কম্পিউটার রুমে ঢুকবেন আর অটোমেটিক চালু হবে আপনার পিসি। কোথাও কোন সস্পর্শ করতে হবে না।
দয়া করে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারও সাহায্য দরকার হয় তো কমেন্ট করিয়েন তবু খারাপ কিছু ভেবে নিবেন না। আমার লেখার মান অর্থাৎ আর্টিকেল লেখার মান খুব ভাল না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে কম্পিউটারের রুমে ঢুকা মাত্রই কম্পিউটার চালু হবে তা শেখার চেষ্টা করি। ১০০% কাজ করে।
১। কোন সফটওয়ার লাগবে না।
২। কোন ওয়েবক্যাম লাগবে না।
৩। কোন হেডফোনও লাগবে না।
প্রথম ধাপঃ-
আপনাকে প্রথমে একটি ছোট্ট সার্কিট বানিয়ে নিতে হবে । দাম খুব কম। মাত্র ৫০-৬০/= টাকা লাগবে বানাতে। সার্কিটটি খুব সহজে তৈরী করতে পারবেন। সার্কিট টি দেখে নিন--
দ্বিতীয় ধাপঃ-
ঠিক নিচের মত করে মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হবে। ফ্রন্ট প্যানেল পিন গুলো দেখলে বুজবেন। সাধারনত আমরা সিপিইউ এর যে পাওয়ার বাটনে চাপ দেই । সেখানে লাগাতে হবে।
তৃতীয় ধাপঃ-
আপনার কাজ শেষ । এখন আপনি যখন আপনার পিসি রুমে প্রবেশ করবেন তখন লাইট ডিপেন্ডেট রেজিষ্টার টি কাজ করবে আর সাথে সাথে রিলে আপনার পিসির পাওয়ার অন করে দিবে।
আমার ছোট্ট একটি সাইট এ এব্যাপারে আরও বিস্তারিত আছে। সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমার সাইটে মন চাইলে ঘুরে আসতে পারেন। http://goo.gl/Uae5ly
আমার সাথে কমেন্ট এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
অনেক ধন্যবাদ।এটি দিয়ে শুধু কম্পিউটার না অনেক কিছুতে লাগানো যায়। যে সব যন্ত্র ওয়ান ওয়ে হিসেবে কাজ করে। আর পার্টস লিষ্ট দিব আর দুটি অসাধারণ পোষ্ট লেখতে বসেছি তারপর।
১। ( আলিফ লাইলা ) এর মত। শুধু দরজার সামনে দাড়িয়ে বলবেন চি চিং ফাক, আর দরজা খুলে যাবে।
২। কোন মাসিক খরচ লাগবে না । মটরসাইকেলে অথবা বাড়িতে যেখানে খুশি লাগাতে পারবেন । যেকেউ স্পর্শ করলেই কল যাবে আপনার মোবাইলে।
আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পার্টস গুলোর নাম ও মান লিখে দিলে তৈরী করার চেষ্টা করতে পারতাম, যাই হোক খুব সাধারণ কিন্তু খুব কাজের সার্কিট সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।