Windows XP তে বানিয়ে নিন একটি সুন্দর টুলবার আর এক ক্লিকেই অ্যাক্সেস করুন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে!!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ আপনার নিজের মত করে টুলবার তইরি করতে হয় । অনেকে হয়ত এ পদ্ধতি টা জানেন, তবে যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। আর বলে রাখি এটি খুব কঠিন কাজ না।

এর সুবিধাঃ আপনি সরাসরি ডেস্কটপ এর কোন ফোল্ডার/ স্টার্ট মেনু তে প্রবেশ না করেই এবং এক ক্লিকেই আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে প্রবেশ/ Access করতে পারবেন । আর আপনার ডেস্কটপটির এই টুলবার টি হবে আনকমন অর্থাৎ অন্য কার-ও ডেক্সটপে এটি আপনি দেখতে পাবেন না।  

 Windows XP তে Customized টুলবার তৈরির পদ্ধতিঃ 

১/প্রথমে আপনি আপনার যেকোনো একটি হার্ডডিস্ক ড্রাইভ এ ফোল্ডার তৈরি করুন। তার নাম দিন "Shortcut"।স্ক্রিন শট দেখুন। 

 

২/এবার আপনার দরকারি প্রোগ্রামগুলোর আইকন কপি করে Shortcut নামে যে ফোল্ডার টি তৈরি করা হল সেখানে পেস্ট করুন।স্ক্রিন শট দেখুন।

৩/এবার আপনার ডেক্সটপে গিয়ে টাস্কবার এর ফাঁকা জায়গায় রাইট ক্লিক করুন। তারপর "Toolbars" এ ক্লিক করে "New Toolbar..." এ ক্লিক করুন।নিচের স্ক্রিন শট দেখুন।

 

 ৪/ এবার একটি উইন্ডো ওপেন হবে এবং ফোল্ডার নির্বাচন করতে বলা হবে। আপনি যে ড্রাইভ এ "Shortcut" নামে ফোল্ডারটি তৈরি করেছিলেন, সেই ড্রাইভ এ ডাবল ক্লিক করে "Shortcut" ফোল্ডারটিতে ডাবল ক্লিক করুন। নিম্নের স্ক্রিন শট দেখুন। 
]
৫/দেখুন টাস্কবার  একটি "Shortcut" নামে শর্টকাট তৈরি হল। এবার আবারো টাস্ক বারের ফাঁকা জায়গায় ক্লিক করুন আর  "Lock the Taskbar" এর টিক উঠিয়ে দিন।
৬/এবার "Shortcut" এর অপর মাউস এর কারসর রেখে মাউসের লেফট বাটন ধরে রেখে ডেস্কটপে তুলুন । এই দেখুনঃ
৭/এবার ফোল্ডারটি ধরে দান পাশে নিয়ে আসুন। এই ভাবে ঃ
৮/শেষে এরকম দেখাবে ঃ
৯/এবার নতুন তৈরি করা টুলবারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে "Show text" "Show Title" এর টিক তুলে দিন। সেই সাথে "View" এ ক্লিক করে " Large Icons" এ ক্লিক করুন। এগুল ঠিকঠাক ভাবে করলে নিচের স্ক্রিন শট এর মত দেখাবে ঃ
১০/ এবার টুলবার টির বাম কিনারায় কারসর রাখুন। যখন দেখবেন কারসর এরকম হল  , তখন মাউসের বাম বাটন চেপে রেখে যথাসম্ভব টুলবারটিকে বাম দিকে নিয়ে যান। তার পর এরকম দেখাবেঃ

এবার টাস্কবারের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে "Lock the Taskbar" এ টিক দিয়ে দিন।আপনি চাইলে টুলবারে "Always On Top" এ টিক দিতে পারেন।

 

Victory.

এখন এইপরজন্তই সবাইকে ধন্যবাদ।

[ পূর্বে আমার ব্লগে আমার দ্বারা প্রকাশিত এবং টিটি নিয়মানুসারে সেখান থেকেই কপি পেস্ট করা ]

 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন,
Thanks for share.

Level 0

verry nice vai

সুন্দর টিউন, খুব ভালো লেগেছে আমার।