ইন্টারনেট এ ভাষা এখন কোন ব্যাপারই না…

Case 1

সেদিন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য খুঁজিতেছিলাম। অনেক কষ্টে পেলাম তথ্যটি কিন্তু... ফ্রেঞ্চ ভাষায় X(

কিন্তু এগুলো এখন কোন ব্যাপারই না। ওয়েব পেইজের লিংকটা কপি করে গুগল ট্রান্সলেইটে পেইস্ট করলাম.... মনেই হয় না যে পেইজটি ফ্রেঞ্চ এ লিখা ছিল।

Case 2

জার্মানির এক ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে এক বড় ভাই। কাগজ পএ গুলো অনুবাদ করতে হবে জার্মান ভাষায়। প্রতি পেইজ নিচ্ছে ৬০০ টাকা। কি দরকার?? Google Translate এ পেস্ট করে দিন লিখা গুলো, এক সেকেন্ডের কম সময়ের মধ্যেই রেসাল্ট!!!! বাচলো হাজার হাজার টাকা। (দেখেইন, আবার ব্যবসা শুরু করে দিয়েন না 😛 )

Case 3

Naruto এর বিশাল ফ্যান আমি। জাপানিস Anime, খুবই জনপ্রিয়। Naruto নিয়ে কি লিখা হয় জাপানি ওয়েবসাইটে দেখার খুব ইচ্ছা হল আমার। translated search এ ইংলিশ এ Naruto লিখলাম আর এমনিতেই জাপানে অনুবাদ হয়ে সার্চ দিল আর জাপানী ওয়েব সাইট গুলো ইংলিশ্‌ এ অনুবাদ হয়ে রেসাল্ট হাজির !!

Case 4

Facebook এ কিছু বিদেশী ফ্রেন্ড আছে, মাঝে মাঝে উলটা পালটা ভাষায় স্ট্যাটাস দেয়। তখন দুটি সমস্যা ১। ভাষাটি কি? ২। ভাষা চেনার পর কপি করে নূতন উইন্ডো খুলে গুগোল এ যাওয়া।

বেবেল ফিশ থাকতে এতো কিছু করা লাগবো না (ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য) আপনি just লিখাটি সিলেক্ট করুন আর middle button ক্লিক করুন ব্যাস অটো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট হবে আর কাঙ্খিত ল্যাঙ্গুয়েজই ওর স্ট্যাটাস দেখতে পারবেন।আর মাঝে মাঝে আপনিও দিয়েন বুলগেরিয়ান ভাষায় স্টেটাস......  :p :p

এখন গুগোল এর খালি বাকি বাংলা ভাষায় ট্রাসলেইট করার সুবিধাটি। এইটা হয়ে গেলে আরেক নুতন যুগের সূচনা হবে আমাদের।

Level 0

আমি মেগামেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি বাংলায় ব্লগ লিখতে চাই কিভাবে করতে পারি জানালে খুশি হব।
http://www.diganto.com.nu

(দেখেইন, আবার ব্যবসা শুরু করে দিয়েন না 😛 )

ব্যবসা শুরু হয়ে গেল পেজ প্রতি ৬ টাকা

Naruto কী Little Moonlight Rider-এ, তাহলে আমিও বিশাল ফ্যান।
+ভালো পোস্ট। 🙂

প্রথম টিউনের জন্য ধন্যবাদ,সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন আশা করছি।

টেকটিউনসে আপনাকে সাগতম। আরও উন্নত টিউন আশা করি।

সুন্দর টিউন। 😉

Level 0

কাজে লাগবে, ধন্যবাদ আপনাকে।

ভালো জিনিস দিলেন ।

ধন্যবাদ । বেশ ভালো …..

কষ্ট লাগে যখন দেখি বাংলা নাই 🙁

Level 0

জার্মানি ভাষা শিখার জন্য কি কোন সফটওয়্যার আছে, ডিকশনারী এর মতো ?? বর্ণমালা , ফোনেটিক্স , এইসব সহ বিস্তারিত শিখার জন্য কি কোন সফটওয়্যার আছে ?
যদি জানা থাকে তাহলে দয়াকরে সাহায্য করেন । খুব দরকার । ধন্যবাদ ।