সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। এখন যে বিষয় নিয়ে লিখছি তা অনেকেরই উপকারে আসবে। তাই এই বিষয় নিয়ে লিখতে বসলাম।
অনেক সময় দেখা যায় যে, বাসায় কম্পিউটার একটি কিন্তু ব্যবহারকারী অনেক। যার কারণে কোন ফাইলকে গোপনীয়ভাবে রাখা যায় না। আর গোপনীয়তা প্রদান করতে হলে ফাইল গোপনীয় করার সফটওয়্যার ব্যবহার করতে হয়। আর অন্য ব্যবহারকারীরা যদি ঐ সব ফাইল গোপন করার সফটওয়্যার দেখতে পান তাহলে উনাদের আর বুঝতে বাকি থাকে না যে আপনি কম্পিউটারে কোন কিছু গোপন করে রেখেছেন। তাই তাদের মধ্যে সৃষ্টি হয় সন্দেহ। এমনকি কখন কখনও দেখা যায় আপনি কম্পিউটার পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলছেন। অর্থাৎ বিভিন্ন সন্দেহের কারণে আপনাকে আর কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এত সব সমস্যা! তাই ফাইল গোপন করার সফটওয়্যার ব্যবহার করা যাবে না। কিন্তু ফাইলকে গোপন করতে হবে। তাহলে এই মূহুর্তে আপনি কী করবেন? এর জন্য আমি আপনাকে বলব, এমন কিছু ব্যবহার করুন যা মূলত ফাইল লুকানোর কাজে ব্যবহার করা হয় না। তবে তা দিয়ে ফাইল লুকিয়ে রাখা যায়। এমন সফটওয়্যার কোথায় পাবেন? হ্যা এমন একটি সফটওয়্যার হয়ত আপনি নিজেও ব্যবহার করছেন কিন্তু এই সফটওয়্যার দিয়ে যে এই কাজটি করা যাবে তা জানেন না। হ্যা! এই সফটওয়্যারটির নাম হল Winrar । আমি এই সফটওয়্যারের ব্যবহার নিয়ে আগে আরো অনেক কথা বলেছি। তাই আশা করি সবাই winrar এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। তাই এই সফটওয়্যারটি সব সময় আপনার পাশে রাখুন। এই সফটওয়্যারটি পাবেন http://www.winrar.com এই ঠিকানায়।
এই সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ফাইল লুকিয়ে রাখার মত কাজ করতে পারেন। তবে এইভাবে ফাইল লুকিয়ে রাখার মধ্যে একটি সমস্যা রয়েছে। আর তা হল এর জন্য প্রথমে ফাইলকে zip করতে হবে। চিন্তার কোন কারণ নেই। আপনি winrar সফটওয়্যারটি ব্যবহার করেই যেকোন ফাইলকে .rar অথবা .zip এ রুপান্তর করতে পারবেন। এর জন্য প্রথমে Winrar Software টি ইন্সটল করুন। এবার যে ফাইলে নিরাপত্তা প্রদান করতে চান তার উপর রাইট ক্লিক করুন। এবং নির্বাচন করুন “Add to archive..” এবার একটি ডায়লগ বক্স প্রর্দশিত হবে। ঐ ডায়লগ বক্সের দিকে লক্ষ করুন, কয়েকটি ট্যাব দেখতে পাবেন। এবার “Advanced” ট্যাব এ ক্লিক করুন এবং Set Password বাটনে ক্লিক করুন। Encrypt file names অপশন বাটনে ক্লিক করুন। এবং Enter Password ও Reenter Password নামক Text বক্সে আপনার নির্বাচিত পাসওয়ার্ডটি বসিয়ে দিন। এবং OK বাটানে ক্লিক করুন। দেখবেন ফাইলটি zip হয়ে গেছে। এখন ঐ জিপ করা ফাইলটি খুলতে চেষ্টা করুন। দেখবেন প্রথমেই পাসওয়ার্ডটি দেবার জন্য বলবে এবং এর ফলে এখন থেকে আর কেউ আপনার ঐ ফাইলটি খুলতে পারবে না।
১। আপনি যদি অনেকগুলো ফাইল লুকিয়ে রাখতে চান তাহলে সবগুলো ফাইলকে একটি ফোল্ডারে নিয়ে আসুন।
২। ফোল্ডারটির এমন একটি নাম দিন যে নামে কোন সিস্টেম ফাইল রয়েছে। উদাহরণ স্বরূপ “shell32.dll”।
৩। ফোল্ডারটি জিপ করার পর জিপ করা ফাইলটিকে এমন একটি স্থানে রাখুন যেখানে আরো অনেকগুলো জিপ করা ফাইল রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায় যে বিভিন্ন বড় সফটওয়্যারে অনেক ফাইল, ফোল্ডার থাকে, আপনি চাইলে ঐ সব ফোল্ডারের ভিতর রেখে দিন।
৪। এটি হল সবচেয়ে হট টিপস, জিপ করা ফাইলটি Properties এ গিয়ে Open With এ Change বাটনে ক্লিক করে অন্য একটি সফটওয়্যার দিন। উদাহরণস্বরূপঃ- Microsoft Word ।
আশা করি এর পর ফাইল লুকানোর ব্যাপারে আর কোন সমস্যা হবে না। যদি এই টিউনের কোন বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আশা করি সমাধান দিতে পারব। আর ফাইল লুকানোর কাজে ব্যার্থ হলে বলবেন আরো জটিল জটিল টিপস নিয়ে হাজির হব। এই লিখাটি প্রথম প্রকাশিত হয়েছে এই ঠিকানায়। এই লিখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ওলে বাপু দালুন তো ও ও ও……………..