পৃথিবীর যেকোনো ভাষার ওয়েবসাইট দেখুন নিজের ভাষাতে

আমরা অনলাইনে অনেক সময় নানা রকমের ভাষার ওয়েবসাইট দেখি যেমন ফ্রান্স, জার্মানি, জাপানি ইত্যাদি। আমরা এর মাথা মুন্ডু কিছুই বুঝিনা । এমন কি আমারা অনেকেই ইংরেজিও ভালো ভাবে বুঝতে পারি । আপনাদের কথা কি বলবো আমি নিজেও বুঝিনা। তাই বহুদিন ধরে একটা উপায় খুজ ছিলাম। খুজতে খুজতে একদিন পেয়ে গেলাম একটা উপায়। গুগোল মামার অনেক গুলো অ্যাপ আছে যেমন ইউটিউব, জিমেইল ইত্যাদি। তেমনই আর একটা কাজের অ্যাপ হল গুগোল ট্রান্সলেট

এখন দেখুন কিভাবে আমার কাজটা করবঃ

প্রথমে এখানে ক্লিক করুন তারপর আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক কপি করে পেষ্ট করুন অথবা টাইপ করুন। ডানপাশে আপনি যে ভাষায় দেখতে চান সেই ভাষা সিলেক্ট করুন। তারপর ট্রান্সেলেটে ক্লিক করুন। দেখবেন ওই ওয়েবসাইটের সব লেখা আপনার সিলেক্ট কৃত ভাষায় পরিবর্তিত হয়েছে।

যদি কেউ আমার এই টিউন পেয়ে একটুও উপকৃত হন তাহলে ধন্যবাদ দিতে ভুলবেন না।

আমার একটা  ওয়েবসাইট আছে "www.earntricks4u.com" আমি এইটা বিক্রয় করতে চাই। এটার কোনো সমস্যা নাই। আমি আর চালাতে পারছি না তাই বিক্রয় করতে চাই। এটা একটা কমপ্লিট ওয়েবসাইট। খুব দ্রুত ওপেন হয়। এসিও করা এবং সাথে আছে একটি প্রিমিয়াম থিম ৫০০০ MB Bandwidth ও ৫০০ MB জায়গা। কেউ যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়ঃ

দীপক সরকার

http://www.facebook.com/depokdroid

মোবাঃ ০১৯৪৯৬০৬৭৬৪

মেইলঃ [email protected]

***এই টেকটিউনের সকল এডমিন এর প্রতি দৃষ্টি আকার্ষন করছি দয়া করে আমার এই পোস্টা মুছে ফেলবেন না।***

Level 0

আমি দীপক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন এসিও এক্সপার্ট। আমি আজ তিন বছর ধরে সফলতা সাথে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মামা এতদিনে আপনি google translator এর কথা জানলেন!!!!! হা হা হা

জানতাম না তো জানতাম না, তা এতে দাঁত বের করে হাঁসার তো কোনো মানে হয় না……

ঠিকই বলেছেন এতে হাসার কী আছে, সবাই যে সব জানবে এমটা ভাবার কোন কারণ নেই। হয়তো আগে পরে।