বলেছিলাম ফাইল কিভাবে অন্যের গোয়েন্দাগিরি থেকে বাঁচিয়ে রাখা যায়, তা নিয়ে টিউন করব। এই যে দিলাম। ভাল লাগলে কমেন্টে জানাবেন, না লাগলে বুঝিয়ে বলবেন।
মোদ্দা কথা windows বা linux কিভাবে একটি ফাইল ভিডিও,অডিও নাকি অন্য কিছু তা বুঝে? হ্যা... ফাইলের extension দেখে। এখন আপনি যদি ওই extension টাই বদলে দেন? ধরুন একটা ভিডিও ফাইল কে '.exe' ফাইল বানিয়ে ফেলেন? operating system ধোঁকা খাবে। সেই সাথে সেই গোয়েন্দাও।
আসুন দেখি, আমি উবুন্টু ১০.৪ এ দেখাচ্ছি। লাগলে বলবেন, windows এর টা ও দেব। একেবারে সহজ আর easy. windows এর বেলায় সবার আগে menu bar থেকে tools> folder options এ যেয়ে ২য় ট্যাবটিতে গিয়ে নিচের option গুলো থেকে একটা জায়গায় আছে hide extension for known file types টিক চিহ্ন তুলে দিয়ে করে apply> ok করুন।
১. প্রথমে ফাইলটা rename করতে রাইট বাটন চেপে rename ক্লিক করুন।
২. উবুন্টু তে extension সহ পুরো নামটি দেখাবে যার মধ্যে শুধু extension ব্যাতিত বাকি নামটি highlight করা থাকবে। আপনি ফাইলটির নাম দেন shell321,system321,xpend,t3lo89p টাইপ বিদ্ঘুটে কিছু। তার পর extension টা পাল্টে exe,dll,nfo ইত্যাদি দিয়ে রাখেন! ok করুন। সতর্কীকরন বার্তা আসলে তাতেও ok করুন।
৩. এবার দেখুন,ফাইলটিতে ক্লিক করুন। কি দেখছেন? windows হলে exe ফাইলটি command prompt দিয়ে চলার চেষ্টা করবে, বিফল হবে! আর উবুন্টু হলে তো আর্কাইভ ফাইল হিসাবে দেখাবে আর unzip(!) করার বৃথা চেষ্টা চালাবে। পারবেনা কিচ্ছু করতে।
৪. ইচ্ছা করলে ফাইলটা hide করেও রাখতে পারেন। তবে সবচে সহজ পদ্ধতি হল ফাইলটা নিজে অন্য কোনো প্রগ্রামের folder এর ভিতরে সেভ করে রাখা, তাতে ঘুনাক্ষরেও টের পাওয়া যাবে না এটা যে স্পেশাল কিছু। তবে windows যে drive এ আছে অইখানে save/copy করে না রাখাটাই বেটার। তাতে OS নষ্ট হলেও ফাইল হারাবেনা।
5. এখন ফাইলটিকে ফেরত পেতে জাস্ট extension টা আগের জায়গায় নিয়ে যান। অর্থাৎ আগের extension টি rename করে বসিয়ে দিন। windows এ আরেকটা কাজ করতে পারেন পুরোপুরি সুরক্ষার জন্যে, তা হল menu bar থেকে tools> folder options এ যেয়ে ২য় ট্যাবটিতে গিয়ে নিচের option গুলো থেকে একটা জায়গায় আছে hide extension for known file types টিক চিহ্ন বসিয়ে apply> ok করুন।
6. এই পদ্ধতিতে করলে windows এর সার্চ option ও এটিকে ভিডিও ফাইল হিসাবে চিনবে না। অর্থাৎ এটির আসল ফরম্যাট কি তা বুঝবে না। হা হা হা !
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
হে হে ভাল !!!