উবুন্ত ইউএসবি অপেক্ষাকৃত কম সময়ে চালু হয় উবুন্ত সিডি থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে।
যা প্রয়োজন ঃ
১। Unebootin software. সাইজ ঃ 4.31 MB. ডাউনলোড ঠিকানা এইখানে
২। Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download
৩। ১ থেকে ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভ
এখন তৈরি করা যাক উবুন্তু ইউএসবি ঃ
* প্রথমে ডাউনলোড করা Unebootin রান করুন
* একটি নতুন উইনন্ডো আসবে
* এখানে Diskimage সিলেক্ট করে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে OK বাটনে ক্লিক করুন
* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি হলে)
* উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং Exit নিয়ে
* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট করার জন্য।
আরো বিস্তারিত দেখুন এইখানে
সমস্যা হলে [email protected] মেইল করুন আপনার সমস্যা।
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
এমদাদ ভাই, কেমন আছেন? এতো কোথায় ছিলেন? অনেক দিন ধরে আপনাকে TTতে দেখা যায় না। টিউন করার জন্য ধন্যবাদ