ফ্রি যতখুশি এসএমএস পাঠান আপনার মোবাইল নম্বর থেকেই !!!

আসলামুয়ালাইকুম,
আজকের টিউনটি করা ঠিক হবে কিনা জানিনা। না হলে মোডারেটর ভাইয়েরা ডিলিট করিয়েন পোস্টটা। কারণ এই বিষয় নিয়ে Azad Rahman ভাই ইতিমধ্যে পোস্ট করেছেন। তবুও সেটিই নতুন করে লিখছি তাদের জন্যই যারা এখনও জানেননা।

আপনারা নিশ্চয়ই জানেন ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানো যায়। কিন্তু গুগলে সার্চ দিয়ে একটিও উপকারি সাইট খুঁজে পেতে আপনাকে যে কত হয়রানি হতে হবে সেটা চাইলেই পরীক্ষা করে দেখতে পারেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এ পর্যন্ত ফ্রি এসএমএস পাঠানোর সাইট হাতে গুনে ৫-৬ টা পেয়েছি। সেগুলোর মাঝেও কিছুটা সীমাবদ্ধ রয়েছে।

তবে আমি আজ আপনাদের সাথে এমন একটি সাইট এর ঠিকানা শেয়ার করব যার মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোন মোবাইল নাম্বারে ফ্রি এবং যতখুশি তত মানে আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল যে, সেই এসএমএস পাঠানো যাবে আপনার নাম্বার দিয়েই। ওয়েব সাইটটি আমি প্রায় আধা ঘণ্টা ঘাটাঘাটি করে তারপর এই পোস্টটি লিখছি। ওয়েব সাইটটির ঠিকানা : http://unlimitedfreesms.com/ । শুধুমাত্র সাইন আপ করেই এসএমএস পাঠানো শুরু করতে পারেন এখনই। নিচের ধাপগুলো অনুসরণ করুন :-

ধাপ ১ : প্রথমে এখানে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করুন।
ধাপ ২ : সাইন আপ অপশনে Name (আপনার নাম), Mobile(আপনার নিজের মোবাইল নম্বর), Password, Confirm Password ঘরগুলো যথাযথভাবে পূরণ করে I agree to terms of service লেখাটিতে টিক দিয়ে Sign Up বাটন ক্লিক করুন। নিচের ছবিটি/স্ক্রিনশটটি লক্ষ্য করুন তাহলে সব বুঝে যাবেন।

Blogger maruf

ধাপ ৩ : সাইন আপ করার পরপরই একটি পেজ আসবে সেখানে ভেরিভিকেশন কোড দিতে হবে। এখন আপনার মোবাইলটি হাতে তুলে নিয়ে দেখবেন একটি মেসেজ এসেছে। সেখানেই আপনাকে একটা ভেরিভিকেশন কোড দেয়া হয়েছে। কোডটি বসিয়ে Validate Now বাটন ক্লিক করার পর সাইন ইন পেজ আসবে। সেখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিলেই আপনার কাজ শেষ। এখন আপনার ড্যাশবোর্ড চলে আসবে।

ধাপ ৪ : ড্যাশবোর্ড থেকে Send Sms এ ক্লিক করে আপনি এখন থেকে প্রতিনিয়ত মেসেজ পাঠাতে পারবেন বাংলাদেশের যেকোন মোবাইল নম্বরে !

*অ্যান্ডয়েড এবং আইফোনের জন্য এই সাইটটির একটি এ্যাপস আছে। সেটি দিয়েও আপনি মেসেজ পাঠাতে পারবেন *

[[আমার ছোট একটি ব্লগ আছে। ১ মিনিট সময় থাকলে অন্তত ঢুঁ মেরে আসেন এখান থেকে]]

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি আর বলব অসংখ্য ধন্যবাদ ছাড়া ! আসলেই অনেক ধন্যবাদ কারণ, এরকম লিংক অনেকেই আগে দিয়েছে কিন্তু বেশিরভাগই কাজ করেনা একটু আগে টেস্ট করে দেখলাম ১০০% ওয়ার্কিং !! অসংখ্য ধন্যবাদ

Level 0

thanks vai…….akta jinish clear koren nai….android er jonne j apps ase sheta koi theke download korbo????

    @রাঙ্গা ভাই ঃ android apps টা ওই ওয়েব সাইটেই নিচের দিকে google play ডাঊনলোড লিঙ্ক দেয়া আছে

ধন্যবাদ ভাই……….এর আগে যে website গুলো থেকে পাঠাতাম সে ক্ষেত্রে sms এ sender এর নাম্বার দেখাতে না………………এই website থেকে পাঠালে sender নাম্বার দেখায়……..

    @সাইদুর রহমান ভাইঃ আমার জীবনে দেখা ফ্রি এসএমএস পাঠানোর সাইটগুলোর মাঝে এটাই Best . আশা করি আপনার কাছেও তাই মনে হয়েছে। 🙂 http://www.bloggermaruf.blogspot.com

তোমার ব্লগটা সুন্দরতো, সাথে তোমার রেজাল্টও দোয়াকরি একদিন অনেক বড় হবে।

    @মাহমুদ কলি ভাই ঃ অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ ভিজিট করার জন্য। ১ মাস হল ব্লগিং জগতে প্রবেশ করার। দোয়া করবেন, মাঝে মাঝে এই ছোট ভাইটির কথা মনে হলেই ব্লগটি ভিজিট করবেন। নতুন কোন টিউন থাকলে পড়বেন। http://www.bloggermaruf.blogspot.com 🙂

sender information hide rekheysms pathano jabe ki?

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং আমার ব্লগ ভিজিট করার জন্য। টেকটিউন এর প্রত্যেকেরই উচিৎ তাদের পোস্ট যেন কার্যকরী হয় সেদিকে লক্ষ্য রাখা। আমিও আধা ঘণ্টা ঘাটাঘাটি করে সাইট টি পরীক্ষা করে বেশ কিছু এসএমএস পাঠিয়ে তারপর এই পোস্টটি লিখেছি। আবারো সবাইকে ধন্যবাদ …

Level 0

bai amaka akta amon site dan 1 minit jano na wait korta hoi….

    @রবি ভাই, আপনি যে সাইট টা পেয়েছেন এটাই বেস্ট। এতেই সন্তুষ্ট থাকুন। এর আগে কি এমন কোন ভাল সার্ভিস পেয়েছিলেন ?

Level 0

ভাই একটাই problem …. SMS send হওয়ার পর sms এর কথার শেষে (Keep Listening Dhaka FM) এই ad টা চলে আসে …. এটার কি কোন solution আছে ভাই .?? … থাকলে kindly জানাবেন plzzzzzzzz

    @তানিম ভাই, এটার কোন সল্যুশন নাই। কারণ, এটি যদি রিমুভ করা হত। তাহলে ওই সাইটটি আপনাকে কিসের আশায় ফ্রি এসএমএস সার্ভিস দিবে? ওই বিজ্ঞাপন দিয়েই তো উনি কিছুটা আয় রোজগার করছে। বিনিময়ে আপনি উনার সার্ভার ব্যবহার করে এসএমএস পাঠাতে পাচ্ছেন। তাই না? তার উপরেও বড় কথা হল, এটি একটি বাংলাদেশি কোম্পানি। আমার চোখে তো এখন পর্যন্ত ফ্রি এসএমএস পাঠানোর এই সাইটটিই বেস্ট। কারণ এখানে আপনি সেন্ডার হিসেবে আপনার নাম্বারটি ব্যবহার করেই পাঠাতে পাচ্ছেন। সেটাও আবার আনলিমিটেড !! এতোগুলা সুবিধা একসাথে … এটাই তো অনেক। এতেই সন্তুষ্ট থাকেন। ধন্যবাদ । আমার ব্লগ সাইট :- http://www.bloggeraruf.blogspot.com

Level New

Dekhi

    ১০০০০০০ % সত্যি । ফ্রি আনলিমিটেড বাংলাদেশের সব নাম্বারে… 🙂

Level 0

ধন্যবাদ @মারুফ ভাই …. এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য … ummm Satisfied 🙂

ভাই একবার সাইন ইন করলে কি সারা জীবন মেসেজ পাঠনো যাবে?