আস্সালামুয়ালাইকুম।আমি টেকটিউনসে নতুন টিউনার।অতএব আশা করি ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি আজ আপনাদের Microsoft Office এর কিছু মজার Symbol এর শর্টকাট জানাব।অবশ্য, অনেকেই আশা করি জানেন।এর আগে কেউ এই টিউনটি করে থাকলে ক্ষমা করবেন।তাহলে চলুন মূল বিষয়ে যাওয়া যাক।
শর্টকাটসমূহ :
Alt+0174=® (Registered)
Alt+0169=© (Copyright)
Alt+0153=™ (Trade Mark)
Alt+227=π (Pi)
Alt+0178=² (Square)
Alt+251=√ (Square root)
Alt+0179=³ (Cube)
Alt+228=Σ (Sigma)
Alt+224=α (Alpha0
Alt+0223=ß (Beta)
Alt+0248=ø (Phi)
Alt+0177=± (Plus-minus)
Alt+0188=¼
Alt+0189=½
Alt+0190=¾
Alt+0215=×
Alt+0247=÷
Alt+0128=€ (Euro Currency)
Alt+0163=£ (British pound)
Alt+0181=µ (Micro)
Alt+0176=° (Degree)
Alt+13= ♪
Alt+14=♫
নাম্বার প্রেস করার জন্য অবশ্যই ডান পাশের কী-প্যাড ব্যবহার করতে হবে।ভাল লাগলে প্লিজ কমেন্ট করুন।
আমি কল্পতরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
© ± ¤ ¥ § ÷ £ ♪ ♫ ☼ ► ◄ ↕ ‼ ◙ ¶ ▬ ¾
alt চাপ দিলে অন্য কোন সংখ্যা চাপ দিলেও কাজ করছে ,কিন্তু এটা টেকটিউন্সের কমেন্ট এ তো দেখি লেখা যাচ্ছে, কিন্তু নোটপ্যাড এ লেখা যাচ্ছে না !!!