টেকটিউনের ভিডিজটর এবং টিউনার ভাইরা আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি সুন্দর টিউন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রিয় টিউনার ভাইরা আমরা প্রায় অনেকেই উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকি। যেটা দেখতে খুবই সুন্দর। যদিও ব্যবহার করতে একটি জটিল টাইপের। আমরা সাধারনত উইন্ডোজ এক্সপিতে Start Menu তে রান অপশটি দেখে থাকি। কিন্তু উইন্ডোজ ভিস্তা অথবা সেভেনে এই রান অপশনটি দেখে থাকি না। এই জন্য আমরা উইন্ডোজ ভিস্তা অথবা সেভেনে Windows key+r চেপে রান কমান্ডটি আনতে পারি। কিন্তু উইন্ডোজ সেভেনে অথবা ভিস্তাতে যদি স্টার্ট মেনুতে রান অপশনটি থাকে তাহলে আশা করি অনেক ভালো হবে। এই জন্য আপনাদের নিচের পদ্ধতিটি অনুসরন করতে হবে।
১। প্রথমে আপনাদের Run এ যেয়ে gpedit.msc লিখে এন্টার দিতে হবে।
২। এরপর আপনাকে User Configuration এ ক্লি করতে হবে।
৩। User Configuration এর নিচে Administrator Templates এ ক্লিক করতে হবে।
৪। সেখান হতে Start Menu and taskbar এ ক্লিক করতে হবে।
৫। এরপর ডান দিকে নিচের দিকে Add the Run command to the Start Menu এখানে ক্লিক করে রাইট ক্লিক করে প্রোপারটিজ ক্লিক করতে হবে।
৬। এরপর সেখান হতে এনেবল এ ক্লিক করে ওকে ক্লিক করতে হবে।
এবার দেখেন আপনার স্টার্ট মেনুতে রান কমান্ড অপশনটি চলে এসেছে। আশা করি আজকের টিউনটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে দয়াকরে মন্তব্যের মাধ্যমে লিখে জানাবেন। আর কোন প্রকার ভুল হলেও তা মন্তব্যের মাধ্যমে লিখে জানাবেন।
বি:দ্র: দু:খিত স্ক্রীন শট না দেওয়ার জন্য । কারন টিউন করার সময় খুব কম । রাত্রে যতটুকু সময় পাই ইন্টারনেটে টেকটিউনে ভিজিট করে থাকি এবং মাঝে মাঝে টিউন করার চেষ্টা করি। আর বিদ্যুতের সমস্যা তো আছেই।
আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।
ধন্যবাদ খুব ভালো লাগল।