বিভিন্ন প্রোগ্রাম ক্রমাগত খুলতে ও বন্ধ করতে থাকলে আপনার মেমরীতে সেগুলোর DLL ফাইলগুরোর কিছু কিছু মেমরীতে থেকে যায়। যাদের মেইন মেমরী (RAM) কম তাদের জন্য এটি খারাপ প্রভাব ফেলে। পিসিটি পর্যপ্ত মেমরীর অভাবে কিছুটা ধীরগতির হয়ে যায়। যাদের মেমরী 512 মেগাবইটের নিচে তারা বেশী সমস্যায় পড়েন এটি নিয়ে।
যাদের রেজিস্ট্রিতে AlwaysUnloadDLL key টি নেই তারা এটি বানিয়ে নিতে
আরো বিষয় নিয়ে দেখা হবে আগামীতে। এই লিংক এ যান http://youthventurebd.blogspot.com/ আপনিও যোগদিন আমাদের সাথে
কে,এম ইউসুফ
বিরামপুর, দিনাজপুর।
01725495506
[email protected]
আমি Yusuf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হে মানুষ, মানুষকে ভালবেস, কখনো দুঃখ দিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কে, এম ইউসুফ বিরামপুর কলেজ বাজার বিরামপুর, দিনাজপুর। 01725-495506 [email protected]
amar regedit disable bola hocche by adminestrator..ekhon etake enable korbo ki kore?