আপনার ছবিকে Slide Show তে পরিণত করুন (কোন প্রকার বাড়তি সফটওয়ার ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকের টিউনটি হয়তো অনেকের জানা, এই টিউনটি আমার কিছু কম্পিউটার ছাত্রদের ক্লাশ দেখনো ফাঁকে টিউন টি করা তারা আমাকে জিজ্ঞেস করল স্যার ইমেজ দিয়ে কিভাবে স্লাইডশো তৈরি করা যায়, অবশ্যই এই নিয়ে আমি Ulead Video Studio নিয়ে একটা টিউন করেছি, সফটওয়ার অনেক বড় একটু ঝামেলা তাই ছাত্রদের এটা দিয়ে কাজ শিখানি, এই Movi Maker দিয়ে তাদের শিখানো হয়েছে। শেখানো অবস্থায়। কাজ করা আমার আজকের টিউন তাদের মত হয়ত অনেকে আছে এই নিয়ম টা জানে জানে না , বিশেষ করে তাদের জন্য আজকের টিউন।
তাহলে নিয়মটা শিখে নিই, যারা Widows xp ব্যবহার করেন তারা কোন সফটওয়ার ইন্সটল করতে হবে না আর যারা Winwos 7 ব্যবহার করেন, কিছুদিন আগে এক ভাই এখানে টিউন করেছে Windows 7 এর জন্য তার টিউন থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন তারপর নিচের নিয়ম অনুসারে কাজ করুন ।

Windows Movie Maker চালু করার জন্য প্রথমে Start এ গিয়ে All Programs থেকে Windows Movie Maker ক্লিক করলে Windows Movie Maker চালু হবে ।

এর পর আপনার পিসি থেকে অথবা মেমোরী কার্ড, পেনড্রাইভ থেকে আপনার পছন্দের ছবি import করুন । তারপর ছবিগুলোকে একসাথে Select করে (ctrl+A) Drag করে টেনে Time line এ ছাড়ুন। না পারলে নিচে দেখুন।

এবার Toolbar থেকে video Effects সিলেক্ট করে এক এক করে সবগুলো ছবি মধ্যে ভিডিও ইফেক্ট গুলো দিন, আমার মত করে।

উপরের Video Effects এর মত Video Transitions গুলো ছবির মধ্যে দিন, নিচের মত করে।

উপরের নিয়মে আমরা ছবির মধ্যে Video Effect এবং Video Transitions দিয়েছি এখন একটি অডিও গজল দিব তা দিতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

ইমেজের মধ্যে আমরা Video Effect এবং Video Transitions দিয়েছি, আমরা বিভিন্ন নাটক এ দেখতে পাই যে, যে কোন নাটক চালু/শুরু হবার আগে নাম উঠে এবং কি শেষ হলে ও নাম উঠে! ঠিক তেমনি আমাদের ভিডিও এর মধ্যে শুরু আগে এবং ভিডিও শেষে নাম উঠলে কেমন হবে ভাল না, চিন্তা নেই কোন কঠিন ব্যাপার না একদম সোজা, নিচের দিকে দেখুন আর কাজ করুন।

ব্যাস কাজ শেষ এবার Slideshow টি save করতে হলে File> Save Movie File ক্লিক করুন তারপর save to my computer অথবা আপনি চাইলে CD তে ও সেভ করতে পারেন। তারপর নাম দিয়ে location দেখিয়ে next করে সেভ করুন। সেভ করা হলে যেকোনো FormatConvert করতে পারবেন।

ব্যাস কাজ শেষ।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন টি যেমন সুন্দর হয়েছে তার থেকেও graphically আরও সুন্দর লাগছে।
ধন্যবাদ।

Level 2

একদম পরিষ্কার। এই প্রথম কাজটি করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
হোসাইন ভাই ভিডিও তে শুধু ইংলিশ লেখা যায় , বাংলা লেখার কোন সিস্টেম আছে থাকলে জানাবেন প্লীজ । মানে বাংলা লেখলে ভিডিও তে বাংলা লেখা সাপোর্ট করে না। কি করবো ভাই।

    @smdipu: আপনাকেও অনেক ধন্যবাদ আর হ্যাঁ বাংলা লিখতে হলে আপনাকে প্রথমে Bijoy দিয়ে MS Word এ লিখে কপি/কাট করে মূল জায়গায় পেস্ট করুন তারপর change the text font and color ক্লিক করে যে কোন বাংলা ফন্ট সিলেক্ট করুন ইচ্ছা করলে বাংলা বেশি ব্যাবহ্রত SutonnyMJ সিলেক্ট করতে পারেন।

Level 0

হোছাইন আহম্মদ ভাই আমি অভ্র দিয়ে বাংলা লিখি………।।তাহলে আমাকে কি করতে হবে…।

Level 0

vai windows 7 a ki vabe korte pari ai ta aktu bolla valo hoto. please ba link ta dan…….

Level 0

খুব ভালো টিউন। সুন্দর ভাবে সাজানো গোছানো। আরো ডিটেলস এ মুভি মেকার কে জানতে হলে এই লিংক টাতে দেখতে পারেন। জোদিও ইংলিশ এ লেখা তবে বাংলা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে মনে হয় না কারো অসুবিধা হবে
http://3drainbow.blogspot.in/search/label/Windows%20Movie%20maker