খুব সহজেই আপনার পেনড্রাইভকে এনটিএফএস [NTFS] এ ফরমেট করুন !!

এনটিএফএস বা NTFS এর পূর্ণ রুপ হচ্ছে New Technology File System এবং এটি মাইক্রোসফট এর তৈরি ওএস উইন্ডোজ এ সর্বাধিক ব্যবহৃত হার্ড ড্রাইভ এর ফাইল সিস্টেম।আমরা  অধিকাংশই মাইক্রোসফট এর ওএস উইন্ডোজ এক্সপি/ভিস্তা/সেভেন বা এইট ব্যবহার করি , তাই এই শব্দটা আমাদের কাছি অত্যন্ত পরিচিত।আমরা অফলাইনে দৈনন্দিন তথ্য আদান প্রদান করতে পেনড্রাইভ সবচেয়ে বেশি ব্যবহার করি। এটি সাধারণত FAT 32(File Allocation Table ,32 bit) ফরমেট এর হয়ে থাকে । আমরা অনেকেই বিশেষ করে ল্যাপটপে ওএস সেটআপ দেই পেনড্রাইভ থেকে। কিন্তু সেটা যদি ফ্যাট ৩২ এর হয় তাহলে অনেক সময় লাগবে। পক্ষান্তরে এনটিএফএস ফরমেট এর হলে খুব অল্প সময়েই সেটাপ সম্ভব
।উইন্ডোজ সেভেন এবং এইট এ পেন্দ্রাইভ এনটিএফএস এ ফরমেট করার জন্য বাড়তি কোন সফট লাগে না, মাইক্রোসফট এর প্রদত্ত সফট দ্বারাই করা যায়।

কিন্তু উইন্ডোজ এক্সপি তে করতে গেলে সফট এর দরকার হয়। যেহেতু আমরা অনেকেই সাধারণ, দ্রুতগতির এবং কম কনফিগারেশন এ চলার কারণে উইন্ডোজ এক্সপি কেই সর্বোত্তম ভাবি এবং এটি ব্যবহার করি। তাই আমি আজকে কিভাবে উইন্ডোজ এক্সপি তে কোন পেনড্রাইভ কে এনটিএফএস ফরমেট এ পরিণত করা জায় তার সহজতম ট্রিকটি শেয়ার করছি।

১/প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রায় ১০০ কেবি  এর এই ছোট সফটটি ডাউনলোড করুনঃ
Free Download

২/ তারপর পিসিতে পেনড্রাইভ প্রবেশ করান। ভেতরে থাকা দরকারি ফাইল কপি করে রাখুন।

৩/এরপর সফটটিতে ডাবল ক্লিক করুন। তারপর ফাইল সিস্টেম এ এনটিএফএস সিলেক্ট করুনঃ

৪/তারপর স্টার্ট এ ক্লিক করুন, তারপর yes এ ক্লিক করে শেষে ওকে করুন । দেখুন আপনার পেনড্রাইভ এনটিএফএস ফরমেট এ হয়ে গেছে।

পুরবে আমার ব্লগে আমার দ্বারা প্রকাশিত

আইসিটি স্পার্কল

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিন্তু লাভ কি?? কেনই বা পেনড্রাইভ কে NTFS এ ফরমেট করবো??

    @রিফাত: apni bodhoy puro Tune poren ni.
    আমরা অফলাইনে দৈনন্দিন তথ্য আদান প্রদান করতে পেনড্রাইভ সবচেয়ে বেশি ব্যবহার করি। এটি সাধারণত FAT 32(File Allocation Table ,32 bit) ফরমেট এর হয়ে থাকে । আমরা অনেকেই বিশেষ করে ল্যাপটপে ওএস সেটআপ দেই পেনড্রাইভ থেকে। কিন্তু সেটা যদি ফ্যাট ৩২ এর হয় তাহলে অনেক সময় লাগবে। পক্ষান্তরে এনটিএফএস ফরমেট এর হলে খুব অল্প সময়েই সেটাপ সম্ভব.

vai download link nai?

NTFS format ti balo kintu maje maje problem e pori jokhon pendrive e picture niye studio te jai print korte, tokhon dekha jay pendrive ti computer e connection pache na. karon studio er PC gulu viruse protection er jonno Linux os use kore & Linux e NTFS formate ti sobsomoy connection nite problem kore.