সমাধান নিন : এসার এসপায়ার ডি ২৭০ খুব স্লো !!

acer aspire d 270

-: এসার এসপায়ার ডি ২৭০ স্লো সমস্যার সমাধান :-

বন্ধুরা এটা আমার প্রথম পোষ্ট, দয়া করে ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন !!!!!

গত সপ্তাহে আমার এক বন্ধু আমার কাছে তার এসার এসপায়ার ডি ২৭০ নোটবুকের একটি সমস্যা নিয়ে হাজির হয়, সমাস্যাটি হলো....

ল্যাটপটি চালু হতে ১৫ মিনিট ও বন্ধ হতে ৫ মিনিট সময় লাগে............. 😥

সে বিভিন্ন কম্পিউটার রিপেয়ার করার দোকানে গিয়ে উইন্ডোজ দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে কিন্তু সমস্যার কোনই সমাধান হয়নি......

কম্পিউটার সম্মন্ধে আমার সামান্য জ্ঞান থাকা ও ইচ্ছে থাকার কারনে আমি আগ্রহ করে কাজটি করে দেই... আজ আমি তা আপনাদের সাথে শেয়ার করব...

প্রথমতঃ

  1. আপনার র‌্যাম কত জিবি তা খেয়াল করুন....
  2. যদি র‌্যাম ২ জিবি হয় তাহলে  My Computer Properties এ যান;............. ডেস্কটপ থেকে  ( Computer > Right Click> Properties )
  3. ভালো করে লক্ষ করুন যে কত জিবি র‌্যাম দেখাচ্ছে ?  এটা কি ২ জিবি নাকি ১ জিবি ? ( যদি কম্পিউটারে ২ জিবি র‌্যাম ইন্সটল করা থাকে তবে ১ জিবি শো করলে বাকি ১ জিবি র‌্যাম টি ড্যাড / নষ্ট হয়ে গেছে, যার কারনে কম্পিউটারটি স্লো হয়ে গেছে;)
  4. ল্যাপটপটি উল্টে র‌্যাম কাভার খুলে নষ্ট র‌্যামটি বদলে ফেলুন বা বাদ দিন.....ব্যাস সমাস্যার সমাধান হয়ে গেছে দেখবেন... ইনশা-আল্লাহ;

দ্বিতীয়তঃ

প্রথম পদ্ধতির সমস্যা যদি না হয়, অর্থাৎ যদি র‌্যাম ঠিক থাকে তাহলে নিচের পদ্ধতি অনুস্মরণ করুন ..

  1. আপনার কম্পিউটারের বায়োসে ঢুকুন; ( কম্পিউটার চালুর সময় বুট চিহ্ন আসার আগে F2  চাপুন )
  2. এবার "MAIN" নামের ট্যাব এ যান..
  3. এখানে "SATA MODE" নামে একটি অপশন পাবেন, "SATA MODE"  এন্টার চাপুন এবং "AHCI" নির্বাচন করুন...
  4. "F10"       চেপে সেভ করে কম্পিউটার রি-স্টার্ট করুন ......

নিশ্চিত ভাবে কম্পিউটার দারুন গতিশীল হবে....

 

কম্পিউটার সম্বন্ধে আরও টিপস ও ট্রিকস জানতে ও এসার এসপায়ারের বিভিন্ন ড্রাইভার ( "AHCI" কন্ট্রোলার, ভিডিও ড্রাইভার ) ডাউনলোড করতে উপরের ল্যাপটপের ছবিতে ক্লিক করে আমার ব্লগে ঘুরে আসতে পারেন;

ধন্যবাদ !!!!

Level 0

আমি Hossainpower। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Hossain vai ,
amar gigabyte Q2006 notebook r Bios e password dea. password jana nai amar. ota reset korbo kivabe.please janaben.
[email protected]

    জোয়াদ্দার ভাই,
    নোটবুকের বিষয়টা অত ভালো জানিনা আমি, তবে বায়োসের পাসওয়ার্ড রিসেট করার সাধারন একটি নিয়ম জানি তা আপনাকে বলছি, করে দেখতে পারেন…
    * আপনার মাদারবোর্ডের রিয়েল-টাইম ক্লক ব্যাটারী টা কমপক্ষে 10 মিনিটের জন্য খুলে রাখুন…তারপর আবার লাগিয়ে কম্পিউটার স্টার্ট করে দেখতে পারেন….
    * বায়োস রিসেট করা খুবই বিপদ্জনক কাজ… কম্পিউটার একেবারে ডেড হয়ে যেতে পারে, তবে বায়োস রিসেট সফটওয়্যারের মাধ্যমে রিসেট করে দেখতে পারেন… তবে নিজ দ্বায়িত্বে;

নতুন ল্যাপটপ গুলোতে AHCI হলে উইনডোজ ৭ আর IDE হলে উইনডোজ এক্সিপি তাহলে ২ য় পদ্ধতি দিয়ে কী করে এর সমাধান হবে।

রাকিব ভাই,
বর্তমানে Acer Aspire D 270 নোটবুকটি সাধারনতঃ windows 7 starter দিয়ে বাজারে আসছে সুতরাং AHCI মুড থাকলে কোন সমস্যা নাই….
কিন্তু আজব হলেও সত্য যে, এই নোটবুকটিতে AHCI / IDE উভয় মুডেই Windows 7 চলে…
আমার ধারনা Windows XP তেও উভয় মুড চলবে, যদিও আমি Windows XP তে টেস্ট করি নাই..

hossain vai, আপনি Bios password reset করার জন্য যে সমাধান দিয়েছেন তা Desktop এর ক্ষেত্রে সহজ কিন্তু Laptop or notebok ক্ষেত্রে একটু জটিল। সে ক্ষেত্র্রে laptop খুলে তারপর করতে হবে আর তা কয়জনের পক্ষে সম্ভব ? যারা Laptop খুলে কাজ করতে পারে সে খানে Bios ব্যাটির খুলে তা রিসেট করা তা অজানা থাকার কথা নয়।তবুও ধন্যবাদ যার উদ্দ্যেশে সমাধান দিয়েছেনা হয়তো ত‍া তার অজানা।তবে এক্ষেত্রে আপনার উদ্দ্যেশে ও বলবো Laptop/notbook এর ক্ষেত্রে Window 98 দিয়ে Bios password remove করা যায়। সেটাই উত্তম হবে।