আসসালামু আলাইকুম । টিটির সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টিউনটি লেখা শুরু করলাম । আজ আমি আপনাদের Nokia/Samsung/... S40-তে ফাইল Copy > Paste করার উপায় জানাব । সাধারনত, Nokia S40 (ex. Nokia 3110c/...) কোন ফাইল Copy> Paste করা যায় না, কিন্তু Move করা যায় (অর্থাত্, Cut/স্থানান্তর করা যায়) । কিন্তু কিছু সফটওয়ার দিয়ে Copy/Cut> Paste সহ আরও অনেক কাজ করা যায় (Arc_ive, Hide ...) । যেমন, BlueFTP, Moby Explorer, Opera Mini mod & ... সফটওয়্যার ।
প্রয়োজনিয় উপকরন :
OS: Symbian40 (S40)
CLDC: 1.1
MIDP: 2.0
JSR: 175
সমর্থিত মোবাইল ফোন (S40) । নিচের লিংকগুলো থেকে প্রয়োজনিয় ফাইল ডাউনলোড করুন ।
Blue FTP 1.70 > http://m.jetbitts.com/java-software/apps/all/3/blueftp170_hhh6edy3.jar
MobyExplorer 3.1 (Registered) > http://down.mob9.mobi/files/sfd48/23609/MobyExplorer%203.1%20%28Registered%20Version%29%28Mob9.mobi%29.jar
এখন সফটওয়ার ইনস্টল করুন । ইনস্টল করা সফটওয়ারে হাইলাইট থাকা অবস্থায় Options> App. Acess > Media Acess এ সম্ভব্য সবগুতে Allow করে OK করুন । এবার আপনার প্রয়োজন অনুযায়ি সফটওয়ার দিয়ে Copy/Cut > Paste সহ আরও অনেক কাজ করুন ।
(কিছু ফাইল যেমন, *.jar/*.jad acess করা যাবে না ।)
আমি আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।