আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ আপনার নিজের মত করে টুলবার তইরি করতে হয় । অনেকে হয়ত এ পদ্ধতি টা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। আর বলে রাখি এটি খুব কঠিন কাজ না।
এর সুবিধাঃ আপনি সরাসরি ডেস্কটপ এর কোন ফোল্ডার/ স্টার্ট মেনু তে প্রবেশ না করেই এবং এক ক্লিকেই আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে প্রবেশ/ Access করতে পারবেন । আর আপনার ডেস্কটপটির এই টুলবার টি হবে আনকমন অর্থাৎ অন্য কার-ও ডেক্সটপে এটি আপনি দেখতে পাবেন না।
১/প্রথমে আপনি আপনার যেকোনো একটি হার্ডডিস্ক ড্রাইভ এ ফোল্ডার তৈরি করুন। তার নাম দিন "Shortcut"।স্ক্রিন শট দেখুন।
২/এবার আপনার দরকারি প্রোগ্রামগুলোর আইকন কপি করে Shortcut নামে যে ফোল্ডার টি তৈরি করা হল সেখানে পেস্ট করুন।স্ক্রিন শট দেখুন।
৩/এবার আপনার ডেক্সটপে গিয়ে টাস্কবার এর ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন। তারপর "Toolbars" এ ক্লিক করে "New Toolbar..." এ ক্লিক করুন।নিচের স্ক্রিন শট দেখুন।
এবার টাস্কবারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে "Lock the Taskbar" এ টিক দিয়ে দিন।আপনি চাইলে টুলবারে "Always On Top" এ টিক দিতে পারেন।
Victory.
এখন এইপরজন্তই সবাইকে ধন্যবাদ।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
সুন্দর টিউন,
Thanks for share.