ওয়েব ডেভেলপমেন্ট টেষ্টিং এ প্রয়োজনীয় ৫টি টুল–>

প্রতিটি ওয়েবসাইট তৈরী কিংবা আপগ্রেডের পর এবং চালু করার আগে টেষ্ট করে নিতে হয়। কারণ কোন ব্রোকেন ওয়েবসাইট চালু করার পর ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়াগুলো একজন ডেভলপারের জন্যে দুঃস্বপ্নের সমান। তাছাড়া কোম্পানীর খ্যাতির উপর প্রভাবের কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হবে। তাই ওয়েবসাইট তৈরী করার পর সেটা টেষ্ট করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সৌভাগ্যবশত এ কাজটিকে আরও সহজ করে দিতে অনেক টুল রয়েছে যা দিয়ে সিএসএস ভ্যালিডেশন থেকে শুরু করে ওয়েবসাইটের স্পিড টেষ্টিং সবই করা যায়। কিন্তু আমরা অনেকেই টুলগুলো সম্পর্কে না জানার কারণে ব্যবহারও করি না।

চলুন দেখে নিই কোন কোন টুল ব্যবহার করে আপনি একজন ইউজারকে সমস্যামুক্ত এবং সম্পূর্ণ ওয়েবসাইটের অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিতে পারেন।

১. রেস্পন্স টাইম, ফাইল সাইজ, এবং লিংক টেষ্ট করা দরকার? WebSitePulse Test Tools এর জন্যে একটি প্রয়োজনীয় টুলসঃ
http://www.websitepulse.com/

২. ব্রাউজার টেষ্টিং একটি ওয়েবসাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যেকোন কম্পিউটারে ব্রাউজার টেষ্টিং এর জন্যে spoon Browser Sandbox বেশ কাজের একটি টুল। আপনি যে কোন ব্রাউজার আপনার কম্পিউটারে ইন্সটল না করেই অনলাইনে ব্রাউজার টেষ্ট করতে পারবেন।
http://spoon.net/browsers/

৩. ফ্রন্ট এন্ড কোড এবং সিএসএস ডিবাগিং ইস্যু নিয়ে কাজ করার জন্যে প্রোগ্রামারদের কাছে একটি জনপ্রিয় টুল হল ফায়ারবাগ।
https://getfirebug.com/

৪. হটাৎ করেই সোসিয়াল সাইটগুলোতে শেয়ারিং এর কারণে আপনার সাইটে ষ্ট্রেস পড়ছে, সাইট সে ষ্ট্রেস সামলাতে পারবে তো?
Load Impact আপনাকে এ প্রশ্নের উত্তর খুজে বের করতে সাহায্য করবে।
http://loadimpact.com/

৫. Web Developer, ফায়ারফক্সের এমন একটি এক্সটেনশন যা ওয়েবসাইট টেষ্টিং এর জন্যে কোন ডেভলপারই এড়িয়ে যেতে পারেন না। কারণ এর অসংখ্য ফিচার রয়েছে যা ব্রোকেন ইমেজ টেষ্টিং থেকে শুরু করে কুকি ইনফরমেশন, মার্কআপ ভেলিডেটিং এর মত টেষ্টিং এর কাজে ব্যবহৃত হয়।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/

আশা করি, টুলগুলো আপনাদের কাজে লাগবে, শুভ কামনা রইলো।

Level 0

আমি wanna_be। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ