আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা কমবেশি সবাই গান শুনি , মাঝে মাঝে কিছু গান আমাদের থেকে ভাল লেগে যায়, তখন আমরা চাই এই গানকে রিংটোন হিসাবে ব্যবহার করতে।
তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অডিও/mp3 গানের পছন্দের অংশ
কিভাবে কেটে নেওয়া যায় তার নিয়মঃ
তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করুণ।
প্রথমে এখান থেকে My Audio Cutter সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
তারপর চালু করুণ ।
এবার Open audio/Video File বাটনে ক্লিক করে একটি Audio ফাইল নিন।
এবার আপনার পছন্দ অনুযায়ী ড্রাগ করে Play করে নিন।
এখন Save As অথবা Setting বাটনে ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করুণ ।
তারপর সবশেষ Audio Cut বাটনে ক্লিক করুণ তাহলে Save ডায়ালগ বক্স আসবে যে কোণ একটি নাম দিয়ে Save করুণ। তারপর সেভ হতে কিছু সময় নিবে।
এবার সেভ করা ফাইল প্লে করে দেখুন আপনার পছন্দ অনুযায়ী ফাইল কাটা হয়ে গেছে।
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাল কাজ হয় কিন্তু স্পাইওয়্যার আছে। 😀