আমি সাজিদ ,আসা করি সবাই ভালো আছেন ,
আজ আমি দেখাব কিভাবে রবি সিম দিয়া ফ্রী নেট চালাইতে হয় , তো শুরু করি ,
মোবাইল এ -
আপনার রবি সিম ফোনে লাগান ।
এবং Setting-configaration এ GP INTERNET টা একটিভ করুন ।
টিক্স 2 ।
আপনার রবি সিম ফোনে লাগান । ব্যালান্স 0 রাখুন । এবার যে কোন অপের অথবা ডিফল্ট ব্রাউজারে ফ্রি নেট চালান ।
পিসিতে ফ্রি নেটঃ
প্রথমে ফোনে অথবা মডেমে Robi সিমটা লাগান ।
তারপর GP INTERNET এর কন্ফিগারেশন দিয়ে কানেক্ট করুন আর ধুমছে ব্রাউজিং ও ডাউনলোড করুন ।
নোট- আপনি gp তে এমবি কিনে যে ভাবে ইউস করেন ঠিক সাভাবেই ইউস করবেন , শুধু সিম gp এর বদলে রবি থাকবে ,
অনেকেই বলছেন disconnect হয় কিন্তু আমার তো ১.৫ hour ধরে একটানা চলছে ,
>>>> টিউন টা কাজে লাগলে অন্তত নির্বাচিত মনোনয়ন হিসাবে একটা ভোট পেতেই পারি আপনাদের থেকে তাই নয় কি? কারন তাহলে টিউন টা সামনে থাকতো আর সবার ই সাহায্য হত। কমেন্ট কিন্তু অবশ্যই চাই। না হলে কিন্তু ককটেল মাইরা দিমু। ককটেল অহন খুব সহজে পাওয়া যাইতাছে সব জাইগা হা হা হা হা হা ............।।
ধন্যবাদ।
আমি Hacking Zone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মোবাইলে কাজ হচ্ছে ।অনেক ধন্যবাদ টিউনার ভাইকে । এবার আসি অন্য কথায় , যারা এই টিউনের টিউনার ভাইকে গালি দিচ্ছেন তাদেরকে বলি । আপনারা কি ট্টাই করে দেখেছেন ? আমি হলফ করে বলতে পারি আপনারা কেউ ট্টাই করে দেখেননি । আজাতা টিউনারকে গালি দিচ্ছেন । আরেকটা কথা ব্যবহার ভাল করেন ,ব্যবহার বংশের পরিচয় । আর একজনতো বলেই বসল “টেকটিউনে পাগলদের আস্তানা” অপনাকে বলছি । টেকটিউনে প্রায় সবাই সভ্য । আপনি হলেন অসভ্য । কারন জানতেচান ,তাহলে বলি ?শুনুন, পাগলেরা অন্য সবাইকে পাগল মনে করে । সো ,আপনি যেহেতু পাগল তাই ,অন্য সবাইকেও পাগল মনে করেন । আরো একটা কথা , একজনে একটা সঠিক টিপস দিল , আবার তার বিনিময়ে গালিও শুনাবেন আপনারা ,তা কিন্তু মেনে নেওয়া যায়না । এডমিন ভাইদের বলছি , আপনারা টিউনের সত্যায়তা চেক করেন আগে তার পর ডিলেটের কথা ভাববেন । শুধু মন্তব্য কারিদের কথায় টিউন ডিলেট করবেন না ।
thanks tuner. Ami ai siter kuno tuner na. Akane ami pray visit kori. Kintu kokono tune kori ni. Amon ki register kori ni. Aj apnar tune ta pore hashi pelo. Kintu pore mony mony bollam je deki na akbar try kore. Bess, 1 chance hoy gelo. Onek kosto kore akon techtunesa register korci. Just apnake akta thanks dewar jonno. Its a working.
এটা কাজ করে। স্পিডও আমার এক জিবি জিপি প্যাকেজ এর থেকে ভালো। আমার এক বন্ধু অনেক আগেই বলেছিলো ওর মোবাইলে রবির সেটিংস না থাকায় জিপির সেটিংস দিয়ে চালায় এবং এতে ফ্রি চলে। আমি গুরুত্ব দেই নি। আপনার টিউনটা পড়ে আমার এক্সপায়ার্ড রবি সিম দিয়ে পিসিতে ট্রাই করলাম আর এই কমেন্টটাও ফ্রি নেট দিয়ে করলাম। তবে ভাইয়া, আপনি এখন পোস্ট টা মুছে দিন নয়তো আবার রবি এটা বন্ধ করে দেবে 🙁 আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে রাতে জাভা মোবাইলে এবং কালকে এনড্রয়েডে ট্রাই করে জানাবো।
।
রবি পালতু তা মখ ফুটে বলার দরকার নাই।
১। রবি সিম কল বায়ারিং হয় না।
২। রবি সিম আদার অপারেটার কল ডাইভাট হয় না। তব রবি টু রবি হয়।
৩। রবি সিম আজ পযর্ন্তূ কোন ফ্রি ফোট চালু করে নাই । এমন কি ০.ফেসবুক রবি নাঈ।
৪। রবি সিম আপনার বলললে ভূল হবে এখন ৭০ টাকা দিয়ে যেই কাউর রবি সিম তুলে ফেলা যায়। তবে উদ্যক্তা সিম ছাড়া।
৫। রবি সিম এম এম এস আরা ফোন্দা পেকেজ কারো সাথে শুত্র থাকলে রবি সেম এম এম এস পাঠান তার রবি সিম টাকা হাওয়া করে দিন।
৬। রবি সিম দিয়ে দেশের বাহিরে এম এম এস করা যায় না।
৭। রবি সেবা ডট কমে এখন লগিন করা পাসওয়াড আপনার বাবার ক্ষমতা নাই যে আপনি লগিন করতে পারবেন। অফিসে ফোন দিলে আমাদের সব ঠিক আছে । বিশ্বাস না হলে রবি সেবা ডট কমে ডুকে দেখুন।
আমার কাছে বাংলাদেশের সব চাইতে ফালুত সিম অপারেটার রবি কে মনে হয় । আপনার কি ধারনা ?
@Anik Tanim: এটা Robi এর 3G network upgradation এর জন্য হয়েছে। এটা খুব শীগ্রয় বন্ধ হয়ে যাবে!! 🙂 একটা নির্দিষ্ট সময় পর পর এই সমস্যা দেখা যাচ্ছে, তাই ওই সময়টায় আপনারা Internet ব্যবহার করতে পারছেন। অন্য সময়ে Connect হয়ে আবার Automatically Disconnect হয়ে যাবে। তাই চেস্টা করতে থাকুন দেখবেন Permanently Connect হয়ে গেছে। সেটা আবার ১.০০-১.৩০ ঘন্টা পরে আবার Disconnect হয়ে যাবে।
@Anik Tanim: এটা Robi এর 3G network upgradation এর জন্য হয়েছে। এটা খুব শীগ্রয় বন্ধ হয়ে যাবে!! একটা নির্দিষ্ট সময় পর পর এই সমস্যা দেখা যাচ্ছে, তাই ওই সময়টায় আপনারা Internet ব্যবহার করতে পারছেন। অন্য সময়ে Connect হয়ে আবার Automatically Disconnect হয়ে যাবে। তাই চেস্টা করতে থাকুন দেখবেন Permanently Connect হয়ে গেছে। সেটা আবার ১.০০-১.৩০ ঘন্টা পরে আবার Disconnect হয়ে যাবে।
@Anik Tanim: এটা Robi এর 3G network upgradation এর জন্য হয়েছে। এটা খুব শীগ্রয় বন্ধ হয়ে যাবে!! একটা নির্দিষ্ট সময় পর পর এই সমস্যা দেখা যাচ্ছে, তাই ওই সময়টায় আপনারা Internet ব্যবহার করতে পারছেন। অন্য সময়ে Connect হয়ে আবার Automatically Disconnect হয়ে যাবে। তাই চেস্টা করতে থাকুন দেখবেন Permanently Connect হয়ে গেছে। সেটা আবার ১.০০-১.৩০ ঘন্টা পরে আবার Disconnect হয়ে যাবে। 🙂
Hacking Zone…. Vi
Apnaka Bolse Amar 2 Sim Ame Donoty Conect Korta Parse
Toba Amar akta bro vi ar Sim a Conect Kory onak kosto Hoy sa
Toba Vi Robbie Default setting a connect Hoy //// GP INTERNET Seting Laga na ok ..Thx
Soby to ar Sob genes Para na …. Parla to Hoy selo … Toba Ame akhono Mobile download Korta se
আমি আপনাকে পাগল বলতাম কিন্তু না এই আসলেই কাজ করছে কিন্তু ৭-১০সেকেন্ড পর disconnect হয়। আমি ৭-১০ সেকেন্ডের মধ্য http://www.wapking.in ঢুকেছি।কিন্তু আপনি বলতেছেন ১.৫ hour ধরে একটানা চলছে। আমি nokia pc suite দিয়ে ৭-১০ সেকেন্ডের বেশী করতে পারি না। আপনি মডেম দিয়ে ১.৫ hour চালান তাহলে একটা মডেম নিয়ে নিব। এটা দেওয়ার জন্য ধন্যবদ। আপনি ওদের ভালর জন্য দিছেন ওল্টা আপনাকে পাগল বলতেছে।
you are a great but পাগল।