কিন্তু উইন্ডোজ এক্সপি তে করতে গেলে সফট এর দরকার হয়। যেহেতু আমরা অনেকেই সাধারণ, দ্রুতগতির এবং কম কনফিগারেশন এ চলার কারণে উইন্ডোজ এক্সপি কেই সর্বোত্তম ভাবি এবং এটি ব্যবহার করি। তাই আমি আজকে কিভাবে উইন্ডোজ এক্সপি তে কোন পেনড্রাইভ কে এনটিএফএস ফরমেট এ পরিণত করা জায় তার সহজতম ট্রিকটি শেয়ার করছি।
২/ তারপর পিসিতে পেনড্রাইভ প্রবেশ করান। ভেতরে থাকা দরকারি ফাইল কপি করে রাখুন।
৩/এরপর সফটটিতে ডাবল ক্লিক করুন। তারপর ফাইল সিস্টেম এ এনটিএফএস সিলেক্ট করুনঃ
৪/তারপর স্টার্ট এ ক্লিক করুন, তারপর yes এ ক্লিক করে শেষে ওকে করুন । দেখুন আপনার পেনড্রাইভ এনটিএফএস ফরমেট এ হয়ে গেছে।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
i know it before
http://thebangladeshtoday.com/