মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রুপান্তর করার প্রয়োজন পড়ে কিন্তু অনেকেই জানিনা কি করে সেটা করতে হয়.

একটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করেই কাজটি খুব সহজে করা যায়। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে, কোথাও ভেঙে যাবে না। এর জন্য প্রয়োজন ‘ডুপিডিএফ’ নামের ৩.৯৯ মেগাবাইটের একটি সফটওয়্যার।

সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন,
http:// http://www.dopdf.com/quick-download.php ঠিকানা থেকে।

সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন।

এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন।

এবার File এ গিয়ে Print এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctrl+P চাপুন।

এবার Print উইন্ডো আসবে সেখানে Print Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন।

এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন।

ব্যাস, তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল।

যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল

Level 0

আমি wanna_be। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এত ঝামেলা করার কি দরকার? Ms Word এ save as এর পর save type PDF করলেই । আপনান word file টি pdf হয়ে যাবে।

Level 0

vai ami ms office-7 use kri. ms word e save type PDF er kono option khoja paccina.

ভাই, ধন্যবাদ, কিন্তু শেষ পাতা প্রিন্ট হয়না কেন। all page print command দিলে last page আসেনা। win8, cannon lbp leaser printer. currant page দিলে ও শেষ পাতা প্রিন্ট হয় না। plz help me. emailঃ [email protected].