তৈরি করুন GIF ইমেজ (ঈদ শুভেছা)
সবাই পারলে আপনি পারবেন না কেন?
কুরবানীর ঈদ আর এ ঈদে যদি আমরা নিজে এনিমেশন নিজে তৈরি করি এবং বন্ধুদের গিফট দেই বা শুভেচ্ছা জানাই তাহলে কেমন হয়! !!
আবার আমাদের মধ্যে এমন অনেকে ই আছেন যারা GIF ইমেজ ভালোবাসেন ।
কিন্ত কখনো ই কি ভেবেছেন যারা এই সব GIF ইমেজ তৈরী করে সেগুলো আপনি নিজে তৈরী করবেন ।
আজ আমি আপনাদের শেখাবো কিভাবে GIF ইমেজ তৈরী করতে হয় তার নিয়ম।
GIF ইমেজ তৈরি করতে এখানে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি পেজ চালু হবে।
ছবির মতো লাল চিহ্নিত অংশে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে ।
আপলোড ইমেজে ক্লিক করে আপনার পছন্দের ছবি যোগ করুন, যতগুলি খুশি ।
ছবিতে সবুজ বর্ডার দেয়া অংশে আপনি আপনার পছন্দ মতো Height/Width/Quality ইত্যাদি দিতে পারেন। Delay অংশটি হলো আপনি আপনার gif এনিমেশন কত স্পিড হবে, এটা আপনি আপনার মত করে সেট করবেন, এর প্রিভউ আপনি সাথে সাথেই ডানে প্রিভিউ অংশে দেখতে পাবেন। সেই অনুযায়ী আপনি আপনার Delay ঠিক করুন।
আর বাকি কাজগুলো ছবির মতো সম্পাদন করুন ।
অতঃপর নিচের ছবির মতো একটি পেজ আসবে, আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে এটি সংরক্ষন করুন।
বিস্তারিত একটি পিডিএফ বইয়েওে সবকিছু চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে শুধু মাত্র আপনাদের জন্য, যাতে করে বুঝতে বা সংরক্ষন করতে অসুবিধা না হয় ।
বইটির ডাউনলোড লিংকঃ https://copy.com/3yHj9O8IHVHi
এরকম আরো চরম চরম জিনিস পেতে আমাদের ফেসবুক পেজ M.H. Soft Ltd. এর সাথেই থাকুন।
ধন্যবাদ ।
BY - S D
আমি saiful.dreamland। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আনলাইনে সরাসরি জিপ করা সাইট লিন্ক দিন।