। তৃতীয় column-এ এর মত দেখতে পাবেন-
TM5DE9EC (c??”?x???P?A?S?S?W?O?R?D)
এখানে Question mark sign (?) এর সাথে থাকা অক্ষরগুলো-ই হল আপনার password.
অতএব, আমার পাসওয়ার্ড টি হলঃ PASSWORD
এছাড়া আপনি চাইলে সিম্বিয়ান মোবাইলের সাহয্যে এটিকে ফরম্যট করে পাসওয়ার্ড দূর করতে পারবেন। তবে সেজন্য আপনাকে মোবাইলের মেমোরি অপশনস এ গিয়ে Find অপশনস টি ব্যবহার করে ফরম্যাট করতে হবে।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক গুরুত্বপূর্ন টিউন একবার একই সম্যসায় ৪জিবি মেমোরি কার্ড পাসওয়ার্ড ফরমেট করাতে ১৫০ টাকা খরচ হইছিলো। তবে আমার ২৬৯০ নোকিয়া সেটে এই সফটয়্যারটি ইন্সটল হয়না। Nokia S60 এই মোবাইল ছাড়া আর কোনো মোবাইলে Xplorer ইন্সটল হবে কিনা জানতে চাই…?