সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন,
http:// http://www.dopdf.com/quick-download.php ঠিকানা থেকে।
সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন।
এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন।
এবার File এ গিয়ে Print এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctrl+P চাপুন।
এবার Print উইন্ডো আসবে সেখানে Print Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন।
এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন।
ব্যাস, তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল।
যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল
আমি wanna_be। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এত ঝামেলা করার কি দরকার? Ms Word এ save as এর পর save type PDF করলেই । আপনান word file টি pdf হয়ে যাবে।