মেমোরি কার্ড অথবা পিসির ফরম্যাট বা ডিলিটকৃত ফাইলসমূহকে খুব সহজেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনুন

আস্-সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এই কামনা করে আজকের পোষ্টটি শুরু করছি।

আমরা যারা পিসি অথবা মোবাইল ব্যবহার করি তারা প্রতিনিয়ত বিভিন্ন ফাইল ডিলিট করে থাকি। কখনও প্রয়োজনে অথবা কখনও অপ্রয়োজনে। তবে ডিলিট করার সময় উক্ত ফাইলটি কতটা গুরত্বপূর্ণ তা হয়তো পরবর্তী সময়ের মত এতটা ভেবে দেখিনা।

এছাড়াও আমরা ভূলবশত মেমোরি কার্ড ফরম্যাট অথবা কম্পিউটারের কোন গুরত্বপূর্ণ ফাইল ডিলিট করে থাকি যা ফিরে পাওয়ার জন্য পরবর্তীতে আফসোস করে থাকি।

যাই হোক, আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে আসছি যার ফলে আপনি এসব থেকে নিজেকে অনেকটা দুশ্চিন্তামুক্ত রাখতে পারেন।

তবে হ্যা, এমনটি ভেবে ভূলেও খামখেয়ালিপনা করবেন না। ফাইল ডিলিট করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

আমি আজ আপনাদের সাথে যে সফটওয়্যার টি শেয়ার করব সেটি হল Recuva File Recovery.

নিম্নে এর সম্পর্কে সামান্য কিছু বৈশিষ্ট্য দেয়া হল-

- ডিলিটকৃত ফাইলগুলো রিকোভার এবং FAT32 ও NTFS উভয় ফাইল সিস্টেমে কাজ করতে পারে।

- খুব দ্রুত disk partition গুলো scan করতে পারে।

- সংযুক্ত ডিভাইস সমুহেও কাজ করতে পারে, বিশেষ করে USB Flash, MP3-player এবং digital photo camera ইত্যাদি।

আপনাদেরকে এর রেজিস্টার ভার্সন টি সংগ্রহ করে শেয়ার করা হল।

Download: Recuva File Recovery

Unzip password: http://www.asandownload.com  ("http://" এই অংশটি ছাড়া)

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @গেমস মাস্টার: আপনাকেও ধন্যবাদ।

Vai Unzip korer jonno password koi ? Janale khub khusi hobo.

Level 0

PortableApps.com © supported portable version of Recuva 1.45 >> http://hugefiles.net/6ma6dx4qfpr7

    @towfiq.eee: Thanks for sharing us the portable version of the software.

thanks vai

ভাই এটা খুব ভাল কাজ করে না ।
easy recovery নামে একটা soft আছে।