নষ্ট কিবোর্ডের ভালো ব্যবহার ।

সুধী, এর আগে টেকটিউনে  কিবোর্ডের কোনো কি নষ্ট হলে, কি করে সফটওয়ার দিয়ে কি পরিবর্তন করে আপাতত কাজ চালাতে হয়, তার উপর অনেক টিউন হয়েছে তো । এই টিউন গুলো কোনো স্থায়ী সমাধান নয় বরং এতে একটা বড় ঝুকি আছে। আর তা হলো আপনি যদি আপনর কি সেটিং ভুলে যান তবে সমস্যা আর আপনার পিসিতে যদি অন্য কেউ বসে (যেমন আপনার পরিবারের কেউ অথবা অন্য কোনো বন্ধু-বান্ধব ) এবং আপনার যদি তাদেরকে আপনার কি সেটিং এর কথা আগে থেকে বলে না রাখেন এবং বললেও তারা যদি মনে না রাখে তাহলে তো ভীষন বিপদে পড়তে পারেন।  এখানে আমার একটি অভিজ্ঞতার কথা বলছি (সংক্ষেপে)
আমি একদিন আমার এক বন্ধুর বাসায় যেয়ে তার পিসিটা চালাচ্ছিলাম তো এক সময় একটি ফাইল কপি করতে যেয়ে কিবোর্ডের কন্ট্রোল (CTRL) কি চাপি আর  তখন উইন্ডোস আমার কাছে ফাইল ডিলিট করার অনুমতি চায় !!!
কিন্তু আমি তো ফাইলটা কপি করতে চাছিলাম, ডিলিট করতে নয়। তো কয়েকবার এই রকম হবার পর বন্ধুকে জানালে, ওই বেটা আমাকে জানালো যে, সে কিবোর্ডের Delete কি টা কন্ট্রোল (CTRL) কি দিয়ে চেন্জ করেছে তার delete কি তা নাকি নষ্ট ।
ভাবুন তো একবার, কি অবস্থায় পড়লাম। তো এই অভিজ্ঞতা থেকে বলতে চাই,
" to change one or more key setting may be a good deal for a short term and instant purpose, but not recommended for long term and multi person usage "
সবচেয়ে ভালো উপায় হলো আপনি আপনার নষ্ট কিবোর্ড তা যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন কারণ একটি নতুন কিবোর্ডের দাম খুব বেশি নয় ।
তো এইতো গেল নতুন কিবোর্ডের কথা। এখন পুরান কিবোর্ড টা দিয়ে আপনি কি করবেন ? জি হা আপনার পুরান কিবোর্ড তার উচিত ব্যাবহার হলো তে ফেলে না দিয়ে বরং আপনার বাড়িতে যে সব ক্ষুদে গোয়েন্দারা ওরফে পন্ডিতরা  থাকে (তার মানে ছোট ছেলেমেয়েরা), তাদের কে আপনি আপনার নষ্ট কিবোর্ড টা দিয়ে দিতে পারেন। এতে দুইটা উপকার আছে, একটি হলো তারা তাদের জন্য একটি খেলনা (আপনার নষ্ট কিবোর্ড টা) পেয়ে  আপনার নতুন খেলনায় (আপনার নতুন কিবোর্ড তে ) কম হাত দিবে এবং দুই তারা আপনার দেয়া কিবোর্ড টা ব্যাবহার করতে করতে কম্পিউটার এবং  সেই সাথে ইংরেজি টাইপিং সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে এবং শিখতে পারবে ।
সর্বোপরি এতে আপনার কেনা নতুন কিবোর্ড টা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে এবং আপনি তাদের ( ছোটদের ) কম্পিউটার শিক্ষায় ছোট হলেও  ভূমিকা রাখতে পারবেন ।

DSC01977
অন্তত আমি এই পদ্ধতি টা আমার বাসায় ব্যাবহার করি ।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ধন্যবাদ।

Level 0

এটা কী টিউন হল ? এতো সাধারণ ব্যাপার নিয়ে টিউন করার কোন মানে নেই……

Level New

ভাই জান আপনি যে টিউন টি করলেন এটা কি মান সম্মত টিউন হল। আগে ভাল করে দেখুন অন্যান্য টিউনার রা কিভাবে টিউন করছে কি বিষয় নিএ করছে best of luck

Level 0

ভাই ভেবছিলাম কি টিউন করলেন কি!!!!!!!!!!!!!!!!!

যাক আপনি ও ভুল বলেননি

ধন্যবাদ

কি যে মন্তব্য করুম খুজ্জা পাইতাছি না…………………….

    সহমত …. বিপদ ভাইয়ের সাথে ….

তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ।

Level 0

ভাই,
আপনাদের কমেন্টের জন্য ধন্যবাদ। আপনারাই একটু আমাকে বলেন, একটা নষ্ট কিবোর্ডের এর চেয়ে ভালো ব্যাবহার আর কি হতে পারে ? যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই জানান ।
যে জিনিসটা আপনি ফেলে দিবেন তা না করে বরং তা বাচ্চাদের খেলার এবং শেখার একটা মাধ্যম হতে পারে। আর কিবোর্ড টেম্পার (কোনো key এর ফাংশন পরিবর্তন করে ব্যবহার করা) করার চেয়ে ভালো একটি কিবোর্ড কেনা অনেক অনেক ভালো ।
আমার এই টিউন তা হয়ত অনেকের কাছে খুবই সাধারণ মনে হইতে পারে কিন্তু কাজের সময় অনেক বুদ্ধিমান ব্যাক্তির মাথায় এইতুকটু চিন্তাও আসেনা ।
আপনাদের উত্তরে অপেক্ষায় রইলাম ..

    ভাইজান নষ্ট কী বোডে ভাল ব্যবহার বলব………………………………………………………………….

    আমি টিউন কিভাবে করব তা একটু টিউন কের দেখালে ভাল হয়। আমার নিচের ব্যর্তাটি আসে
    Too few tags (minimum is 3, your post has 1).
    Post Status has been changed to Draft.

mona hocha apni akjon baby.mansommoto tune koran.thankyou.

Level 0

Dear tuners,
I shall publish a non teki tune @ tonight. There I shall show some of pathetic issue which are also crime.
But these type of crime is happening every year in a civil country. And they have no sense for their job.
Please visit TT @ 12 am or after.
Till that please wait and have patient.
Thank U.

এতো সাধারণ ব্যাপার নিয়ে টিউন করার কোন মানে নেই……

    Level 0

    🙂 :)…………………

কি ভাবলাম , আর কি পেলাম ??

Level 0

কত আশা করে ডুকলাম এই সাইটে. কিন্তু পাইলাম হা হা হা… মজার টিউন

Level 0

Vai ata ki sonailen.

Level 3

আমার পক্ষ থে েক শুেভচ্ছা রইল।আমার কােছ ভােলা লেগে েছ । অেনক আেগ এই পদ্ধ িত কােজ এেস িছ ল আমার এক ব্ন্ধু’র ।তার ক িম্পউটার িছল না িকন্তু েযসব বন্ধুেদর ক িম্পউটার িছল তােদর েথ েক তার টাইিপং িস্পড েব িশ িছল ।
এক িট উৎসাহ িন েয় েয েত পাের অেনক দূর । এই কামনায় রইল……সব ব্ন্ধু’র কাছ েথ েক ।