কোন 3rd party software ছাড়া শুধূ ডস কমান্ড দিয়ে আপনার পেনড্রাইভকে Bootable windows 7 -এ তৈরি করুন

পেন ড্রাইভ-এর উপকারিতা কি কি তা আমাদের সবারই জানা আছে। এই পেন ড্রাইব-এর অনেকগুলো উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল এটা দিয়ে খুব সহজে এবং দ্রুততম সময়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। কিন্তু এই সুবিধা ভোগ করার জন্য আমাদেরকে 3rd party software ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর 3rd party software ব্যবহার করতে হবে না আপনাকে Bootable windows 7 তৈরি করতে। আসুন দেখে নিই কিভাবে--

আপানার যা প্রয়োজন - ১। ৪ জিবি পেন-ড্রাইভ (NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এবং windows 7 installation ডিস্ক।

এখন শুরু করা যাক Bootable windows 7 তৈরি করা --

১। প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Start>>>all programs>>>accessories>>>Command prompt

২। এখন টাইপ করুন Xcopy X:\*.* /s/e/f Y:\

মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে সিডি ড্রাইভকে এবং Y দিয়ে পেন-ড্রাইভকে বুঝানো হয়েছে।

৩। এখন আপনার Bootable windows 7 তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময়  লাগবে।

এখন আপনি আপনার কম্পিউটার restart করে BIOS থেকে পেন-ড্রাইভ থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।

ছবিসহ বিস্তারিত দেখুন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্কিন শট সহ টিউন টা করলে ভাল হত । ধন্যবাদ ।

ভাই আমার laptop a ডিভিডি রম নাই তাই কিভাবে pendrive die windows xp দেওয়া jave janaven pls

দেখব চেষ্টা করে পারি কিনা কারন এর আগে কয়েক বার চেষ্টা করেছিলাম পারিনাই।
ভাল টিউন ছবি সহ হইলে আরো ভাল হইত ধন্যবাদ,সামনে আরো ভাল কিছু আশা করছি।

স্কিন শট সহ টিউন টা এখানে করলে ভাল হত। শেয়ার করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ।

ভাই আপনার দেয়া উইন্ডোজ৭ কোন 3rd party software ছাড়া শুধু ডস কমান্ড দিয়ে আপনার পেন ড্রাইভকে bootable windows 7 তৈরী করুন।
এখানে আমি একটা কথা ঠিক বুঝতে পারলাম না ((NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এই NFTS এটা কি এক্টু বুঝিয়ে
বলবেন প্লিজ ভাই আমি আপেক্ষায় রইলাম। আর একটু ইজি করে বলবেন আপনার অপেক্ষায় রইলাম।

ভাই আপনার দেয়া উইন্ডোজ৭ কোন 3rd party software ছাড়া শুধু ডস কমান্ড দিয়ে আপনার পেন ড্রাইভকে bootable windows 7 তৈরী করুন।
এখানে আমি একটা কথা ঠিক বুঝতে পারলাম না ((NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এই NFTS এটা কি এক্টু বুঝিয়ে
বলবেন প্লিজ ভাই আমি আপেক্ষায় রইলাম। আর একটু ইজি করে বলবেন আপনার অপেক্ষায় রইলাম।

এটা কি শুধু ৭ এ নাকি xp তেও ও হবে

invalid drive specification দেখাচ্ছে।