মিনি টিপস+বিগ টিপস= টিপস বোম্ব।

সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টাইটেলটা একটু অন্য ধরনের। কারন টিউন অন্য ধরনের। আজকে আমি কিছু ছোট এবং কিছু বড় কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দেব। আশা করি আপনাদের ভালো লাগবে।

(ক) ভালো ভাবে কাজে লাগান আপনার টাষ্কবারকে

যখন কয়েকটি প্রোগ্রাম ওপেন থাকে, তখন উইন্ডোজ টাষ্কবারে প্রোগ্রামগুলোর সিম্বল প্রতিটি স্বতন্ত্র অবজেক্ট দেখা যায় বা বোঝা যায়। তবে ওই আইকনগুলোর জন্য ন্যূনতম ভ্যালু ব্যবহার হয়। রেজিষ্ট্রিতি ভ্যালুর সাইজ মডিফাই করে বাটনের নাইজ পরিবর্তন করতে পারবেন।

* এজন্য Run এ গিয়ে Regedit টাইপ করে ওকে তে ক্লিক করুন।

* রেজিস্ট্রি এডিটরে 'HKEY_CURRENT_USER/ControlPanel/Desktop/WindowsMetrics' কীতে নেভিগেট করুন।

* এবার উইন্ডোর ডান প্যানে 'MinWidth'  ক্যারেক্টার স্ট্রিং সার্চ করুন।যদি এন্ট্রি না থাকে তাহলে Edit>New>Character String কমান্ডের মাধ্যমে তৈরি করুন।

*এডিট করার জন্য নতুন এন্ট্রিতে ডবল ক্লিক করুন।

* পরবর্তী ডায়াল বক্সে কাঙ্খিত ন্যূনতম সাইজ পিক্সেলে এন্টার করুন।

* ন্যূনতম সাইজ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কেননা উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে সবসময় টাষ্কবারের ফ্রি স্পেস অনুযায়ী আইকনের সাইজ কমিয়ে দেয়। সেট ভ্যালু ব্যবহার হয় তখন, যখন ফ্রি স্পেস ভ্যালু এই মানের সমান বা কম হয়। যেমন ১০০০ এন্টার করে ওকে করুন।

(খ) দ্রুতগতিতে সিস্টেম লগইন করা

পাসওয়ার্ডসহ কয়েকটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে উইন্ডোজ বুটিঙ প্রসেসের জন্যও একটি পাসওয়ার্ড চায়। তবে এটি কখনো কখনো আমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে।

এক্ষত্রে রেজিষ্ট্রি এন্ট্রি ব্যবহার করে লগ-ইন প্রসেসকে স্বয়ংক্রিয় করতে পারেন। এজন্য নিচের প্রক্রিয়া টি ফলো করতে হবে।

* এজন্য Run এ গিয়ে Regedit টাইপ করে ওকে তে ক্লিক করুন।

*এবার 'HKEY_LOCAL_MACHIN\Software\Microsoft\WindowsNT\CurrentVersion\Winlogon' রেজিষ্ট্রি কীতে নেভিগেট করুন।

* 'AllDefaultUserName' এন্ট্রি ওপেন করুন, যেহেতু এই ভ্যালুতে রয়েছে কাঙ্খিত ইউজার অ্যাকাউন্ট যা স্বয়ংক্রিয়ভাবে লগ-ইনের জন্য দরকার।

* এবার Edit>New>Character String-  এ ক্লিক করুন এবং 'AutoAdminLogon' এন্ট্রি তৈরি করে ডবল ক্লিক করুন।

* ভ্যালুকে '1" এ সেট করুন। পরবর্তী পর্যায়ে ক্যারেক্টার স্ট্রিং 'DefaultPassword' তৈরি করুন এবং Value হিসেবে অ্যাসাইন করুন ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড।

(গ) আইকনের সাইজ পরিবর্তন করুন

আইউন্ডোজ ভিসতায় দ্রুতগতিতে আইকন সাইজ পরিবর্তন করতে পারেন Ctrl কী চেপে মাউস হুইলক সামনে-পেছনে মুভ করিয়ে।

(ঘ) কমান্ড লিস্ট ডিসপ্লে করা

উইন্ডোজ ভিসতায় অথবা সেভেনে দ্রুতগতিতে কমান্ড লিস্ট প্রদর্শন করা যায়- কমান্ড প্রম্পটে F7 কী চাপুন পূর্বের দেয়া কমান্ড লিস্টের জন্য।

আশা করি এই রকম আরোও অনেক ছোট বড় টিপস আগামী পর্বে দেখাবো।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valoi খারাপ না

Level 0

রাকিবুল হাসান ভাই,ভাল,কিন্তু ছবি হলে আর ভাল ওবুজতে সহজ হত তারপরে ও আমরা আছি চালিয়ে যান,আপনাকে ধন্যবাদ।

void mail (void); হয়েছে

Level 0

হু ভালই………..

হুম সুন্দ্র টিউন ………… 😀

কিছু ছবি এ্যাড করলে আরও ভালো হত। যাহক ভাল 🙂

ধন্যবাদ, টিউনটি শেয়ার করার জন্য।