অন পেজ এসইওকে আরও কার্যকর করুন – হট টিপস।

কোন সাইটকে র‌্যাংকিং এ আনার জন্য অন পেজ এসইও’র কোন বিকল্প নেই। কিছু বিষয় আপনাকে সহজেই কার্যকর ফলাফল এনে দিতে পারে।

পরীক্ষিত এই বিষয়গুলো তাহলে জেনে নিন :

১। আপনার কিওয়ার্ড গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যবহার করুন। যেমন- টাইটেলে, প্রথম প্যারাগ্রাফে। আর পেজ টাইটেলটা ৬৫ ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করুন।
২। ভালো একটা টাইটেল ব্যবহার করুন। যা ভিজিটর পড়া মাত্রই বুঝতে পারে ভিতরে তার জন্য খোরাক আছে।
৩। আপনার পেজের মেটা ডিসক্রিপশন এক বা দুই বাক্যতে শেষ করুন। এবং পেইজের শুরুতে এটা রাখুন। ডিসক্রিপশনে যত সংক্ষেপে সম্ভব বিষয়টা ফুটিয়ে তুলুন।
৪। ট্যাগ ইউজ করার সময় সাবধান থাকুন। সাব হেডিং হিসেবে h2 অথবা h3 ট্যাগ ইউজ করুন। আর একই পেইজের জন্য h1 ট্যাগ মাত্র একবার ইউজ করবেন।
৫। ইমেজ সবার দৃষ্টি আকর্ষণ করে। আপনার ইমেজগুলোতে Alt ট্যাগ ব্যবহার করুন। ফলে ক্রাউলার সহজে আপনার ইমেজ সনাক্ত করতে পারবে।৬। ওয়ার্ড, কিওয়ার্ড গুলোকে আলাদা করে লিখার ক্ষেত্রে হাইফেন ব্যবহার করুন। এটাও একটা কার্যকর পদ্ধতি।
৭। পারফেক্ট ম্যাপিং: সঠিক ও ভালো মানের ফলাফলের জন্য সুন্দর এইচটিএমএল সাইটম্যাপ তৈরি করুন। যাতে ইউজার এবং ক্রাউলারের সুবিধা হয়। তাছাড়া আপনি robot.txt ফাইল তো ব্যবহার অবশ্যই করবেন।
৮। কিওয়ার্ড এর ব্যবহার: কোন সাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। নরমাল টেক্সটের পাশাপাশি এ্যাংকর টেক্সটেও কিওয়ার্ড ব্যবহার করুন। এসইএর জন্য এটি বেশ কার্যকর একটি একটি পদ্ধতি।
৯। ফ্রেশ কন্টেন্টের কোন বিকল্প নেই। ভালো মানের কন্টেন্ট আপনার ৮০ ভাগ এসইও করে দিবে। এটা সবারই জানা। তাই এ নিয়ে বেশি কিছু বলার নাই।

১০। কন্টেন্ট এবং কিওয়ার্ড পারসেন্টটেইজ ঠিক রাখুন। একটা ভালো মানের কন্টেন্ট নূন্যতম ৪০০ ওয়ার্ড, আরো ভালো হয় ১০০০ ওয়ার্ডের হলে। বেশি স্পাম কিওয়ার্ড ইউজ করবেন না। আর কিওয়ার্ড ডেনসিটি অবশ্যই ১%- ২% এর মধ্যে রাখুন। সবচেয়ে ভাল হয় যদি ১.৮% রাখা যায়।

আপনার এসইও কার্যক্রমের সময় বিষয়গুলো মাথায় রাখলে সহজেই আপনার পদ্ধতিগুলো সফলতার মুখ দেখবে। ছোট ছোট বিষয়গুলোই অন্যদের থেকে আপনার পার্থক্য গড়ে দিতে পারে।

ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজ থেকে।

 

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস