সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে একটি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে বসলাম আর মনে মনে ভাবতেছি বিষয়টা কী আপনাদের উপকারে আসবে? হয়তবা এই টিউনের বিষয়টি কিছু কিছু টিউনার জানেন কিন্তু আমি এই কথা নিশ্চিত যে এই বিষয়ে অনেকেই জানেন না। হ্যা জানা অজানার পালা পরে হবে, তবে বলে রাখি যদি জেনেও থাকেন তবে কষ্ট করে চুপ থাকবেন কেননা অনেকেই এটা জানে না।
এখন বিষয়টা বলি, আমরা অনেক সময় একটি সমস্যার সম্মুখীন হই আর এই সমস্যাটি হল ড্রাইভে তেমন বড় কোন ফাইল নেই কিন্তু দেখা যাচ্ছে ড্রাইভ সম্পূর্ণ লোড হয়ে গেছে। কিন্তু কেন? কে এই কাজ করছে? কিভাবে এই ফাইলগুলো দেখব বা কিভাবে এইগুলো ডিলিট করব? এই সকল প্রশ্নের উত্তর এই টিউনেই খুজে পাবেন।
নানা উপায়ে এই সব অদৃশ্য ফাইল আপনি দেখতে পারেন। একটি উপায় বলে দিচ্ছি, প্রথম Folder Option এ যান। আর এর জন্য Control Panel—Folder Option এ যান। এবার View ট্যাবে ক্লিক করুন, Show Hidden files and folder সিলেক্ট করুন, Hidden Protected Operating System File (Recommend) হতে রাইট ক্লিক তোলে ফেলুন। এবার Ok এ ক্লিক করে Folder Option উইন্ডো টা বন্ধ করুন।
এখন আপনি যেকোন ড্রাইভে যান তখন বেশ কিছু নুতুন ফাইল দেখতে পারবেন, আর এই সব নুতুন দৃশ্যমান ফাইলের মধ্যে কিছু কিছু ফাইল হল এই সব অপ্রয়োজনীয় ফাইল। সাধারণত সবচেয়ে বেশী পরিমাণ স্থান দখল করে System Volume Information ফোল্ডারের ফাইলগুলো এবং Found ফোল্ডারের ফাইলগুলো। আপনি চাইলে নিজে নিজে এই সব ফাইল ডিলিট করার জন্য চেষ্টা করতে পারেন কিন্তু হয়তবা নাও সফল হতে পারেন কেননা কিছু কিছু ফাইল সাধারণত ডিলিট হয় না। এই সব ফাইল ডিলিট করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে। থাকুক না কিছু ২,৩ কিলোবাইট পরিমাণের ফাইল তাত খুব বেশী তো সমস্যা হচ্ছে না। আর এই সব ফাইল ডিলিটের জন্য অনেক সফটওয়্যার রয়েছে, এই বিষয়ে অন্য একটি টিউনে বলব। যে সকল ফাইল ডিলিট করা সম্ভব তা সাধারণ নিয়মে ডিলিট না করে একটু ব্যতিক্রমভাবে ডিলিট করুন, এর ফলে আপনার কষ্ট অনেক কম হবে। তবে চাইলে একবার নিজে নিজে এই সব ফাইল ডিলিট করতে চেষ্টা করে দেখতে পারেন। তাহলে অল্প কষ্টে এই সব ফাইল ডিলিটের উপায় কী? হ্যা এর জন্য একটি প্রোগ্রাম রয়েছে যা ইন্সটল করার কোন দরকার নেই। এই প্রোগ্রামটির নাম Disk Cleanup । এই প্রোগ্রামটি বিষয়ে একটি টিউনে লিখেছিলাম, তাই এই বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না। এখন প্রশ্ন হল ,কিভাবে Disk Cleanup প্রোগ্রাম ব্যবহার করে এই সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করবেন? এর উপায়ও বলে দিচ্ছি,
প্রথমে Disk Cleanup প্রোগ্রামটি চালু করুন। আর এটি চালু করার নানা উপায় রয়েছে আমি একটি বলে দিচ্ছি, প্রথমে My Computer এ যান যে ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করবেন তার উপর রাইট ক্লিক করুন, এবার Properties সিলিক্ট করুন এবং এখন Disk Cleanup নামে কমান্ড বক্সে ক্লিক করুন। একটু সময় অপেক্ষা করুন। এবার একটি নুতুন ডায়লগ বক্স আসবে, দেখুন System Restore Obsolete Data Stories নামে একটি চেক বক্স রয়েছে। এখন এই চেক বক্সে রাইট চিহ্ন বসান এবং OK বাটনে ক্লিক করুন। একটু সময় অপেক্ষা করুন। দেখবেন কিছু সময়ের মধ্যেই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিটের কাজ সমাপ্ত হয়ে গেছে। এবং এর ফলে আপনার কম্পিউটারের মেমরীও বৃদ্ধি পাবে, কম্পিউটারের গতি বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় ফাইলগুলোও অপসারিত হবে এবং আরো অনেক উপকার পাবেন। তাই এই টিউনের এই ধরনের নাম করণ। এই টিউনের প্রথম প্রকাশ দেখতে হলে এই লিংকে যেতে পারেন।
আশা করি টিউনটি পড়ে উপকৃত হয়েছেন আর যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আশা করছি। সবাই ভাল থাকবেন।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
nice tune dear.hope it will be helpfull