আসসালামুআলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । ইতিপূর্বে অনলাইন আর্নিং এর কিঞ্চিত কিছু বিষয় নিয়ে ১০ পর্বের চেইন টিউন ছাড়াও আমি কিছু প্রয়োজনীয় পোস্ট করেছি । তার-ই ধারাবাহিকতায় আজ গুগল এডসেন্স এর চেক ভাঙ্গানো নিয়ে কিছু পরামর্শ দিব দিব । বরাবরের মতোই কথা না বাড়িয়ে কাজের কথায় আসি...
গুগল এডসেন্স সম্পর্কে অনেকেই জানেন, না জানলে এখান থেকে জেনে নিতে পারেন । আমরা এখন গুগল এডসেন্স এর পেমেন্ট মেথড নিয়ে আলোকপাত করছি । যারা এ প্রোগ্রাম-এ পাবলিশার হিসেবে কাজ করে আসছেন এবং যারা ভবিষ্যতে কাজ করবেন, এ পোস্ট তাদের সবার জন্যই দিক নির্দেশনা বহন করবে।
গুগল এডসেন্স পাবলিশার হিসেবে দীর্ঘদিন যাবত অনেক ফ্রিল্যান্সার কাজ করে আসছেন, তারা যথারীতি পেমেন্টও পেয়ে আসছেন । গুগল এর রেভিনিউ এতদিন খুব সহজেই হাতে পাওয়া যেত, কিন্তু সাম্প্রতিক গুগল এর চেক ভাঙানো নিয়ে তৈরী হয়েছে জটিলতা, অনেকে ৩/৪ টি চেক নিয়ে বসে আছেন, কিভাবে ভাঙাবেন তার কোনো নিয়ম তারা আয়ত্তে আনতে পারছেননা... আবার অনেকে বিকল্প পদ্ধতি চেষ্টা করে কাজ সেরে নিচ্ছেন । সর্বোপরি গুগল এডসেন্স এর চেক ভাঙানো নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে ।
গুগল এডসেন্স একাউন্ট-এ টাকা নির্ধারিত পরিমান জমা হওয়া মাত্র গুগল পাবলিশার এর নিকট চেক পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সে টাকা তুলতে পারছেনা অধিকাংশ ফ্রিল্যান্সাররা, এতে করে কাজের আগ্রহ হারাচ্ছেন নতুন করে আগত ফ্রিল্যান্সাররা, পাশাপাশি বিষয়টি সমাধানের জন্য কয়েকবার তাগাদা দেয়া হলেও তাতে টনক নড়েনি কারো...
বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও তাতে কোনো রেজাল্ট পাওয়া যায়নি ।
আমাদেরকেই এ সমাধানের পথ খুঁজে বের করতে হবে....
যারা বিভিন্ন ব্যাংক এর মাধ্যমে চেষ্টা করেও টাকা পারছেননা, তারা চেষ্টা করুন স্ট্যান্ডার্ড চারটার্ড অথবা এইচএসবিসি ব্যাংক এ একাউন্ট করতে, এতে করে আপনি চেক ভাঙ্গাতে পারবেন, কেননা ব্যাংক ফরেইন চেক ভাঙ্গিয়ে থাকে ।
আরেকটি সমাধান আপনার জন্য সুফল বয়ে আনতে পারে, আর সেটি হচ্ছে আপনি আপনার একাউন্ট কে হোল্ড করে রাখবেন, এতে করে নির্ধারিত এমাউন্ট হলেও গুগল আপনার জন্য আর নতুন চেক ইস্যু করবেনা । আপনি আবার যখন হোল্ড অপশনটি তুলে দিয়ে সাবমিট করবেন, ঠিক তখন গুগল আবার নতুন চেক ইস্যু করবে । এর মাঝেই চলমান জটিলতা গুলো অনেকাংশেই নিরসন হয়ে যাবে । তাই আপনি আপাতত এ পদ্ধতি অবলম্বন করতে পারেন ।
নিচের অপশন গুলো খেয়াল করে দেখুন ...
আপনার এডসেন্স একাউন্ট এর একাউন্ট সেটিং এ যান...
তারপর পেমেন্ট সেটিং-এ সেল্ফ হোল্ড অপশনটি এডিট করুন
অতপর আপনার একাউন্ট টি এভাবে হোল্ড দেখাবে...
আপনি যদি গুগল এর ইস্যুকৃত চেক না পেয়ে থাকেন, তবে আপনি আবার পুনরায় ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন । তবে চেক ইস্যুর পর সর্বোচ্চ ২ মাস অপেক্ষা করা বাঞ্চনীয় । আপনি যদি ডাক যোগে চেক পেতে না চান তবে দি এইচ এল কুরিয়ার এর মাধ্যমে ৩ থেকে ৭ দিনের মধ্যেই আর্জেন্ট পেতে পারেন, তবে এজন্য আপনাকে বাড়তি চার্জও দিতে হবে...
গুগল এডসেন্স সম্পর্কিত আরো অনেক কিছু জানার থাকলে কিংবা কোনো অভিযোগ করতে চাইলে সাপোর্ট সেন্টার থেকে এটা করতে পারেন ।
আমার অনলাইন আর্নিং সাইট-এ এ বিষয়ে আরো নির্দেশনা পাবেন ।
বাংলাদেশে গুগল এডসেন্স এর চেক ভাঙ্গানো নিয়ে চলমান জটিলতা যেন খুব শীঘ্রই নিরসন হয় সেজন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে...
এছাড়াও সবখানে সবসময় যেখানে আমাকে পেতে পারেন...
সবার জন্য শুভ কামনা ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
কিছু মনে করেন না ? ভাইয়া কি সমাধান দিলেন ? একটা ছোট্ট টিউন করলেন আর ৫টা আপনার নিজের লিংক দিলেন।