কম্পিউটার এর জানা-অজানা দুটি টিপস (অবশ্যই কাজের)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেকের হয়ত এই সাধারণ টিপস দুটি জানা আছে, বিশেষ করে যাদের জানা নেই তাদের অনেক কাজে আসবে।

১। শুদ্ধ বানান ঠিক করা :
কম্পিউটার ও আমরা বিভিন্ন ইংরেজী কম্পোজ করে থাকি। আর সেই কম্পোজ যদি লেখা ভুল হয়। তাহলে তো অনেক লজ্জার ব্যাপার- এখন থেকে আর লজ্জা পেতে হবেনা। আমি বলে দিচ্ছি। প্রথমে যে লেখা গুলা চেক করবেন সেগুলো সিলেক্ট করে নিন।

তারপর MS Word এর  Tools মেনুতে ক্লিক করে >> Spelling & Grammar এ ক্লিক করুন তাহলে একটি Dialog box আসবে।এখানে Not in dictionary বক্স এ আপনার ভুল লেখাটা লাল দেখাবে। এখন এই ভুল লেখাটা শুদ্ধ করতে হলে Suggestions বক্স থেকে শুদ্ধ বানান সিলেক্ট করে Change এ ক্লিক করলে বানান শুদ্ধ হয়ে যাবে। সবশেষ ok ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে F7 চাপ দিলে Spelling &Grammar বক্স আসবে।
২।  ৪/৫ সেকেণ্ডে বন্ধ করুন ল্যাপটপ বা কম্পিউটার:

এর জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl +Alt +Delete এক সাথে  চাপুন।  তাহলে  Windows Task Manager ডায়ালগ বক্স আসবে। এবার Shut Down মেনুতে ক্লি করে- কি-বোর্ড থেকে Ctrl চেপে ধরে Turn of  ক্লিক করুন তাহলে কম্পিউটার ৪/৫ সেকেন্ডে বন্ধ হয়ে যাবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,

আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হোছাইন ভাই, আপনার টিউনগুলি অসাধারন। চালিয়ে জান। আপনার কাছে আমার একটা ছোট চাওয়া আছে। আমাকে মেমোরীকার্ড রিপিয়ার সফটওয়্যারটা দিবেন। মিডিয়াফায়ারে আপলোড করে দিবেন প্লিজ প্লিজ ভুলে যাবেন না।ধন্যবাদ টেকটিউনসকে। ধন্যবাদ টিউনারকে।

    @kabirul: ঠিক আছে দিব (ইনশাআল্লাহ) আর কয়েকদিন ফাইল আপলোড এ আমার সমস্যা হচ্ছে – ঠিক হলে মিডিয়াফায়ারে আপলোড করে দিব। সাথে থাকুন

dhonnobad vai.

shut down option ase na

Level 0

shut down option nai

Level 0

ctrl+shift+Esc use korle Task manager asbe….

Level 0

via shut down option nai