অনেক দিন পর একটা টিউন করছি, হঠাৎ করে পেয়ে গেলাম এবং খুবই কাজের। আমার তো দারুন সুবিধা হয়েছে।
আমরা নেট থেকে কোনো কিছু ডাউনলোড করার পর এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে তার পর ব্যাবহার করি, বা করা উচিৎ। এটাই হবে অটোম্যাটিক - ডাউনলোড হবার পর।
এখানে ডাউনলোডার হিসাবে ব্যাবহার করতে হবে IDM কে, আর IDM ব্যাবহার করেনা এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। তাই যারা IDM ব্যাবহার করেনা তাদের জন্য এই পোস্ট টা নয়, তো আসুন দেখা যাক কিভাবে ডাউনলোড হবার সাথে সাথেই আপনার কম্পিউটারের এন্টিভাইরাস অটোম্যাটিক স্ক্যান করে।
প্রথমে IDM চালু করুন , এবার Options এ ক্লিক করুন
নতুন একটা উইন্ডো খুলবে, সেখানে Downloads এ ক্লিক করুন এবং Virus Checking এ Browse এ ক্লিক করুন
এবার Virus scanner program উইন্ডো খুলবে এবং এখানে এখানে My computer - C drive - Program file এ গিয়ে ক্লিক করে খুলতে হবে।
এবার আপনার ইন্সটল করা এন্টিভাইরাস ফোল্ডারটা খুলে এর .EXE ফাইলটা সিলেক্ট করে open এ ক্লিক করুন। (এখানে বলে রাখি এন্টিভাইরাসের কোন .exe ফাইলটা সিলেক্ট করবেন সেটা ঠিক মতো দেখে নেবেন)
এবার লক্ষ্য করে দেখুন Virus Checking এর বক্স এ আপনার এন্টিভাইরাসের pathটা সিলেক্ট হয়েগেছে। এবার ok তে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল।
এবার দুটো কাজ-প্রথমত- IDM দিয়ে কিছু ডাউনলোড করে দেখুন।
দ্বিতীয়ত- ট্রিক্স টা যদি ভালো লাগে তবে একটা কমেন্ট করবেন।
ধন্যবাদ।
আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm valo hoise………..