ইমেজ অপ্টিমাইজেশন (Image Optimization)
ওয়েবসাইটে ট্রাফিক বা ভিসিটর বাড়ানোর প্রথম ধাপ হল আপনার সাইট ফাষ্ট থাকা ।
ফাষ্ট বলতে কত তাড়াতাড়ি আপনার সাইট লোড হয় সেইটা ।
সাইট স্লো থাকলে ভিসিটর আপনার সাইটে ঢুকতে চাইবে না, ফলে আপনি হারাবেন ভিসিটর ।
সাইট স্লো হওয়ার অনেক কারন আছে, তার মধ্যে একটি হলো আমাদের সাইটের ব্যবহৃত ছবিগুলো ।
একটি সাইট স্লো হবার পেছনে আমাদের ছবির ভূমিকা অনেক ।
যদি ওয়েবসাইটে বড় সাইজের ছবি দেই তাহলে সাইট স্লো হয়ে যায় ।
এজন্য ছবির সাইজ ছোট করতে হবে ছবির গুনগত মান ঠিক রেখে ।
অর্থাৎ ছবির সাইজ কমানোর সময় যেন ছবি ফেটে না যায় বা বিকৃত না হয়ে যায় ।
ছবির গুনগত মান ঠিক রেখে ছবির সাইজ কমানোর নামই হল ইমেজ অপ্টিমাইজেশন (Image Optimization)।
এর জন্য ছোট্ট একটি সফ্টওয়্যার আছে, নাম Resize images.
অনেক কাজের এবং সহজ একটি সফ্টওয়্যার ।
আমি নিজে এটা ব্যবহার করি, এর চমক নিজে ব্যবহার করলেই দেখবেন ।
নিচের লিংক হতে ডাউনলোড করতে পারবেন সফ্টওয়্যারটি । এটি একদম ফ্রি ।
ডাউনলোড লিংকঃ https://copy.com/d814x78if0CX
এরকম আরো মজার মজার জিনিস পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ M.H. Soft Ltd. এ, সবাইকে ঈদের শুভেচ্ছা...ঈদ মোবারক ।
ধন্যবাদ ।
BY - S D
আমি saiful.dreamland। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good post