নিজের নম্বর থেকে unlimited free sms পাঠান য়ে কোন অপারেটরে 100% কার্যকরী…………..

টেকটিউন এ বিভিন্ন সময় দেখে থাকি unlimited free sms পাঠানোর অনেক টিউন। কিন্তু  SMS পাঠাতে গেলে দেখি কোনটায় কাজ হয় না বা লিমিটেড SMS পাঠানো যায়। আবার কেউ কেউ টিউন করে কিন্তু নিজে SMS পাঠিয়ে দেখে না যে আসলেও SMS পাঠানো যায় কি না।

আবার SMS পাঠানোর টিউন এর সাথে নিজের ওয়েব সাইট এর লিংক জুড়ে দেয় ওয়েবসাইট প্রচারের জন্য।(সেই সময় টেকটিউনস এডমিনরা নাক ডেকে ঘুমায়)

যায় হোক মূল কথায় আসি, আমি আপনাদের একটি লিংক দিবো unlimited free sms পাঠানোর জন্য। লিংক এ ঢুকে Sign Up করূন যে মোবাইল নম্বর দিয়ে Sign Up করবেন মোবাইল নম্বর এ একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটি দিয়ে ভেরিফিকেশন করে Sign In হয়ে Send SMS এ ক্লিক করে 88 ছাড়া নম্বর দিয়ে SMS লিখে Send করুন। এছাড়া এখানে Contact Directory তে নম্বর Save করে রাখতে পারবেন। শুধু একটা ছোট সমস্যা যে SMS এর সাথে এই ওয়েবসাইট একটা ছোট বিজ্ঞাপন দেবে। একটা SMS পাঠিয়ে দেখতে পারেন কেমন বিজ্ঞাপন দেয়।

****বলে রাখা ভালো এই ওয়েবসাইট টা আমার না তাই যদি কখনও SMS পাঠানো বন্ধ হয়ে যায় তবে কিছু করার থাকবে না। যতদিন ফ্রি আছে SMS পাঠাতে থাকুন।******

====== সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যপ্রযুক্তির সাথে থাকুন============

Level New

আমি azad Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dekhi kemon… Naki apnio onno doshjoner motoi..!!!

মেসেজ যায় তবে প্রতি মিনিটে ১ টার বেশী মেসেজ পাঠানো যায় না।

    @মোহাম্মদ হাফিজুর রহমান: আপনার QuickBook tutorial এর জন্য অপেক্ষায় আছি। 🙂

    @মোহাম্মদ হাফিজুর রহমান: apni ki minite onek gula messeg pathan?

Level New

মোহাম্মদ হাফিজুর রহমান এরা ফ্রি সার্ভির দেয় তাই মিনিটে ১ টার বেশী মেসেজ পাঠাতে দেয় না। তবে মেসেজ পাঠাতে পারবেন আনলিমিটেড।

Level New

মিয়াজী (IIUC) ভাই আমি অন্য দশ জনের মত হতে চাই না। তবে ওয়েবসাইট টা তো আমার না তাই ওদের সার্ভিসটার উপর নির্ভর হতে হবে।
তবে মেসেজ পাঠাতে পারবেন আনলিমিটেড।

Level 0

খারাপ না

vhai kajer akta jinis sekhalen.thnks a lot.

Level 0

valo e

Level 0

আজীবন আনলিমিটেড এস এম এস পাঠানো যাবে। কেউ যদি সাইটটি ভালভাবে নিজের প্রয়োজনে ব্যাবহার করে তাহলে সম্ভব। কিন্তু যদি কেউ এটাকে স্কামিং এর জন্য ব‌্যবহার করে তাহলে কর্তৃপক্ষ এটাকে বন্ধ করে দিতে পারে। এজন্য ভালহবে এটাকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা। এটার Android ভারসন গুগুল প্লে থেকে পাওয়া যাবে (https://play.google.com/store/apps/details?id=com.dhakacom.freesms) । iPhone এবং Windows Mobile এর টা আগামী মাসের মধ্যে মার্কেটে চলে আসবে।

কারো কোন প্রকার জীঞ্জাসা থাকলে নিচের ইমেইলে যোগাযোগ করবেন।
[email protected]

ধন্যাবদ
-মাসুদুর রহমান (মাসুদ)
– Project Lead.
-UNLIMITED FREE SMS.

valo tune…………..

Level 0

onkkk sudor tune

nice 1ta tuin vai ! 100% freeeeeeeeeeee

Level New

সকলকে ধন্যবাদ। আশাকরি আগামীতে ভালো এবং সুবিধা সম্পন্ন টিউন করবো।

না ভাই এইরাম ফ্রী কিছু থাকলে দিয়েন ? মোবাইলের টাকা কাটে না ?

Level 0

nice

অনেক দিন ধরে এরকম কিছু খুজছিলাম।ধন্যবাদ। আপনারা প্লে স্টোর থেকে এই ওয়েব এর এপ্পস টা ইউজ করতেও পারেন।

বেশী কিছু ঝামেলা নাই। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। Bulk এস এম এস কবে যে ফ্রী ইউজ করতে পারবো… … … অনেক খোঁজা-খুঁজি করেছি, কিন্তু সফল হইতে পারি নাই। একটা সাইটের সন্ধান আজ থেকে ২ বছর আগেই পেয়েছিলাম। সেই সাইটটা এখনো আছে। 10 টা ফ্রী ট্রায়াল sms দেয়। আমি যেকোন কাউকে ফ্রী ১০ টা এস এম এস যেকোন নাম কিংবা নাম্বার দিয়ে পাঠাতে পারি। কিন্তু আফসোসের বিষয় মেসেজ content ওরা ডিফল্ট যা যেট করে রেখেছে তাই send হয়। আমি তাতেই অনেককে এই এস এম এস পাঠিয়ে চমকে দিয়েছি এবং মজাও পেয়েছি 🙂

advratise sara unlmtd free hoile darun hoito

desher bahire pathano jabe?

tnx

unlimitedfreesms.com

অনেক কাজের একটা পোস্ট দিয়েছেন ভাই। অনেক অনেক প্রতিক্ষার পরে পাইলাম খুব ভাল ভাই তবে এসএমএস পউছাতে অনেক দেরি হয়।

@Free BOY: ফ্রি বইয়ের মেকানিক্যাল সার্ভিস কাজ করেনা। খুবই রাগান্বিত হয়ে গেলাম।

ধন্যাবাদ ভাই ।