সুধী, এর আগে টেকটিউনে কিবোর্ডের কোনো কি নষ্ট হলে, কি করে সফটওয়ার দিয়ে কি পরিবর্তন করে আপাতত কাজ চালাতে হয়, তার উপর অনেক টিউন হয়েছে তো । এই টিউন গুলো কোনো স্থায়ী সমাধান নয় বরং এতে একটা বড় ঝুকি আছে। আর তা হলো আপনি যদি আপনর কি সেটিং ভুলে যান তবে সমস্যা আর আপনার পিসিতে যদি অন্য কেউ বসে (যেমন আপনার পরিবারের কেউ অথবা অন্য কোনো বন্ধু-বান্ধব ) এবং আপনার যদি তাদেরকে আপনার কি সেটিং এর কথা আগে থেকে বলে না রাখেন এবং বললেও তারা যদি মনে না রাখে তাহলে তো ভীষন বিপদে পড়তে পারেন। এখানে আমার একটি অভিজ্ঞতার কথা বলছি (সংক্ষেপে)
আমি একদিন আমার এক বন্ধুর বাসায় যেয়ে তার পিসিটা চালাচ্ছিলাম তো এক সময় একটি ফাইল কপি করতে যেয়ে কিবোর্ডের কন্ট্রোল (CTRL) কি চাপি আর তখন উইন্ডোস আমার কাছে ফাইল ডিলিট করার অনুমতি চায় !!!
কিন্তু আমি তো ফাইলটা কপি করতে চাছিলাম, ডিলিট করতে নয়। তো কয়েকবার এই রকম হবার পর বন্ধুকে জানালে, ওই বেটা আমাকে জানালো যে, সে কিবোর্ডের Delete কি টা কন্ট্রোল (CTRL) কি দিয়ে চেন্জ করেছে তার delete কি তা নাকি নষ্ট ।
ভাবুন তো একবার, কি অবস্থায় পড়লাম। তো এই অভিজ্ঞতা থেকে বলতে চাই,
" to change one or more key setting may be a good deal for a short term and instant purpose, but not recommended for long term and multi person usage "
সবচেয়ে ভালো উপায় হলো আপনি আপনার নষ্ট কিবোর্ড তা যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন কারণ একটি নতুন কিবোর্ডের দাম খুব বেশি নয় ।
তো এইতো গেল নতুন কিবোর্ডের কথা। এখন পুরান কিবোর্ড টা দিয়ে আপনি কি করবেন ? জি হা আপনার পুরান কিবোর্ড তার উচিত ব্যাবহার হলো তে ফেলে না দিয়ে বরং আপনার বাড়িতে যে সব ক্ষুদে গোয়েন্দারা ওরফে পন্ডিতরা থাকে (তার মানে ছোট ছেলেমেয়েরা), তাদের কে আপনি আপনার নষ্ট কিবোর্ড টা দিয়ে দিতে পারেন। এতে দুইটা উপকার আছে, একটি হলো তারা তাদের জন্য একটি খেলনা (আপনার নষ্ট কিবোর্ড টা) পেয়ে আপনার নতুন খেলনায় (আপনার নতুন কিবোর্ড তে ) কম হাত দিবে এবং দুই তারা আপনার দেয়া কিবোর্ড টা ব্যাবহার করতে করতে কম্পিউটার এবং সেই সাথে ইংরেজি টাইপিং সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে এবং শিখতে পারবে ।
সর্বোপরি এতে আপনার কেনা নতুন কিবোর্ড টা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে এবং আপনি তাদের ( ছোটদের ) কম্পিউটার শিক্ষায় ছোট হলেও ভূমিকা রাখতে পারবেন ।
অন্তত আমি এই পদ্ধতি টা আমার বাসায় ব্যাবহার করি ।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
হুম ধন্যবাদ।