নিজেই হয়ে যান ডিজাইনার- সাজিয়ে নিন নিজের টাইমলাইন ফটোশপ জানেন না ??!!…..নো প্রব্লেম……

নিজেই হয়ে যান ডিজাইনার- সাজিয়ে নিন নিজের টাইমলাইন

ফটোশপ জানেন না ??!!.....নো প্রব্লেম......

 

আপনাদের জন্য একটি উদাহরন: প্রথমে এই সাইটে যান এবং দেখে আসুন উনার ফেসবুকের কভার ফটো বা টাইমলাইন ফটোটা।

লিংকঃ https://www.facebook.com/adeeba.abrar.52

কি দেখলেন ???....... অনেক মজার না !!!...এরচেয়েও বেশী মজা করে বানান আপনার টাইমলাইন...

আপনার মেধাটা একটু খাটাবেন এখানে তাহলেই হয়ে যাবে জটিল একটি টাইমলাইন।

এজন্য আপনি এই সাইটে যানঃ http://timelinecoverbanner.com/11/paper-texture-facebook-timeline-banner-background/?v=2

এটি একটি অনলাইন ফেসবুক কভার ফটো তৈরী করার সাইট ।

এখানে আপনি বিনামূল্যেই আপনার টাইমলাইনের জন্য ডিজাইন করতে পারবেন ।

কিন্তু কিভাবে করবেন ????

আসুন আপনাদের শিখিয়ে ‍দিই কিভাবে কি করবেন ।

আপনি উল্লিখিত সাইটে যাবার পর নিচের মতো একটি উইন্ডো আসবে।

এটি একটি ফাঁকা ফ্রেম, এর মধ্যেই আমরা কাজ করব ।প্রথমে আপনি গোল লাল চিহ্নিত অংশে খেয়াল করুন, সেখানে লেখা আছে ‘আপলোড ব্যাকগ্রাউন্ড’- এই অংশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ছবি কোথায় সেভ করা আছে তা দেখিয়ে সেখান থেকে ওপেন করুন ।যেমন আমি একটি ছবি নিলাম- তার নাম “সেভ দ্যা ওয়াটার”.....নিচের চিত্রের মতো আসবে দেখুন।

উপরেরর ছবিতে লাল চিহ্নিত বক্সে এডিটর গুলো দিয়ে আপনি কোন টেক্সট লেখতে পারবেন, কোন কিছু মুছতে পারবেন ইত্যাদি..আপনি চাইলে ব্যবহার নাও করতে পারেন কোন সমস্যা নাই...।

মাউস পয়েন্টার দিয়ে আপনি ছবি উপর নিচ করতে পারবেন।

ছবি আপলোডের পালা শেষ, এবার উপরের ছবিতে সবুজ গোল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনার প্রোফাইলের ছবি save করুন।

তারপর কমলা কালারের গোল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনার টাইমলাইন কভার ফটো save করুন। ব্যস, হয়ে গেল আপনার কভার ডিজাইন।

এখন আপলোড করে দিন আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার........দেখুন কেমন লাগে ....... তাহলে শেষমেষ আপনিই করলেন......

আমাদের ফেসবুক থেকে চাইলে আপনি ঘুরে আসতে পারেন, ফেসবুকে আমরা >>>> M.H. Soft Ltd.

ভাল থাকবেন সবাই..........শুভকামনায়...আমি .......... S  D

Level 0

আমি saiful.dreamland। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for tune……………..

    Rupsaya ভাই আপনাকেও ধন্যবাদ….

    ধন্যবাদ মোহাম্মদ খালিদ হোসাইন ভাই……..ভাল থাকবেন…

Thankx