আপনি একটি PDF ফাইল ডাউনলোড করলেন কিন্তু পরে দেখলেন যে এটি প্রটেক্টেড । আপনি ফাইল রিড করতে পারছেন কিন্তু কোন কিছু কপি, এডিট বা কোন পেজ ডিলিট করতে পারতেছেন না । আমার যেমনটি হয়েছিল । ভার্সিটির একটি রিপোর্ট তৈরি করার জন্য আমি একটি PDF ফাইল ডাউনলোড করি , কিন্তু পরে দেখি আমি এটি কপিও করতে পারছি না প্রিন্টও করতে পারছি না । পরে আর কি গুগল মামার শরণাপন্ন হলাম । অনেক খোজাখোজি করে দুইটি ভাল অনলাইন সাইট পেলাম আর কিছু সফটওয়্যার ।
আজ সাইট দুইটি দিয়ে কিভাবে PDF ফাইল এর পাসওয়ার্ড রিমুভ করা যায় তা দেখাচ্ছি ।
সাইট দুটি হল
প্রথম সাইট (online 2 pdf) টি তে যান নিচে দেখানো পদ্ধতি অনুসরন করুন,
Browse বাটনে ক্লিক করে আপনার PDF ফাইল টি দেখিয়ে দিন, তারপর নিচে convert বাটনে ক্লিক করুন ।
এখন নতুন আনলক ফাইল টি অটোমেটিক ডাউনলোড হবে ।
OR,
দ্বিতীয় সাইট (pdfunlock) টিতে যান নিচে দেখানো পদ্ধতি অনুসরন করুন,
My computer এ ক্লিক করে ফাইল টি সিলেক্ট করুন তারপর Unlock বাটনে ক্লিক করুন । আপনার নতুন Unlock করা ফাইল টি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে ।
যদি এই পদ্দতিতে পাসওয়ার্ড রিমুভ না হই তাহলে কম্মেন্টস এ জানাবেন, আমি সফটওয়্যার এর সাহায্যে কিভাবে পাসওয়ার্ড রিমুভ করা যাই তা নিয়ে একটি টিউন করব ।
সবাইকে ধন্যবাদ ।
আমি BURN THE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার দেওয়া দুটি সাইটের কোনটিতেই পাসওয়ার্ড রিমুভ করে pdf ফাইল খোলেনি। Screen Shot এখানে দেখানোর সুযোগ থাকলে দেখাতাম। আমার মনে হয় কারা এই pdf ফাইলটিকে পাসওয়ার্ড প্রটেক্ট করছে সেটা একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপর নির্ভর করছে pdf ফাইলটা পাসওয়ার্ড রিমুভ হবে কি হবে না।