টরেন্ট ক্লায়েন্ট এর স্পিড যেভাবে বাড়াবেন (For Latest UTorrent and BitTorrent)-(Collected)

আসসালামু আলাইকুম। অনেকদিনই লেখা হচ্ছে না। তাই আজ হাতে সময় নিয়ে লিখছি আজকের পোস্ট। বর্তমানে বেশিরভাগ টরেন্ট Caching সাইট তাদের সাইজ লিমিট করে দিয়েছে পূর্বের তুলনায়। Zbigz, ByteBX ইত্যাদি সাইট এ এখন স্টোরেজ খুব কম দেয়া হচ্ছে। তাই অনেক বিরক্ত বোধ করেই UTorrent কিংবা BitTorrent (দুটিই ব্যবহার করে দেখেছি, বর্তমানে BitTorrent চালাচ্ছি।) ব্যবহার করতে হচ্ছে আপনাদের। আগেই বলে রাখি, এটা আমি আবিষ্কার করিনি। এটা একস্থান থেকে পাওয়া। যাইহোক, ভুমিকা করছি না আর। চলুন দেখে নিই।

 

 

প্রথমে UTorrent বা BitTorrent নামিয়ে নিন(I recommend the latest version).

এবার শুরুতেই একটা কথা বলি, টরেন্ট ফাইল জিনিসটা কি জেনে থাকলে বুঝতে সুবিধা হবে। Low Quality'র টরেন্ট নামানোর সময় খারাপ স্পিড পেলে গাল দিয়ে বসবেন না আবার!

 

এবার টরেন্ট ক্লায়েন্ট অন করুন। Options>Preferences এ ক্লিক করুন।

2013-11-17_082139

 

 

বর্তমান BitTorrent বা UTorrent এর সেটিংস এ খুব একটা ফারাক পাচ্ছি না। তাই UTorrent ব্যবহারকারীদেরও টিপস ফলো করতে সমস্যা হবার কথা না।

 

চিত্রের সাথে মিলিয়ে সেটিংস কনফিগার করতে হবে।

 

 

2013-11-17_084033

 

 

এবার Bandwidth এ যান। ছবির মত Value গুলা বসিয়ে দিন। Use Additional Upload slots if upload speed <90% এ টিক উঠিয়ে দিন।

 

2013-11-17_084109

 

 

এবার Advanced ট্যাব এ যান। নিম্নোক্ত Value বদলে ফেলুন।

 

Set "bt.allow_same_ip" to 'True' by clicking on it and setting the value to true

Set "gui.show_notorrents_node" to 'False'

Set "rss.update_interval" to '20'

 

2013-11-17_084629

 

 

এবার Apply দিয়ে Ok দিন। এবার বের হয়ে আসুন এবং টরেন্ট ক্লায়েন্ট বন্ধ করে আবার চালু করেন। এবার নেরু ব্যান্ড যাবে কই !

 

যদি মনে হয়,না কাজ করছে না, তবে উপর থেকে যা যা করেছেন সেটার Undo করতে করতে আসতে পারেন।

 

আমার কিন্তু ফুল স্পিডেই ফাইল ডাউনলোড হচ্ছে এবং বেশিরভাগ(যারা এটা ট্রাই করেছেন) লোকেরা স্পিড ভালই পাচ্ছেন। আর হ্যাঁ, আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না।

 

 

আল্লাহ হাফেজ

 

প্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

its work